সিঁথিতে সিঁদুর দিয়ে নয়া রূপে পরীমণি, জানা গেল উদ্দেশ্য
বাংলাদেশী চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমণি। একাধিক হিট চলচ্চিত্র উপহার দিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন এই নায়িকা। ওয়েব দুনিয়াতেও নাম লেখিয়েছেন তিনি। এবার কলকাতার চলচ্চিত্রে দেখা যাবে তাকে। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলছে পরীমণির। আর সিনেমা মুক্তির আগেই ভিন্নভাবে দেখা গেল পরীকে। সিঁথিতে সিঁদুর দিয়ে ছবি পোস্ট করে আলোচনায় নায়িকা। মূলত সিনেমার প্রচারণার অংশ এটি। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ফেলুবক্সী’ সিনেমাটি। তার সিনেমার আগে প্রচারণা চলছে। আর এবার প্রচারণার অংশ হিসেবে সামনে এল ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য। সম্প্রতি পরীমণি তার ফেসবুক পেজে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত সিনেমাটির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরীমনি তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা ও আত্মবিশ্বাস দিয়ে সব কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা ও ভালবাসাকে ছড়িয়ে দেয়।’ ‘ফেলুবক্সী’তে অভিনয় প্রসঙ্গে পরীমনি ওপার বাংলার সংবাদ মাধ্যমকে বলেন, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভাল পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’ ‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও, আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির শ্যুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট ও প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।
কুমারী জীবনের ইতি টানলেন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের নায়িকা
কুমারী জীবনের ইতি টেনেছেন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের নায়িকা ‘টুনী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শারমীন জোহা শশী। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি। ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে তার। এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর খালিদ হোসাইন অভির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে শশী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত। ‘রিপ্লাই ১৯৮৮’ সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্বের শুরু। আর বর্তমানে তা আজীবনের বন্ধনে রূপ নিল।’ তিনি আরও লিখেছেন, ‘ছোট পরিসরে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের আশীর্বাদ নিয়ে জীবনের নতুন অধ্যায়ে ঢুকেছি আমরা। আপনাদের সবার প্রার্থনা ও ভালবাসা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই দোয়ায় রাখবেন আমাদের।’ অভিনেত্রীর স্বামী ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। আবার বহু সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন তিনি। তার সঙ্গে পরিচয়ের ব্যাপারে একটি সংবাদ মাধ্যমকে শশী বলেন, ‘অভি মূলত অডিও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। আগে ডাবিং কোম্পানিতে ছিল। এখন নিজেই একটি ডাবিং কোম্পানি শুরু করেছে। সে ডাবিং বিষয়টি বহু ভাল বোঝে। এ জন্য এ দিকেই তার আগ্রহ বেশি। এই ডাবিং ডিরেকশন নিয়েই থাকতে চায় সে। আবার সে একজন ভয়েস অ্যাক্টরও।’ এছাড়া, বিয়ের ব্যাপারে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের মধ্যে পরিচয়ের পর সে-ই আমাকে আগে বিয়ের প্রস্তাব দেয়। তবে, সেটা সরাসরি বলেনি। কিন্তু, তার কথায় আমি বুঝে নেই বিয়ের বিষয়টি।’ তিনি বলেন, ‘এক সময় আমরা দুইজনই বিয়ে নিয়ে ভাবতে থাকি। পরে আমাদের কাছে মনে হয়, বিয়ের সিদ্ধান্ত নেয়া যেতে পারে। আমরা নিজেদের মধ্যে কথা বলেই সিদ্ধান্ত নেই যে, বিয়ে যেহেতু করছি তাহলে খুব বেশি সময় নেব না। কেননা, আমাদের একে অন্যের কাছে যোগ্য মনে হয়েছে। দুইজনই এ ধরনের লাইফ পার্টনার খুঁজছিলাম। আর সবশেষ বিয়ে করে ফেলি।’ উল্লেখ্য, প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’। এই উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপ দিয়েছেন পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা। আর সেই চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন শশী।
দেশ থেকে প্রচুর রেসপন্স পাচ্ছি বললেন জায়েদ খান
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। কানাডা ও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি শো করেছেন তিনি। এখন এই নায়ক ব্যস্ত আছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের সেলিব্রিটি শো উপস্থাপনা নিয়ে। এদিকে গত ১৩ ডিসেম্বর মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০ : দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জায়েদকে। সিনেমায় জাকিয়া বারী মমের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। একজন সহজ সরল মানুষের চরিত্র জায়েদ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এর আগে প্রেম করব তোমার সাথে সিনেমায় মমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জায়েদ। এবার