ঈদ উপলক্ষে মুক্তি পেল অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’

সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তি পেয়েছে স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামটিতে রয়েছে ‘আবছা নীল কণা’ শিরোনামের গানটিসহ মোট সাতটি গান। ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন চৌধুরী বলেন, ‘প্রথম অ্যালবামের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন এবং ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’ ২০০৯ সালে যাত্রা শুরু করা অপার্থিব ব্যান্ডের বর্তমান পাঁচ সদস্যই কানাডার অটোয়াতে বসবাস করছেন এবং সেখান থেকেই তাদের সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। ব্যান্ড সদস্যরা হলেন সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি-বোর্ড) ও সৈয়দ আহসান আলী (বেজ গিটার)। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয় অ্যালবামের পাঁচ নম্বর গান ‘পথিক’। এই গানটিতে অতিথি গিটারিস্ট হিসেবে অংশ নেন জনপ্রিয় গিটারিস্ট সাজ্জাদুল আরেফিন। অপার্থিব বিশ্বব্যাপী শ্রোতাদের সঙ্গে তাদের সংগীত ভাগ করে নিতে এবং নতুন মাত্রায় সংগীত চর্চাকে নিয়ে যেতে আগ্রহী।

শাকিব খানের জন্মদিনে কী লিখলেন অপু ও বুবলী

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ শুক্রবার (২৮ মার্চ)। দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন এ অভিনেতা। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে রাজত্ব পান ২০০৭ সাল থেকে। ঢাকাই সিনেমার শীর্ষে থাকা এ অভিনেতা তার দক্ষ অভিনয়গুণে এখন পর্যন্ত চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শাকিব খানের জনপ্রিয়তা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষ অভিনয়শৈলী দিয়ে টালিউড, বলিউডেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন সুপারস্টার। অভিনয়জীবনে সাফল্য ধরা দিলেও ব্যক্তি জীবনে কিছুটা সমালোচিত শাকিব খান। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি তার। অবশ্য সম্পর্ক না টিকলেও জন্ম তারিখ পড়তেই শাকিবকে বিশেষ এই দিনটির শুভেচ্ছা জানালেন অপু-বুবলী দুজনে; সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীকে সম্বোধন করলেন নানা তকমায়।সিনেমার দৃশ্যে দুইজনের ফ্রেমবন্দি একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান।’ আবার প্রাক্তন স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন শবনম বুবলীও। তিনি লিখেছেন, শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান। মাঝে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। শাকিব খানের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’। এদিকে আসন্ন ঈদুল ফিতরে শাকিব খানের দুটি সিনেমা মুক্তি পাবে। ‘বরবাদ’ এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক ছবি ‘অন্তরাত্মা’। শাকিবিয়ানদের প্রথম পছন্দ বরবাদ হলেও অন্তরাত্মা রয়েছে দ্বিতীয় তালিকায়। এবার ঈদে দুইটি ছবিই দেখতে পারবেন দর্শকরা।

কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো

লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া। পুলিশের গাড়িতে অভিনেতা আফরান নিশোকে নেওয়া হচ্ছে রাজধানীর গুলশানে। প্রথম দেখাতেই যে কারো মনে হবে নিশোকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে দুইজন পুলিশ। কিন্তু বিষয়টা মোটেও তা নয়। অভিনেতা আফরান নিশো এমন কোনও অপরাধেও জড়িত নন, যার জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন। মূলত, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এটি তারই প্রচারণার অংশ। সিনেমাটি মুক্তির আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে কয়েদিন পোশাকে হাজির হন অভিনেতা আফরান নিশো। সেখানে আরও উপস্থিত ছিলেন ‘দাগি’ সিনেমার নির্মাতা শিহাব শাহীন, দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, অভিনেতা গাজী রাকায়েত, অভিনেত্রী মনিরা মিঠুসহ সিনেমার কলাকুশলীরা। এসময় নির্মাতা শিহাব শাহীন বলেন, “নিশান-জেরিনের ভালোবাসা-বিরহের গল্প ‘দাগি’। একই সঙ্গে চরিত্র দুটির অনুশোচনার গল্পও। আবার এখানে কারাগারের ব্যাপারও আছে। আর জেলের দাগ একবার যার লাগে, বাকি জীবন সে দাগি হয়ে থাকে। এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি। যা আমাদের জীবনে তো বটেই, ধর্ম ও মানবতারও অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই আমরা বলছি, ‘দাগি’ মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।” এর আগে পুলিশ ভ্যানে আফরান নিশোকে নিয়ে আসা হয় অনুষ্ঠানস্থলে। এমন পোশাকে উপস্থিত হওয়ার ব্যাখ্যাও দিলেন এই অভিনেতা। সমকালকে তিনি বলেন, “আজ যে পোশাকে হাজির হয়েছি এটা ছিল নিতান্তই ‘দাগি সিনেমার প্রচারের জন্য করা। বাইরের দেশগুলোতেও সিনেমায় ভিন্ন প্রচার দেখা যায়। আজকের বিষয়টি অনেকেই ইতিবাকভাবে, আবার কেউ নেতিবাচকভাবে নপারেন। এটা নির্ভর করে যারা প্রচার মধ্যমের সঙ্গে জড়িত তাদের ওপর। তারা যেভাবে প্রচার চালাবে মানুষের কাছে সেভাবেই পৌঁছাবে।” সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। প্রসঙ্গত, ‘দাগি’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। যেটি বুধবার প্রকাশ হয়েছে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

তিন-চার দিন পর বাসা যেতে পারবেন তামিম

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর বর্তমানে সুস্থ আছেন তামিম ইকবাল। স্বাস্থ্যর উন্নতি হওয়ায় ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। তবে বাসায় ফিরতে তার আরোও দুই-তিনদিন লাগবে বলে জানিয়েছেন হাসপাতালটি হৃদরোগবিশেষজ্ঞ আরিফ মাহমুদ। তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে আরিফ বলেছেন, ‘বোর্ড মিটিংয়ের প্রতিবেদন অনুযায়ী, তামিম খুব ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে তিনি রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।’ তামিম আবার কবে ক্রিকেটে ফিরতে পারবেন এমনটা জানতে চাওয়া হলে তিন-চার মাস অপেক্ষা করার কথা জানিয়েছেন মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেছেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারব।’ বিকেএসপিএতে খেলতে গিয়ে গত সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়া তামিম মানসিকভাবে মেনে নিতে পারছেন না। ৩৬ বছর বয়সী সাবেক বাঁহাতি ওপেনার কল্পনাও করতে পারছেন না জানিয়ে অধ্যাপক শাহাবুদ্দিন বলেছেন, ‘তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না।সাইকোলজিক্যালি মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি।

ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন।গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার। আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এদিকে ইশরাককে ঢাকার মেয়র ঘোষণার পর নিজের আসনে এমপি পদ দাবি করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি করেন তিনি। নিজের স্ট্যাটাসে হিরো আলম লেখেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। হিরো আলমের ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’ হিরো আলমের এই স্ট্যাটাসে প্রচুর মন্তব্য লক্ষ করা গেছে। বেশির ভাগ নেটিজেন হিরো আলমের সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ বলছেন, হিরো আলমের দাবি যৌক্তিক। কেউ কেউ বলছেন, ‘ইশরাক যদি মেয়র হয়! হিরো আলম কেন নয়?’ এর আগে দেশের আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বলেছিলেন, তিনি আর রাজনীতিতে নেই। বিরতি নিয়েছেন। তিনি কোনো দলেও যোগদান করবেন না। নির্বাচনেও অংশ নেবেন না। মিডিয়া জগতের লোক, মিডিয়াতেই থাকতে চান হিরো আলম। তবে আজই নতুন করে এমপি পদ দাবি করে বসেন এ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর।

