.png)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনকে ঘিরে চলমান তালবাহানা ও নাটকীয়তায় ক্ষুব্ধ হয়ে কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদপ্রার্থী তানভীর হাসান দিপু নিজের মনোনয়নপত্র পুড়িয়ে দিয়েছেন।
গতকাল সোমবার (০১ডিসেম্বর) গভীর রাতে, আনুমানিক রাত ৩টার দিকে তিনি ফেসবুক লাইভে এসে মনোনয়নপত্রটি আগুনে পুড়িয়ে ফেলেন। গত সোমবার (৩০ নভেম্বর) তিনি মনোনয়নপত্রটি সংগ্রহ করেছিলেন।
ফেসবুক লাইভে তিনি বলেন, গত এক মাস ধরে আমি প্রচার চালিয়ে যাচ্ছি। কিন্তু ব্রাকসু নিয়ে শিবির–ছাত্রদল–সমন্বয়কদের টালবাহানা, এগোনো–পেছানো আর নাটকীয়তায় আমি ভীষণ হতাশ। তাই প্রতিবাদ জানাতে আমার মনোনয়নপত্র পুড়িয়ে দিচ্ছি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যে ভাবে ব্রাকসু নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ভুল ভবিষ্যতে যাতে না হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন দলীয় প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়—এটাই প্রত্যাশা।
শেষে তিনি গভীর রাতে লাইভে আসায় দুঃখ প্রকাশ করেন।