নিজেকে ভিন্নভাবে মেলে ধরলেন তিনি। বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ফারুকী ভাই মেধাবী একজন নির্মাতা। আমাকে স্ক্রিনে দারুণভাবে উপস্থাপন করেছেন তিনি। সিনেমায় আমার চরিত্রটি খুব বেশি না দেখা গেলেও যারাই দেখছেন প্রশংসা করেছেন। মোবাইল ফোনে, আমার ফেসবুক মেসেঞ্জারে বহু বার্তা পাচ্ছি। সত্যি আমি ভীষণ আনন্দিত। তিনি আরও বলেন, দেশ থেকে প্রচুর রেসপন্স পাচ্ছি। ফারুকী ভাইয়ের সঙ্গে কাজের সুযোগ পাওয়াটাও আনন্দের। উনি জানেন কাকে কোন চরিত্রে কাজ করালে ভালো হবে। মমর সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও ভালো ছিল, এই সিনেমাতেও একসঙ্গে কাজ করে ভালো লেগেছে। দেশে ফেরা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ঠিকানায় সেলিব্রিটি শো শুরু করলাম। আরেকটু গুছিয়ে নিই। দেশ আমাকে সব সময় টানে। সেখানে আমার মা-বাবার কবর। অনেক দিন মা-বাবার কবর জিয়ারত করিনি। খুব মিস করছি।
শাবনূরের জন্মদিনে যা বললেন পূর্ণিমা, জায়েদ খান
জনপ্রিয় নায়িকা শাবনূরকে সিনেমায় এখন আর দেখা যায় না। তাই বলে জনপ্রিয়তা তার একটুও ফিকে হয়নি। এখনও অনুরাগীদের হৃদয়ের রানি হয়ে আছেন তিনি। আজ ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। দিনটিতে সহকর্মীরা শুভেচ্ছায় সিক্ত করছেন শাবনূরকে। জনপ্রিয় নায়িকা পূর্ণিমা লিখেছেন, শুভ জন্মদিন, বাংলাদেশের সেরা অভিনেত্রী। তোমার অবিশ্বাস্য প্রতিভা, নিষ্ঠা ও অনুপ্রেরণামূলক পারফরম্যান্স লক্ষ লক্ষ মানুষকে বিনোদন দিয়েছে। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের নির্দেশনায় দুই নয়নের আলো নামের এক সিনেমায় অভিনয় করেছিলেন শাবনূর। চলচ্চিত্রটি এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মানিক লিখেছেন, ডিসেম্বর,প্রিয় মাস আমার। আমাদের বিজয়ের মাস। এই মাসে অনেক প্রিয় মানুষের জন্মদিন। সেই প্রিয় মানুষের তালিকায় অবশ্যই আছেন সুপারস্টার শাবনূর। বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী, অভিনয়ের রাণী, যে বিশেষণই ব্যাবহার করি না কেন তার নামের পাশে, আমার মনে হয় সেটাই কম হয়ে যায়। আমার সৌভাগ্য তাকে নিয়ে কয়েকটি ছবি করতে পেরেছি আমি। জায়েদ খান নিয়ের ফেসবুকে শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, শুভ জন্মদিন শিশির স্নাত নায়িকা শাবনুর। অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবসময়। এদিকে ‘রঙ্গনা’ নামের একটি ছবিতে যুক্ত হয়েছেন শাবনূর। এর পরিচালক আরাফাত হোসাইন।
পশ্চিমবঙ্গে বাংলাদেশি শিল্পীদের বয়কটের ডাক
সাম্প্রতিক সময়ে কিছু কারণে তলানিতে ঠেকেছে বাংলাদেশ-ভারত সম্পর্কের।যার প্রভাব পড়েছে দুই দেশের শোবিজ অঙ্গনেও; একইসঙ্গে কাজ হারাচ্ছে দুই দেশের শিল্পীরাই। এরই মধ্যে বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। রোববার সেই বিজেপি সাংসদ এক বক্তৃতায় বলেন, ‘এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের। বাংলাদেশের শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে। প্রতিবাদ করতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষরা কেন প্রতিবাদ করছেন না? এটা কোনো রাজনীতি নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে।’ খবর হিন্দুস্থান টাইমস। এদিকে বিজেপি নেতা শমীকের বিবৃতি তুলে দেশের একটি গণমাধ্যমে আরও উল্লেখ করা হয়, ‘কোনো ধর্মের মোড়কে বা উপাসনার পদ্ধতির মোড়কে আমরা কারও অভিনয়সত্তাকে বিচ্ছিন্ন করে দিতে চাই না। কিন্তু এ মুহূর্তে বাংলাদেশের শিল্পীদের বয়কট করতে হবে। সেখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী অভিনয়শিল্পী আছেন, তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুক, তারপর তাদের শ্যুটিংয়ে নামান। ওপার বাংলায় অত্যাচার চলছে, আর তারা এখানে সিনেমা করবেন, কিন্তু কোনো প্রতিবাদ করবেন না, এটা তো হতে পারে না।’ তাহলে বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসান কলকাতায় কেন আছেন এমন প্রশ্নের জবাবে শমীক বলেন, ‘উনি কলকাতায় কেন থাকবেন না? উনি অভিনয় করতে এসেছেন। কিন্তু উনি প্রতিবাদ করুক। জয়া আহসানের হিন্দু দর্শক তো ওপার বাংলাতেও আছেন। উনি জয়া আহসান না হয়ে জয়া ভাদুরি হলে তাহলে একটা প্রশ্ন ছিল। কিন্তু উনি জয়া আহসান। তাকে প্রতিবাদ করতে হবে।’ এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল, চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। পরবর্তীতে চঞ্চল জানান, খবরটি পুরোপুরি মিথ্যা। তবে শমীক ভট্টাচার্য আবারও দাবি করে বসেন, চঞ্চল বাংলাদেশে গৃহবন্দী। চঞ্চল চৌধুরীর প্রসঙ্গ তুলে শমীক বলেন, ‘চঞ্চল চৌধুরী বিখ্যাত নাম। এখন তিনি গৃহবন্দি। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি আর তাদের ব্যস্ত করতে চাই না। যারা এদিকে আশ্রয় নিয়ে আছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক।’
২০২৫ সালে বলিউড কাঁপাবে যেসব চলচ্চিত্র