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ

সংগীতাঙ্গনে ফের নক্ষত্র পতন। মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই গুণী কণ্ঠশিল্পী।গত ১৩ মার্চ হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুষমা দাশ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাড়িতেই ছিলেন শিল্পী। ক্যারিয়ারে বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রখ্যাত প্রবীণ শিল্পীদের সঙ্গে গান করেছেন সুষমা।কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে একুশে পদক পান। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হন লোকসঙ্গীতের এই সাধক। হঠাৎ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে।সুষমা দাশ ১৯২৯ সালে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শাল্লা থানার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন প্রখ্যাত লোককবি রশিকলাল দাশ এবং মা লোককবি দিব্যময়ী দাশ।ছয় ভাই-বোনের মধ্যে সুষমা ছিলেন সবার বড়। পরিবারের সবাই সঙ্গীতের সঙ্গে যুক্ত। তার ছোট ভাই উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষণজন্মা মহাপুরুষ, একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ।

শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন সন্‌জীদা খাতুন

অপেক্ষা যেন শেষ হচ্ছিল না। চোখে অশ্রু, হাত ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে আছেন নানা শ্রেণি পেশার মানুষ। ছায়ানট থেকে সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুনের মরদেহ আসবে। তারা শেষ শ্রদ্ধা জানাবেন। এই তালিকায় আছেন সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিল্পী, ঢাবির শিক্ষক, শিক্ষার্থীসহ হাজার মানুষ। সন্‌জীদা খাতুনের কফিন বেলা আড়াইটায় নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিকেল চারটা পর্যন্ত তাকে শেষবিদায় জানানো হয় ফু‌লেল শ্রদ্ধায়। তার আগে ছায়ানট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে কফিন নেওয়া হয় সন্‌জীদা খাতুনের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে হিমঘরে। তার অনেক পরিবার পরিজন দেশের বাইরে আছেন। তারা ফিরলে দাফনের কার্যক্রম শুরু হবে। ছায়ানটে তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ফাহমিদা খাতুন, রা‌মেন্দু মজুমদার, খুর‌শীদ আলম, শাহীন সামাদ, সেলিনা মা‌লেক চৌধুরী, ইফফাত আরা দেওয়ান, মিনু হক, খায়রুল আনাম শাকিল, শামীম আরা নীপা, শিবলী ম‌হম্মদসহ আরও অনেকে। সংগঠনের মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছে সু‌রের ধারা, বাংলা‌দেশ মু‌ক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা থিয়েটার, মুক্তিযুদ্ধ জাদুঘর, কণ্ঠশীলনসহ আরও কয়েকটি সংগঠন। গতকাল মঙ্গলবার প্রয়াত হন দেশের এই অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আগামী ৪ এপ্রিল ছিল সন্‌জীদা খাতুনের জন্মদিন। এবার তিনি ৯৩ বছরে পা রাখতেন। নিয়তির পরিহাস, জন্মদিনেই তার শোকসভা। ছায়ানট স্মরণসভা করার পরিকল্পনা করেছে। তবে এখনো সময় চূড়ান্ত করা হয়নি। সন্‌জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তার বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। মা সাজেদা খাতুন গৃহিণী। সন্‌জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু। দীর্ঘকাল অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

