কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার: ভিসির অপসারণে এক দফা, ভাঙল ছয় হলের তালা
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৭ এম, ১৬ এপ্রিল ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ছয়টি হলের তালা ভেঙে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রবেশ করেছেন। একই সঙ্গে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণ না করা পর্যন্ত এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
গত সোমবার (১৪ এপ্রিল) রাতে সিন্ডিকেটের জরুরি সভায় ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষে জড়িত ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, হল খুলে দেওয়াসহ ছয় দাবি জানান শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় গতকাল মঙ্গলবার ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে প্রতিটি বিভাগের সামনে গিয়ে হ্যান্ডমাইকে হল খুলে দেওয়ার আহ্বান জানান। সাড়া না পেয়ে ছাত্ররা খানজাহান আলী, ড. এম এ রশিদ, শহীদ স্মৃতি, ফজলুল হক, অমর একুশে ও লালন শাহ হলের তালা ভেঙে প্রবেশ করেন। পরে শিক্ষার্থীরা জানান, ছয় দাবি পূরণে সাড়া না পেয়ে ছাত্ররা তালা ভেঙে হলে অবস্থান নেন। ছাত্রীরা ক্যাম্পাসে না ফেরায় তাদের হলের তালা ভাঙা হয়নি। এখন ছয় দফা নয়, দাবি একটি- উপাচার্যের অপসারণ।
বহিষ্কৃত ৩৭ শিক্ষার্থীর নাম-পরিচয় নিয়ে জনসংযোগ কর্মকর্তাসহ কেউই মুখ খুলছেন না। হলে শিক্ষার্থীদের প্রবেশের বিষয়ে উপাচার্যের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি। তবে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুয়েট প্রশাসন তালা ভেঙে হলে ঢোকাকে বিশ্ববিদ্যালয় তথা দেশের আইনের লঙ্ঘন আখ্যায়িত করেছে।
জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক মাধ্যমের তালিকা দেখে বিভ্রান্ত না হওয়া এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ রাখতে শিক্ষার্থীরা সহযোগিতা করবেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ:
কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার ও ২২ জনের বিরুদ্ধে মামলার ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে বিভিন্ন স্লোগান দেন। মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদ। নেতারা কুয়েট উপাচার্যের বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদলের দলীয় স্বার্থ বাস্তবায়নের অভিযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানান। এ ছাড়া বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংহতি জানিয়ে সংবাদ সম্মেলন করে একই দাবি জানান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা।
চবির মূল ফটকে ১১ ঘণ্টা তালা:
স্থানীয়দের মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে প্রায় ১১ ঘণ্টা তালা ঝুলিয়ে রাখেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, গত সোমবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিনকে মারধর করে স্থানীয়রা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা চেয়ে না পেলে রাত দেড়টার দিকে মূল ফটকে তালা দেন শিক্ষার্থীরা।
এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগ করার অভিযোগে চবির প্রাক্তন এক শিক্ষার্থীকে মারধর করে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার রাত ১০টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শাওন হোসেন পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। যদিও ছাত্রলীগ করার কথা অস্বীকার করেছেন শাওন।