পৃথিবীর অন্যতম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড। বলিউড প্রেমীদের জন্য সুখবর। একের পর এক চমক নিয়ে আসছে বছর ২০২৫ সালৈ বক্স অফিস কাঁপাবে প্রায় হাফ ডজন ছবি। বড় বাজেটের এসব ছবিগুলোতে থাকছেন অজয় দেবগন, সানি দেওল, শাহিদ কাপুর, কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়েসহ আরও অনেকে। জেনে নেওয়া যাক সেই পাঁচটি চলচ্চিত্রের বিস্তারিত; যার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা। হাউসফুল ফাইভ: বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম পর্ব আসছে ২০২৫ সালে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ‘হাউসফুল ৫’-এ থাকছে প্রতিবারের মতই কমেডি। এই মাল্টি-স্টার চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে বলিউডের বহু বড় তারকাকে। যার মধ্যে আছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, ববি দেউল, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, দিনো মরিয়া, চিত্রাঙ্গদা সিং, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর প্রমুখ। জাট: ‘জাট’ হল একটি অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। এটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি, যিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন। সিনেমাটি প্রথমে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তির পরিকল্পনা করা হলেও তা হয়নি। ফলে, ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ১০ এপ্রিল। দেবা: ‘দেবা’ হল রোশন অ্যান্ড্রুজ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, পূজা হেগড়ে ও পাভেল গুলাটি। সিনেমাটি একজন প্রতিভাবান ও বিদ্রোহী পুলিশ অফিসারের গল্প নিয়ে তৈরি। সেই অফিসার একটি হাই-প্রোফাইল কেস তদন্ত করতে যেয়ে প্রতারণার শিকার হন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি। ইমার্জেন্সি টু: ‘ইমার্জেন্সি টু’ হল কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত একটি ড্রামা সিনেমা। এতে তিনি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ১৯৭৫ সালের জরুরি অবস্থার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। এই ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ১৭ জানুয়ারি। আজাদ থ্রি: অভিষেক কাপুর পরিচালিত ‘আজাদ’ একটি ঐতিহাসিক ড্রামা সিনেমা। এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, ডায়ানা পেন্টি, আমান দেবগণ ও রাশা থাদানি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র একটি ঘোড়া- আজাদ, যে তার মালিকের অনুগত। আমান ও রাশা এই সিনেমার মাধ্যমে বলিউডে তাদের ডেবিউ করতে যাচ্ছেন। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৭ জানুয়ারি।
কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেন আর নেই
বিশ্বখ্যাত তবলা শিল্পী জাকির হোসেন আর নেই। রবিবার (১৫ ডিসেম্বর) ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগজনিত সমস্যার কারণে তিনি সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার ম্যানেজার জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। জাকির হোসেন দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। তবলাকে বৈশ্বিক সংগীত মঞ্চে নিয়ে যাওয়া এই শিল্পী কিংবদন্তি আল্লাহ রাখা’র জ্যেষ্ঠ পুত্র। বাবার মতোই তিনি সংগীত জগতে নিজস্ব পথ তৈরি করেন এবং আন্তর্জাতিক মহলে সম্মান অর্জন করেন। ভারত ও বিশ্বব্যাপী খ্যাতিমান এই শিল্পী পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, যার মধ্যে চলতি বছরের ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে তিনি তিনটি পুরস্কার অর্জন করেন। ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় সংগীতশিল্পী হিসেবে জাকির হোসেন ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। ছয় দশকের দীর্ঘ সংগীত জীবনে তিনি অসংখ্য ভারতীয় ও আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তবে ১৯৭৩ সালে ইংরেজ গিটারবাদক জন ম্যাকলাফলিন, বেহালাবাদক এল শংকর এবং পারকাশনিস্ট টি এইচ ‘ভিক্কু’ বিনায়াকরামের সঙ্গে তার যুগান্তকারী প্রকল্পটি সংগীতকে নতুন এক মাত্রায় পৌঁছে দেয়। ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও জ্যাজের মিশ্রণে গড়ে ওঠা এই ফিউশন ধারা সংগীতপ্রেমীদের অভূতপূর্ব অভিজ্ঞতা দেয়। জাকির হোসেনের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তার ঢল নেমেছে।
‘প্রতিশোধের নেশায়’ ভিলেন বুবলী
নিজের চিরচেনা রূপ বদলে নয়া রূপে ধরা দিতে চলেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের দীর্ঘ আট বছর পর খলনায়িকা চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সূত্রমতে, জাহিদ জুয়েলের পরিচালনায় ‘পিনিক’ চলচ্চিত্রে প্রথম বারের মত নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চলেছেন বুবলী। রোববার (১৫ ডিসেম্বর) এ চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।বুবলী প্রসঙ্গে প্রযোজক শিমুল খান বলেন, ‘বুবলীকে পর্দায় দেখার পর যে কেউ চমকে যাবেন। কারণ, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি।’চলচ্চিত্রটি নিয়ে শিমুল বলেন, ‘প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প ‘পিনিক’। চলচ্চিত্রটির বড় চমক হল একটি চরিত্র ছাড়া সব চরিত্রই নেগেটিভ।’চলচ্চিত্রটির শুটিং নিয়ে পরিচালক জাহিদ জুয়েল জানান, পিনিক’র শুটিং শুরু হয় গেল নভেম্বরের দিকে। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে বড় অংশের শুটিং শেষ করে দেশের বাইরে গানের শুটিং করার পরিকল্পনা রয়েছে তাদের।‘পিনিক’-এ বুবলীর সাথে জুটি বেঁধেছেন অভিনেতা আদর আজাদ। সবকিছু পরিকল্পনা মত এগোলে আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি।