বর্ষাকে ধুয়ে দিলেন পরীমণি

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সেখানে তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দেন এবং কারণ হিসেবে বলেন, ‘সন্তানেরা বড় হলে তার মা নায়িকা এটাতে তারা কী ভাববে।’ এরপর শুরু হয় সমালোচনার ঝড়। শোবিজের অনেক তারকা তার কথার জবাব দিয়েছেন। এবার পরীমণি বর্ষার কথার ব্যাখ্যা নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন যদিও পরী তার নাম সরাসরি উল্লেখ করেননি। সেদিন বর্ষা বলেন, তার সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নায়িকার এমন বক্তব্যে প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে ঢাকাই সিনেমার অভিনেত্রীরা বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছেন না। বর্ষার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পরীমণি। বুধবার (২৬ মার্চ) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিলের স্ত্রীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন পরী। যদিও স্ট্যাটাসে কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী। তবে বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে জবাব দিয়েছেন তিনি। পরী তার স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন, জ্বি ছোট্ট আপা, একদম ঠিক! সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোন ব্যাপারই নেই। কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে। বর্ষা জানিয়েছেন, তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষে করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। সেই প্রসঙ্গ টেনে এনে পরীমণি লেখেন, ‘আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন! যদি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন।’ বর্ষাকে কটাক্ষ করে পরী লেখেন, ‘এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন, আপনার বাচ্চাদের কারো দশ বছর হয়ে যাবে কারো সাত বছর হয়ে যাবে। কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা! কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন। একের পর এক প্রশ্ন ছুঁড়ে তিনি লেখেন, ‘আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে, কোন দিন আপনি একজন নায়িকা ছিলেন? কোন এক দিন নাচাগানা করেছেন? কোন এক দিন নাভি দেখেছিলেন পর্দায়? কোন এক দিন আপনার হাটুর কাপড় উড়ে গিয়েছিল কোন এক ফ্রেমে? কোন এক দিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক‍্যামেরার অ্যাকশনে? যা দেখে শিস বাজিয়েছিলো সিনেমা হলের রিক্সাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে। তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন।’ বর্ষা সেই সংবাদ সম্মেলনে নিজের স্বামী অনন্ত জলিলের প্রশংসা করেছিলেন। যেখানে স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয়, তাহলে সেখানে ঘুরে কারো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছেই ফিরে আসবেন।’ অনন্তের স্ত্রীর সেই মন্তব্যেও আপত্তি জানিয়েছেন পরী। চাঁচাছোলা ভাষায় তিনি বললেন, আপনি যে বলেছেন মেয়েদের বাজার! এএএএইইই...মেয়েদের বাজার কি? কি বোঝাতে চাইলেন কচি আপা? এটা আম, মুলা, আলু, কচু? তাহলে আপনি কি? আর বাজার হলে কি সমস্যা? যদি সেই বাজারের খরিদ্দার নাই বা ছিলো কোন দিন? তারা ছিল বলেই বাজার হয়েছে। মেয়েদেরকে বাজাইরা কে বা কারা বানিয়েছে আপনার জানতে মন চায় নাই কখনো, কোনোদিন? ‘শোনেন, এ রকম একটা বয়সের পরে আমি কেন, আমরা কেন, পৃথিবীর সমস্ত মেয়েরাই (প্রিন্সেস ডায়না হলেও) তার পার্টনারকে এ রকম বাজারে ছেড়ে দিতে পারে। কারণ ওই মহিলা জানেন, জীবনের কোন বয়সে তার জামাইকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়।’ পরীমণির এই স্ট্যাটাস নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ নায়িকার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করছেন।

ছাড়পত্র পেয়েছে ‘বরবাদ’

