ট্রাম্পবিরোধী স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যাল
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৫৫ পিএম, ১৯ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘুমন্ত নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) ইফতার শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ উদ্যান প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে ভাস্কর্য চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবর, আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠো আরেকবার, ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠো আরেকবার, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে ও ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাকসহ নানা স্লোগান দেন।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফয়সাল মুরাদ বলেন, ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। লাখ লাখ শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। আবার তাদের ওপরই নির্বিচারে হত্যা করা হয়েছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আজ মানবাধিকার সংগঠনগুলো কোথায়? আজ শিশুদের উপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ হয়ে গেছে। তাদের চোখে কি এগুলো পড়ছে না। আজ মুসলিম বিশ্বের সব শক্তিকে একত্রিত হতে হবে। আমাদের শুধু দোয়া করলে হবে না, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ পথে যেতে হবে। জিহাদ নিয়ে গবেষণা, স্টাডি করতে হবে।
এ সময় ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ‘হে মুসলিম, তোমরা জেগে উঠো। তোমাদের হারানো ঐতিহ্য আল আকসা ফিরিয়ে আনতে হবে। বর্তমান মুসলিদেরই এ যুগের খালিদ হতে হবে। মুসলিমদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ ছাড়া সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবদুল ওয়াহেদ, জবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহীন আহমেদ খান বক্তব্য রাখেন।