
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ আটক করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের প্রধান ফটকে প্রবেশের সময় জি এম সারোয়ার আহমেদ নামের ওই পরীক্ষার্থীকে প্রক্টোরিয়াল টিম আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “ডিভাইসসহ পরীক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল, মোবাইল কোর্টসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”