অবশেষে নানা জল্পনা-কল্পনার পর ছাড়পত্র পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। খবরটি জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য নওশাবা আহমেদ। সোমবার (২৪ মার্চ) ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে মঙ্গলবার (২৫ মার্চ) পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে ‘বরবাদ’। দুপুর ১২টা থেকে সিনেমাটি দেখেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। এরপরই এটির ছাড়পত্র দেওয়া হয়। এ বিষয়ে নওশাবা বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তাঁর ব্যাতিক্রম নয়। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও এমন কিছু নয়। বোর্ডের সবাই সিনেমাটির সংশোধিত কপি দেখে ছেড়ে দেওয়া হয়েছে।” এদিকে ‘বরবাদ’ সিনেমার সেন্সরশিপ নিয়ে জটিলতা তোইরি হয়েছে এমনটা উল্লেখ করে তারকারা সামাজিক যোগাযোমাধ্যমে বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন। সিয়াম আহমেদ লিখেছেন, “একজন অভিনেতা হিসেবে আমি জানি একেকটা সিনেমার পেছনে কতো মানুষের স্বপ্ন লুকোনো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া! ‘বরবাদ’ আমি, আমরা সিনেমাহলে দেখতে চাই। এই ঈদে দর্শক ‘জংলি’, ‘বরবাদ’, ‘দাগী’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ দেখতে সিনেমাহলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবী- হয় সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনটাই দেয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।” তমা মির্জা লিখেছেন, ‘কী যে বলেন বুঝিনা! সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ ভায়োলেন্স দেখি প্রতিদিন, এর থেকে বেশি একটা মুভিতে কী আর দেখাবে ? আমরা চাই ‘বরবাদ’ সিনেমা হলে আসুক।” অন্যদিকে শবনম বুবলী লিখেছন, “একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম । সেই সপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমা টা সবাই দেখতে পায়! আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’,’দাগী’, ‘জ্বীন ৩’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক । আশা করছি ‘বরবাদ’ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবো।” বলা দরকার, ঈদুল ফিতরকে সামনে রেখে পুরোদমে চলছিলো শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রচার-প্রচারণা। এরইমধ্যে মোশন পোস্টার থেকে শুরু করে প্রকাশ পেয়েছে চরিত্রের লুক। এমনকি টিজার গানও মুক্তি পেয়েছে। কিন্তু হঠাৎই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, ঈদে আসছে না ‘বরবাদ’। বরং শাকিব খানের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তি পেতে পারে এবারের ঈদে। খোঁজ নিয়ে জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে সিনেমাটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে। কিন্তু সেই নথিপ্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা। তবে এবার আর কোনও অনিশ্চয়তা নয়। বরবাদ আসছে এই ঈদে! এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। এখানে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ। উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদী হাসান।

‘সিকান্দার’-এ শাকিবকে নকলের অভিযোগ সালমানের বিরুদ্ধে

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘সিকান্দার’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। সিনেমা মুক্তির আগে বলিউড ভাইজানের বিরুদ্ধে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে! সংবাদ ইন্ডিয়া টাইমসের। সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিকান্দার ছবির ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করার পরই এই সমালোচনার শুরু। সেই গানটি দেখেই নেটিজেনদের অভিযোগ, সালমান নাকি শাকিবকে নকল করেছেন! ২০২৩ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়তমা’। এর ‘কোরবানি কোরবানি’ গানে শাকিবের পোশাক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন সালমান! সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গেই নেটিজেনরা সালমানের ‌জোহরা যবিন’র মিল খুঁজে পাচ্ছেন! যদিও সালমানের মুক্তি প্রতীক্ষিত ছবির গানটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যেই সিনেমাটির বিরুদ্ধে ‘নকলের’ অভিযোগ সমালোচকদের।সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন ‘সিকান্দার’ পরিচালক মুরুগাদোসের বিরুদ্ধে। এদিকে, তার এই পোস্টের বিরুদ্ধেও সরব হয়েছেন অনেকে। তাদের দাবি, ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ আবার কেউ লিখেছেন, ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতে পারবে না!’ উল্লেখ্য, গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

ঢাকায় ফের পাকিস্তানের শিল্পীর কনসার্ট, এবারের গায়ক কে?

