
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। যেখানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও তা ৮ দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সহ একাধিক নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
নতুন এই তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংশোধিত তফসিলে নির্বাচনের উল্লেখযোগ্য তারিখ ও সময়সীমাগুলো হলো:
১. প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি: ৭ ও ৮ ডিসেম্বর (দুপুর ১টা - বিকাল ৩টা)।
২. প্রার্থীদের ডোপ টেস্ট: ৯ ও ১০ ডিসেম্বর।
৩. চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১১ ডিসেম্বর।
৪. মনোনয়নপত্র প্রত্যাহার: ১৩ ও ১৪ ডিসেম্বর (সকাল ৯টা - বিকাল ৩টা)।
৫. প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ: ১৪ ডিসেম্বর।
৬. নির্বাচনী প্রচারণা: ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত (মোট ১৩ দিন)।
৭. ভোটগ্রহণ: ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
৮. ফলাফল ঘোষণা: ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে এবং ৩০ অথবা ৩১ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।