সনজিত আচার্য্যের গান আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে
চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, নাট্যকার, গীতিকার প্রয়াত সনজিত আচার্য্যের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়স্থ সিআরএস টিভির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। চট্টল সুরাঙ্গন এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি শিল্পী মুক্তা সরকারের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, নাট্যাভিনেতা এসএ রহিম, সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, মানবাধিকার সংগঠক জাফর ইকবাল, সঙ্গীত শিল্পী হাসান জাহাঙ্গীর। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সেলিম নুর, সঙ্গীত শিল্পী ইকবাল হায়দার, গীতা আচার্য্য, মিলন আচার্য্য, হাসনা জান্নাত মিকাত, আবৃত্তি শিল্পী শারমিন আক্তার লুবনা, সনজিত আচার্য্যের কন্যা ঊর্মি আচার্য্য, রুমঝুমি আচার্য্য, শিল্পী প্রিয়া ভৌমিক, তাপস চৌধুরী, গীতিকার মাসুম খান, উত্তম কুমার আচার্য্য, রুমেন চৌধুরী, আসিফ ইকবাল, শিল্পী ইকবাল পিন্টু ও গীতিকার আবছার উদ্দিন অলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংঠনের সাধারণ সম্পাদক আসিফ চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘চট্টগ্রামের আঞ্চলিক গানের সুরের সাম্পান মাঝি সনজিত আচার্য্য আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তার জনপ্রিয় গানগুলো এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শুনা যায়।’ বক্তারা তার লেখা গান, সুরগুলো যথাযথ সংরক্ষণের জন্য কতৃর্পক্ষের কাছে দাবি জানান।
ধানমণ্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে চিত্রনায়িকা মিষ্টি সুভাষ আটক
রাজধানীর ধানমণ্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল মিষ্টি সুভাষ। এ সময় তার সঙ্গে থাকা আরো এক নারীকে আটক করা হয়েছে। জানা যায়, শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি ৩২-এর সামনে রাখা পুলিশের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করতে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক নিয়ে হাজির হয়েছিলেন মডেল মিষ্টি সুভাষ। ওই দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন, ‘আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসসিতে এসেছি। কারণ এই জায়গাতে শনিবার উনাকে অসম্মান করা হয়েছে। যেখানে উনাকে অসম্মান করা হয়েছে আমি সেখানে তাকে সম্মান জানাতে এসেছি। টিএসসিতে ওই দিন হেনস্তার শিকারও হয়েছিলেন মিষ্টি সুভাষ। সেদিনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসেন এ অভিনেত্রী। এদিকে আজ আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠন ধানমণ্ডি-৩২ নম্বরে আসতে পারেন এমন আশঙ্কা থেকে সেখানে ভোর থেকেই অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে থাকা আসাদুজ্জামান নামের এক ব্যক্তি জানান, মিষ্টি সুবাসকে তারা আগে থেকেই চিনতেন। অভিনেত্রী আওয়ামী লীগের আরেক কর্মীকে সঙ্গে নিয়ে ধানমণ্ডি-৩২ নম্বরের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেখানে থাকা জনতা তাদের চিনতে পারে এবং আটক করে পুলিশে দেয়।
জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য অল্লু অর্জুনের
হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্রের সুপারস্টার অল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে ছাড়া পান ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতা। এতে ক্ষুদ্ধ হয়েছেন আল্লুর আইনজীবী অশোক। সংবাদ জুম টিভির।জেল থেকে ছাড়া পেয়ে অল্লু অর্জুন সংবাদ মাধ্যমে অভিযোগ করেন, পুলিশ অকারণেই তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েন। বহু অনুরোধ করার পরও অভিনেতাকে সম্মান দেখানো হয়নি।আল্লুর ভাষায়, থানায় আসার আগে আমি পোশাক পরিবর্তন করতে চাই। পুলিশ দেয়নি। বলেছিলাম, ‘আমার সাথে তাহলে একজন লোক দিতে পারেন। আমি দ্রুত পোশাক পরিবর্তন করে আসব।’আল্লু আরও বলেন, ‘আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব। পুলিশ আমাকে নিয়ে এসেছে, এটা ভুল নয়। কিন্তু, আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।’আল্লুর আইনজীবী অশোক বলেন, ‘সন্ধ্যা থিয়েটারে এক নারীর মৃত্যু অভিনেতার কারণেই হয়েছে, এটা বলা যায় না। পাশাপাশি, ওই দিনের ঘটনা মোটেও কারো ইচ্ছাকৃত নয়। তাই, অল্লু অর্জুনকে গ্রেফতার করাটা বাড়াবাড়ি।’অশোক রেড্ডি আরও বলেন, ‘শুক্রবার (১৩ ডিসেম্বর) জামিন পাওয়ার পরও অভিনেতাকে পুরো রাত জেলে রাখার বিষয়টিও বাড়াবাড়ি। এটি ‘অবৈধ আটক’ ছাড়া আর কিছুই নয়।’