
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ১৫টি চোরাই মোবাইল ফোন হাতে আসায় আনসার সদস্য জেনারুল ইসলামকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল শুক্রবার এই তথ্য জানানো হয় বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের সংবাদ বিজ্ঞপ্তিতে।
প্রাথমিক অভিযোগে বলা হয়েছে, বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী যাত্রীদের মোবাইল ফোন ও অন্যান্য মালপত্র পাচারের সঙ্গে জড়িত থাকেন। কাস্টমস সূত্রে জানা গেছে, গত বুধবার রাতের শিফটে আনসার সদস্য জেনারুল ইসলাম কার্গো ভিলেজের পোড়া ভবনে দায়িত্বে ছিলেন। গোয়েন্দা তল্লাশিতে তাঁর জুতা ও মোজার ভেতর লুকানো অবস্থায় ১৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি রাত সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত নাইট শিফটে দায়িত্বে ছিলেন। পোড়া ভবনের ভস্মীভূত মালপত্রের মধ্যে কিছু বাটন ফোন লুকানোর চেষ্টা করতে গিয়ে ঘটনাস্থলেই ধরা পড়েন জেনারুল। ঘটনার পরপরই তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।
এর আগে, বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত কোটি টাকার মালপত্র পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। ওই সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। সূত্রের খবর, আগুনের পর কার্গো ভিলেজের ভল্টে চুরি ঘটানোর জন্য একটি চক্র সক্রিয় ছিল।