প্রয়োজনে ফের জুলাই বিপ্লব হবে, তবুও আওয়ামী লীগের পুনর্বাসন মানব না
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০২ পিএম, ২১ মার্চ ২০২৫

গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘আবারও জুলাই বিপ্লব সংঘটিত হবে, তবুও আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।’
মানববন্ধনে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় ক্যাম্পাস ‘আপস নয়, সংগ্রাম সংগ্রাম’, ‘ক্যান্টনমেন্ট নয়, রাজপথ, রাজপথ, রাজপথ’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে’
জাহিদ হাসান জয় বলেন, ‘আমরা স্পষ্ট করে দিতে চাই- তাদের এই চক্রান্ত কখনোই সফল হবে না। বাংলার জমিনে এখন হাজার হাজার হাসনাত আব্দুল্লাহ তৈরি হয়েছে। মানুষ প্রস্তুত রয়েছে আবু সাঈদের মতো জীবন দিতে। জীবন দিতে প্রস্তুত কিন্তু জুলাই বিপ্লব কখনো ব্যর্থ হতে দেব না।’
আশিকুর রহমান বলেন, ‘আমরা চাই, অনতিবিলম্বে আওয়ামী লীগের বিচার হোক এবং দলটি নিষিদ্ধ করা হোক। এ সরকার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে, কোনো কুচক্রী মহলের প্ররোচণায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে আমরা ছাত্রজনতা আরও একটি জুলাই বিপ্লব সংঘটিত করব।’
শামসুর রহমান সুমন বলেন, ‘আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার বিচার সবার আগে নিশ্চিত করা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত এ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’