হাইকোর্টের আদেশ না মানার জন্য প্রকাশ্যে জেল কর্তৃপক্ষের সমালোচনা করে সংবাদ মাধ্যমে অশোক রেড্ডি বলেন, ‘সরকার ও বিভাগকে প্রশ্ন করা উচিত যে, তারা কেন অভিযুক্তকে মুক্তি দেয়নি। হাইকোর্টের আদেশটি খুবই সুনির্দিষ্ট। আইন অনুযায়ী, কারাগার কর্তৃপক্ষ আদেশ পেলেই অবিলম্বে অভিযুক্তদের ছেড়ে দেবে। অল্লু অর্জুনের ক্ষেত্রে সেটা হয়নি, এর জবাব দিতে হবে। আমরা আইনি পদক্ষেপ নেব।’গেল ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ চলচ্চিত্রের প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে।ওই দিনই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালত অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন।তবে, এ রায়ের বিরোধিতা করেন অল্লুর আইনজীবী। অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজের আবেদন করেন তিনি।হাইকোর্টে এ আবেদন জানানো হলে তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে অন্তর্বর্তী জামিন পান অল্লু। কিন্তু, জামিন পাওয়ার পরও জেলে অভিনেতাকে আটক রাখায় দ্রুতই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন অল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি।’
জামিন পেলেন অভিনেতা অল্লু অর্জুন
ভাররেতর হায়দরাবাদে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা অল্লু অর্জুনকে জামিন দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। শুক্রবার (১৩ ডিসেম্বর) ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। এর আগে এদিনই হায়দরাবাদের নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। পরে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। সংবাদ আনন্দবাজার পত্রিকারের। তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবীর আদালতে অল্লুর মামলাটি শোনা হয়েছে। গেল ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে রেবতীর (৩৯) নামের ওই নারীর মৃত্যু হয়। সেই ঘটনায় মামলা করেন তার স্বামী ভাস্কর। এর প্রেক্ষিতে অর্জুনকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অল্লুসহ মোট সাত জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শুক্রবার এ ঘটনায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট। এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা রয়েছে। কিন্তু, অভিযুক্তকে এর ফলে কীভাবে দোষী বলা যায়? যে যে ধারায় মামলা করা হয়েছে, সেগুলো প্রযোজ্য হচ্ছে না। অভিনেতা বলে তার ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করা যায় না। আদালত বলছে, ‘নাগরিক হিসাবে তারও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে।’ মামলায় ওই নারীর স্বামী ভাস্কর জানিয়েছেন, ৪ ডিসেম্বর স্ত্রী, নয় বছরের ছেলে ও আট বছরের মেয়েকে নিয়ে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষ্যে ঘটনার দিন সন্ধ্যায় থিয়েটারে গিয়েছিলেন তিনি। ভাস্করের অভিযোগ, রাত নয়টা দশ মিনিটে তারা টিকিট কেটে চলচ্চিত্র দেখতে হলে ঢুকেছিলেন। প্রেক্ষাগৃহে প্রচুর ভিড় ছিল। রাত নয়টা ৪০ মিনিটে অল্লু সেখানে আসেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল কর্তৃপক্ষ। অভিনেতার নিরাপত্তারক্ষীরা ভিড় সরানোর চেষ্টা করেন। এই সময় ধাক্কাধাক্কি হয়। রেবতী ও তার পুত্র সাই তেজ প্রেক্ষাগৃহের নিচের ব্যালকনিতে ছিলেন। তারা শ্বাস নিতে পারছিলেন না। পরে দুইজনেই ভিড়ের মধ্যে পড়ে যান। ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রেবতীর মৃত্যু হয়। শিশুটিকে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় কেআইএমএস হাসপাতালে। ভাস্করের অভিযোগ, আগে থেকে পর্যাপ্ত পরিকল্পনা ও ব্যবস্থা ছাড়াই অভিনেতা হলে চলে এসেছিলেন। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও ভিড় নিয়ন্ত্রণের বন্দোবস্ত করেননি। তাই, এমন ঘটনা ঘটেছে। অভিনেতা এ দায় এড়াতে পারেন না। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮ (১), ৩ (৫) ধারায় অল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের কথা বলা রয়েছে। ১১৮ (১) ধারায় অস্ত্রের মাধ্যমে (যন্ত্র, আগুন, ক্ষতিকর গ্যাস, বিষ ইত্যাদি) মৃত্যু ঘটানোর কথা বলা আছে। এ দিকে, নিহতের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্জুন।
কন্যা সন্তানের মা হলেন কোয়েল মল্লিক
দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এবার কন্যা সন্তান জন্ম দিয়েছেন এ অভিনেত্রী। শনিবার (১৪ ডিসেম্বর ) সকালেই তাদের পরিবারে নতুন অতিথি আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ সামাজিকমাধ্যমে এই পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকেন। এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বছর শেষে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান। ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী।
জমি পাওয়ার জন্য ড. ইউনূস স্যারকেও বাবা ডাকতে রাজি আছি : জয়
মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে আবদার করেছিলেন আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। সেই আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা এর আগেও কয়েক দফায় ভাইরাল হয়েছিল ফেসবুকে। ২০১৪ সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন অভিনেতা, যা ২০১৯ সালে দ্বিতীয়বার ভাইরাল হয়। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর সেই আবেদনপত্রটি ফের ভাইরাল হয়। এদিকে দীর্ঘদিন পর রাজনৈতিক স্যাটায়ার বানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা ও অন্তবর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশের রাজনীতিবিদদের নিয়ে তৈরি গল্পে ‘৮৪০’ ওয়েব সিনেমা বানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এর আগেই বুধবার (১১ ডিসেম্বর) আয়োজন করা হয় ‘৮৪০’-এর বিশেষ প্রিমিয়ার শো। ‘৮৪০’ শিরোনামের ওয়েব সিনেমাটিতে একটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। সিনেমটির প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি চাওয়া প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে শাহরিয়ার নাজিম জয় বলেন, আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত।
নারীর মৃত্যু ঘিরে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার
বহুল আলোচিত ‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে। এনডিটিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ৪ নভেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক নারী। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই নারীর সন্তান। অভিযোগ উঠেছে, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। পুলিশ লাঠিচার্জ করেও ভিড় সামাল দিতে পারেনি। যার ফলে প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ বলেছে, অভিনেতা এই ঘটনার দায় এড়াতে পারেন না। এরপরই সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ।
বিয়ে করলেন আলিয়া কাশ্যপ
বছরের একেবারে শেষে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। দীর্ঘ দিনের প্রেমিক ব্যবসায়ী শেন গ্রেগকে বিয়ে করেছেন তিনি। বুধবার (১১ ডিসেম্বর) দুই পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া ও শেন।বিয়ের শুভ লগ্ন আসার প্রায় এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় প্রাক বিয়ের অনুষ্ঠান। হলুদ, মেহেন্দি, সঙ্গীতের জমকালো অনুষ্ঠানের পর শুভ্র সাজে বিয়ের আসরে দ্যুতি ছড়ান এ যুগল।বিয়ের দিন হালকা গোলাপি রঙের লেহেঙ্গায় ধরা দেন আলিয়া। অন্য দিকে, শেন পড়েছিলেন সোনালি রঙের শেরওয়ানি।বিয়ের পর আবেগী মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আলিয়া। সে ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।নির্মাতা অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে অংশ নিয়েছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত হয়েছিলেন নব দম্পতিকে দোয়া ও শুভ কামনা জানাতে। গেল মে মাসেই সুখবর দিয়েছিলেন আলিয়া কাশ্যপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠ ছবি দিয়ে জানিয়েছিলেন যে, বিদেশি প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। বিদেশেই থাকেন আলিয়া কাশ্যপ। তিনি অনুরাগ ও তার প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে। পেশায় ইউটিউবার। দীর্ঘ দিন ধরেই প্রেমিকের সঙ্গেই থাকেন আলিয়া। গত মে মাসেই শেন গ্রেগয়েরের সঙ্গে আংটি বদলের ছবি শেয়ার করেছিলেন অনুরাগকন্যা। বৃস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইতে বাগদান পার্টির আয়োজন করেন আলিয়া-শেন। যেখানে খুশি কাপুর, সুহানা খান, ইব্রাহিম খান, পলক তিওয়ারি মত স্টারকিডদের দেখা গেছে। গেল ২০ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একটিতে তার হাতে হীরার আংটি দেখা যাচ্ছে, অন্যটিতে প্রেমিককে নিবিড় চুম্বন করছেন তিনি। ক্যাপশনে লেখা- ‘অবশেষে সেই দিন! আমার সবেচেয়ে প্রিয় বন্ধু, আমার সঙ্গী, আমার সোলমেট এখন আমার বাগদত্ত। তুমিই আমার ভালবাসা, আসল প্রেম কেমন হয় তা আমায় অনুভব করানোর জন্য ধন্যবাদ। তোমায় হ্যাঁ, বলা আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত। তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য মুখিয়ে রয়েছি। খুব ভালবাসা তোমায় বাগদত্ত (বিশ্বাসই করতে পারছি না এই নামে তোমায় ডাকছি)।’ মেয়ের জীবনের এ বিশেষ মুহূর্ত নিয়ে অনুরাগ কাশ্যপ ভীষণ খুশি।
সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংবাদমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম। তিনি জানান, মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। জানা গেছে, কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। চার দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে কয়েকদিন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেসময় শম্পা রেজা জানিয়েছিলেন, পাপিয়া সারোয়ারের দুই মেয়ে জারা ও জিশান যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন। মায়ের অসুস্থতার খবরে দুজনেই দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। পাপিয়া সরোয়ারের জন্ম বরিশালে। ছায়ানটে ওয়াহিদুল হক, সন্জীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে সংগীচর্চা শুরু করেন তিনি। এরপর বুলবুল ললিতকলা একাডেমিতে দীক্ষা নেন এ গায়িকা। পরে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে স্নাতক করেন। সংগীতে অবদান রাখায় ২০২১ সালে একুশে পদক পান পাপিয়া সরোয়ার। এর আগে ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ পান। এছাড়া ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার পান। তবে রবীন্দ্রসংগীতশিল্পী হলেও সাধারণ শ্রোতাদের মাঝে তাকে পরিচিতি এনে দেয় ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি।