ঢাকায় গান গাইতে আসছেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। আগামী ১১ এপ্রিল ‘মেলোডি আনলিশড’ নামের কনসার্টে অংশ নেবেন তিনি। মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশনের আয়োজনে কনসার্টটি হতে যাচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। আয়োজকদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গায়ক মুস্তাফা জাহিদের হৃদয়স্পর্শী গান ও শক্তিশালী কণ্ঠস্বরে জাদুকরী সন্ধ্যা উপভোগ করবেন দর্শকরা।’ জাহিদের জন্ম পাকিস্তানের লাহোরে। তিনি রক ব্যান্ড ‘জুনুন’ এর সাবেক প্রধান গায়ক আলি আজমতের ভাগ্নে। ২০০৭ সালের মাঝামাঝি সময় জাহিদের দুটি গান হিন্দি সিনেমা ‘আওয়ারাপানে’ ব্যবহৃত হয়। এরপর থেকে তিনি বলিউডের আরো কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেছেন। তার জনপ্রিয় গান ‘আশিকী ২’ ও ‘এক ভিলেন’। দেশের কনসার্টে গেল বছর থেকেই পাকিস্তানি শিল্পীদের আনাগোনা বেড়েছে। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবেন জুনুনের শিল্পী আলী আজমত। এরইমধ্যে ঢাকা ‘মাতিয়ে গেছে’ পাকিস্তানের ব্যান্ড জাল, আতিফ আসলাম ও কাভিশ।

প্রেমের কবিতা চিত্র ‘ময়না ও অবুঝ অন্তর’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেমের কবিতা নিয়ে নির্মিত হল কবিতা চিত্র ‘ময়না ও অবুঝ অন্তর’। কবিতাকে ভিডিও আকারে চিত্রায়নের এ কাজটি পরিচালনা করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ। অবুঝ অন্তর ও ময়না নামের দুইটির কবিতার চিত্রায়ন হলে ‘ময়না ও অবুঝ অন্তর’। কবিতা দুইটি রচনা করেছেন কবি গোলাম মাওলা জসিম। সম্প্রতি চট্টগ্রাম সিটির সিআরবি, লেকসিটি, আকবরশাহ রেলওয়ে হাউজিং সোসাইটিতে কবিতা চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে। কবিতা চিত্রটি প্রযোজনা করেছে কবিতা ঘর এবং এতে অভিনয় করেছেন গোলাম মাওলা জসিম ও পুজা দাশ। মোশারফ ভূঁইয়া পলাশ বলেন, ‘আমার পরিচালনায় এই প্রথম কবিতা চিত্র চিত্রায়ন করলাম। এটি একটি ব্যক্তিক্রমী কাজ হয়েছে। আশা করি, এটি দর্শকদের কাছে ভাল লাগবে।’ আগামী ঈদের অনুষ্ঠান মালায় বিপল টিভিতে প্রচার করা হবে এ কবিতা চিত্র।

তামিম ইকবালের জন্য শোবিজ তারকাদের প্রার্থনা

হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দুশ্চিন্তায় ডুবে গেছে দেশের ক্রিকেটপ্রেমীরা। সুস্থতা কামনা করছেন তামিমের। আজ সোমবার তামিমের অসুস্থতার খবর ছড়ানোর শাকিব নিজের ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তামিম। শবনম ফারিয়া লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি। তোমাকে আমার প্রার্থনায় রাখছি!’ তমা মির্জা লিখেছেন, ‘তামিম ইকবালের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য করে চাকরি খোয়ালেন সেই যুবক

নাট্যাভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চাকরি খুইয়েছেন রাকিবুল হাসান নামের এক যুবক। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমদের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফারিয়া। সেই অনুষ্ঠানের একটি ভিডিওক্লিপে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা চোখে পড়ে এই তারকার। বিষয়টি নিয়ে তৎক্ষণাত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফারিয়ার। তার সেই স্ট্যাটাসের সূত্র ধরে জানা যায়, ওই যুবকের নাম রাকিবুল হাসান। তিনি সাজিদা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরি করছেন। এর পর দিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে সাজিদা ফাউন্ডেশন। তদন্তের পর রাকিবুলকে চাকরিচ্যুত করা হয়। বিষয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মেইলের মাধ্যমে ফারিয়াকে জানানো হয়। সেই ই-মেইলটি নিজের ফেসবুকে শেয়ার করে শবনম ফারিয়া বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।’ অভিনেত্রী তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সহিংসতা শুধু শারীরিক নয়; এটি অনলাইন হয়রানি, রাস্তার হয়রানি বা যে কোনো ধরনের ভয় দেখানো হতে পারে। এর কোনোটিই গ্রহণযোগ্য নয়। রাজনীতিবিদ থেকে আমার সহকর্মীরা, কর্মী থেকে কলেজ পড়ুয়া মেয়ে- যারা সবাই সমর্থন দেখিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। ‘বিশেষ ধন্যবাদ সাজিদা ফাউন্ডেশনকে। তাদের সাহসী ও দৃঢ় পদক্ষেপের জন্য। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন, আমরা আমাদের কণ্ঠ আরও উঁচু করি।’

