মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০১:০১ এম, ২২ মার্চ ২০২৫

মস্তিষ্কে রক্তকরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মো. আব্দুল্লাহ ওমর নাসিফ নামে এক ছাত্র মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এম.এস. শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক করে তার মৃত্যু হয়। পরে রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তার জানাযা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, নাসিফ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সেশনের অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্স অধ্যয়নরত ছিলেন তিনি। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী ব্রেইন স্ট্রোক করে মারা যাওয়ায় পরিবার, এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।