বিয়ের সাজে ভাইরাল বুবলী, ছবি সম্পর্কে যা জানা গেল
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলি। কয়েকবছর আগেই শাকিব খানের সঙ্গে তার বিয়ের এবং সন্তানের বিষয়টি সামনে আসে। আর এবার নতুন করে গুঞ্জন উঠেছে অভিনেত্রীর বিয়ে নিয়ে। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে বিয়ে করেছেন শবনম বুবলী। মূলত অভিনেত্রীর শেয়ার করা কিছু ছবি থেকেই এই গুঞ্জনের শুরু হয়। অনেকেই জানতে চেয়েছেন, বুবলীর সঙ্গে বরের সাজে থাকা ছেলেটির নাম। ছবিগুলো নিয়ে এরইমধ্যে কথা বলেছেন এর কোরিওগ্রাফার গৌতম সাহা। জানা গেছে, বুবলীর সঙ্গে থাকা ছেলে মডেলের নাম ওয়াসিফ খান। এবার এ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী নিজেই। একটি সংবাদমাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন এই নায়িকা। বুবলী জানান, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা আগেই অনুমান করেছিলেন তারা। আর এবার এই আলোচনায় তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন এই অভিনেত্রী। বুবলী বলেন, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজিটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে। তিনি আরও বলেন, আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি তাহলে পরিবর্তন আসবে কীভাবে। আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে। সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না। প্রসঙ্গত, বর্তমানে নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন বুবলী। অভিনয়, স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটের পাশাপাশি একমাত্র সন্তানকে নিয়েই ব্যস্ত থাকেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করেন তিনি।
গান বাংলা টিভির সম্প্রচার বন্ধ
গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বার বার তাগিদ দেয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের (গানবাংলা টেলিভিশন)’ সম্প্রচার বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।’ বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।প্রসঙ্গত, এর আগে একই কারণে গ্রীন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রীন টিভি) সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়, যা এখনও বলবৎ রয়েছে।
রাশমিকাকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা
ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। রাশমিকার সৌন্দর্যের তুলনা করছেন অনেকেই। তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এলো। সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ.)। এদিকে এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন আমির হামজা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান আমির হামজা। তিনি বলেন, ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নেই, যা আমার ওপর করা হয়নি। আমার ব্রেনে পর্যন্ত বিদ্যুতের শক দেওয়া হয়েছে। এ কারণে অজান্তেই মুখ দিয়ে অসংলগ্ন কথাবার্তা বের হয়ে আসছে। আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না। মুফতি আমির হামজা বলেন, আমি শারিরীক ও মানসিক কোনোভাবেই সুস্থ না। অন্যদিকে বড়দের অনুরোধে তাদের দাওয়াতও ক্যান্সেল করতে পারি না। তবে আমি কথা দিচ্ছি, পরবর্তী সময়ে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে মাহফিলে অংশ নেব।
‘শিবিরের কমিটিতে নাম’ থাকার ব্যাপারটি গুজব জানিয়ে যা বললেন পূজা চেরি
বাংলাদেশী চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা চেরি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, অধিকাংশই সফল ও দর্শকমহলে প্রশংসিত। আর দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই অর্জন করে নিয়েছেন তারকা খ্যাতি। সাধারণত তারকাদের নিয়ে বিভিন্ন সময় চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যতীত প্রেম-ভালবাসার গুজব ও অপতথ্য ছড়িয়ে থাকে। বহু সময় আবার রাজনৈতিক দলে জড়িয়ে পড়ারও বিভিন্ন কথা ভেসে বেড়ায়। এবার এমনই এক গুজবের কবলে পড়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। যা কেবলই মিথ্যা ও ভুয়া তথ্য। এ নিয়ে কথা বলেছেন এ নায়িকা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে ব্যাপারটি স্পষ্ট করেছেন ‘দহন’ খ্যাত এ নায়িকা। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোন রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে।’ ‘কিন্তু, আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোন ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোন রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সব কিছুর ওপর প্রভাব পড়ে।’ সবশেষ বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি ও উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।’