ক্যান্সারের সাথে লড়ছেন উপস্থাপিকা সামিয়া আফরিন

সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে হাজির হয়ে ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানালেন উপস্থাপিকা সামিয়া আফরিন। আড়াই বছর আগে ক্যান্সার ধরা পড়ে দেশের জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিনের। এরপর থেকে নীরবেই মারণব্যাধি এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। সামিয়া আফরিন বলেন, ‘২০২২ সালের এপ্রিলে আমার ক্যান্সার ধরা পড়ে। চতূর্থ স্টেজে ছিল তখন। আমার পরিবারের মানুষদের জন্য এটা খুবই ভীতিকর একটি বিষয় ছিল। তবে আমার মনে হয়েছে, এটা একটা রোগ। যেটার সঙ্গে আমার লড়াই করতে হবে।’তিনি বলেন, ‘ক্যান্সার ধরা পড়ার পরে কারও কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা দৃষ্টি দেখতে চাইনি। আমি সব সময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরও বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।’ তার ভাষায়, ‘এসব মুহূর্তে হয় কী, মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়- আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে অনেক লাইফ স্টাইলেও পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব, যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফ স্টাইল যদি ঠিক থাকে, তাহলে পরবর্তী এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে আমার মনে হয়।’ বর্তমানে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানিয়ে সামিয়া বলেন, ‘প্রতিটি ঘরেই দেখা যায় দু-একজন ক্যানসার রোগী আছেন, আমি নিজেও একজন ক্যান্সারের রোগী। প্রায় আড়াই বছর ধরে এটার সঙ্গে লড়াই করছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি।’ এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল, ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেয়া। প্রসঙ্গত, এক সময় টিভি উপস্থাপনার নিয়মিত মুখ ছিলেন উপস্থাপিকা সামিয়া আফরিন। মাঝেমধ্যে তাকে নাটকেও দেখা গেছে।

আত্মহত্যাই করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং

অবশেষে প্রায় পাঁচ বছর পর জট খুললো বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের। মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রতিবেদন থেকে জানা যায়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সংবাদ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। ২০২০ সালের ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই বছরের আগস্টে রহস্য উন্মোচনে এর তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। সে সময় মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে। যাদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাইও। অবশেষে প্রায় পাঁচ বছর পরে সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুশান্তের পরিবারের অভিযোগ ছিল, এই মৃত্যুর নেপথ্যে রয়েছেন রিয়া চক্রবর্তী ও আরও অনেকে। উঠে আসে মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ দেওয়া, এমনকি কালাজাদু করার অভিযোগও। সরাসরি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে সুশান্তের পরিবার। তবে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করেছে সিবিআই। তারা এমন কোন প্রমাণ পাননি, যাতে প্রমাণ হয় সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল। দুইটি এফআইআর থেকেই রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক ও মা-বাবার নাম বাদ দিতেও বলা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক টিমও রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি। আত্মহত্যা করেই ৩৪ বছর বয়সী অভিনেতার মৃত্যু হয়েছিল। সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা ও দুটি মোবাইল থেকেও কিছু পাওয়া যায়নি ফরেনসিক পরীক্ষায়।