যুক্তরাষ্ট্রে বাবার স্মরণে গাইবেন ফাহমিদা নবী
বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবীর কন্যা দেশের নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তারই পিতাকে নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘সুরের ভুবনে’ এককভাবে গান গাইবেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই অনুষ্ঠানের আয়োজক সুমনা। আগামী ১৭ ডিসেম্বর নিউইয়কের্র কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফাহমিদা নবী জানান, তার বাবার গাওয়া চলচ্চিত্রের এবং আধুনিক জনপ্রিয় গানগুলোই তিনি গাইবেন। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হল- ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আমিতো আজ’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’, ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’, ‘সুরের ভুবনে’, ‘তোমার দু’হাত’ ইত্যাদি। ফাহমিদা নবী বলেন, ‘এর আগে বহু বার যুক্তরাষ্ট্রে আসা হয়েছে আমার। নানা ধরনের আয়োজিত অনুষ্ঠানে গান করেছি। কিন্তু, এবারই প্রথম আমার আব্বাকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে বিধায় নিজের ভেতর সত্যিই একটা অন্যরকম সুখ, শান্তি কাজ করছে। আব্বাতো নেই বহুব ছর, কিন্তু তার গান এখনও তাকে তার ভক্ত দর্শকের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছে। দেশের বাইরেও বিশেষত এই যুক্তরাষ্ট্রেও আব্বার এত ভক্ত দর্শক আছে, তা আমাকে সত্যিই পুলকিত করে। তাদের বিশেষ অনুরোধেই সুমনার এই উদ্যোগ।’ এই গায়িকা বলেন, ‘এরইমধ্যে আব্বার বহু গানের অনুরোধও চলে এসেছে আমার কাছে। অনুষ্ঠানে আব্বার গানতো গাইবই, সেইসঙ্গে আমার নিজের কয়েকটা মৌলিক গানও গাইব। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে, গানে গানে সবাইকে মুগ্ধ করার পরম চেষ্টা থাকবে।’ ফাহমিদা নবী জানান, মূলত এবার তিনি সেখানে একটি ফাউন্ডেশনের আহ্বানে ফান্ড সংগ্রহের জন্য পারফর্ম করতে গিয়েছিলেন। এরইমধ্যে সেই শোতে পারফর্মও করেছেন তিনি। বাবাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন শেষে আগামী ৩১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। এ দিকে, ফাহমিদা নবীর ভয়েজ গ্রুমিং স্কুল ‘কারিগরী’ থেকে একের পর এক নতুন নতুন গান প্রকাশ পাচ্ছে। কারিগরী’ থেকে তার লেখা ও সুরে গান গেয়েছেন শাকিল, শাম্মী, পিলু, ফাল্গুনী, সোহেল, ফাহমিদা। গানগুলো প্রকাশ পাচ্ছে ‘আনমোল প্রেজেন্টস’ ইউটিউব চ্যানেলে।
‘ঠিকানা’য় যোগ দিলেন জায়েদ খান
দেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন এমন শোবিজ তারকাদের একজন জায়েদ খান। ডিগবাজি নিয়ে ভাইরাল হওয়া জায়েদ খানের আয় বেশ ভালো হলেও এখন তা কমেছে। বাড়ি ফিরতে পারছে না। ফলে এক প্রকার বাধ্য হয়েই বিদেশের মাটিতে নতুন কাজের সঙ্গে যুক্ত হলে তিনি, এ কথা বলাই যায়! নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন এই চিত্রনায়ক। আর সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলত একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। নিউ ইয়র্ক থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জায়েদ। জায়েদ খান বলেন, ‘যে কোনো ‘প্রথম’ সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।’ তিনি আরও বলেন, ‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।’ চলতি বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ। এরপর আর দেশে ফেরেননি, সেখানেই আছেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা। অনেকেই জানেন, দেশে তার বিরুদ্ধে মামলাও হয়েছে সাম্প্রতিক সময়ে। প্রসঙ্গত, দেশের জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনও কিছুদিন আগে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে ছেলে আমেরিকার ‘ঠিকানা’য় উচ্চ পদে যোগ দিয়েছেন।
রাশমিকাকে পৃথিবীর অন্যতম সুন্দরী বললেন ধর্মীয় বক্তা হামজা
দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। বলা চলে ক্যারিয়ারে সোনালী সময় পার করছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। রাশমিকার সৌন্দর্যের তুলনা করছেন অনেকেই। তবে, এবার এ দেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এল। সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে পৃথিবীর অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, ‘এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন এক নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ.)। উল্লেখ্য, ক্যারিয়ারে ‘চালো’ চলচ্চিত্রের মাধ্যমে তেলেগু ফিল্মে অভিষেক হয় রাশমিকার। এরপর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও ততটা সফলতা পাননি। তবে, ‘পুষ্পা: দ্য রাইজ’ চলচ্চিত্রের অসাধারণ সফলতার পর রাশমিকা জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে। অল্প সময়ের ব্যবধানে এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে ইতোমধ্যে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।