মা তুলেছে ছবি, বাবার সঙ্গে কেক কেটেছে বীর

বীরের এ বছরের কেকটির আদল গাড়ির মতো। গত ২১ মার্চ চার পেরিয়ে পাঁচ বছরে পা রেখেছে সে। বাবা শাকিব খানের সঙ্গে কেক কেটেছে সে। একবাড়িতে না থাকলেও দূর থেকে দ্বিতীয় পক্ষের ছেলে শেহজাদ খান বীরকে আগলে রেখেছেন অভিনেতা শাকিব খান। গতরাতে বাপ-ছেলের কেক কাটার ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শবনম বুবলী। একবাক্যে লিখেও দিয়েছেন, ‘বাপ-ছেলের ভালোবাসার কোনো সীমনা নেই।’ সঙ্গে এও জানিয়েছেন, দেরিতে পোস্ট করতে হলো ছবিগুলো! কারণ? হয়তো নতুন সিনেমা মুক্তি উপলক্ষে বেশ ব্যস্ত সময় যাচ্ছে বীরের মা, বাবা দুজনেরই। যদিও এখনও সেই অর্থে প্রচারণা শুরু করেননি দুজনার কেউই। পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শেহজাদ খান বীরের বাবা শাকিব খানের ‘বরবাদ’ ও মা শবনম বুবলীর ‘জংলি’ নামের দুটি সিনেমা। বাবার নায়িকা ভারতের ইধিকা পাল, আর মায়ের নায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে বেরিয়েছে বীরের বাবা-মা দুজনার সিনেমার গানও। এখন কেবল ঈদের অপেক্ষা। শাকিব খানের হাত ধরে ২০১৬ সালে ঢালিউডে পা রাখেন অভিনেত্রী শবনম বুবলী। পরে শাকিবের জুটি হয়ে কাজ করেছেন ‘শুট্যার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’সহ টানা ১২টি সিনেমায়। ২০১৯ সালে ‘বীর’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব খান-বুবলী। ওই সময়ই ছড়িয়ে পড়ে বুবলী অন্তঃসত্ত্বা। তার গর্ভে শাকিব খানের সন্তান। যদিও কড়া নিরাপত্তায় শেষ হয় ‘বীর’ ছবির শুটিং। এরপরই আড়ালে চলে যান বুবলী। বহুদিন পর জানা যায় ছেলের মা হয়েছেন বুবলী। সন্তান জন্মেরও বেশ কিছুদিন পর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর জানানো হয়, গোপনে বিয়ে করেছিলেন বুবলী ও শাকিব। যদিও এ নিয়ে নানান বিতর্ক ছড়িয়ে পড়ে। ঢাকার বিনোদন জগত সেসব বিতর্ক ভুলে মন দিয়েছে তাদের অভিনয়ে। সবার প্রত্যাশা, বীরের মা-বাবা দুজনেই ঢালিউডে ভালো ভালো কিছু সিনেমা উপহার দেবে।

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের বিশ্ব মূকাভিনয় দিবস উদযাপন

আজ শনিবার (২২ মার্চ) বিশ্ব মূকাভিনয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ বছরের আয়োজনটি বিশেষভাবে গুরুত্ব পায়, কারণ এটি ছিল ফরাসি মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর ১০২তম জন্ম বার্ষিকীর দিন। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ভারপ্রাপ্ত সভাপতি ও সংগঠক সোলেমান মেহেদী। শুভেচ্ছা বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম। বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। আলোচক ছিলেন মূকাভিনয়জন জাহিদ রিপন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ) মোহাম্মদ জসীম উদ্দিন; যারা মূকাভিনয় শিল্পের ভবিষ্যৎ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের মূকাভিনয় শিল্পের পথিকৃৎ ব্যক্তিত্বদের মূকাভিনয় চর্চা নিয়ে সামগ্রিক আলোচনা করা হয়। বিশেষ করে পার্থ প্রতীম মজুমদার, কাজী মশহুরুল হুদা, জিল্লুর রহমান জন, দেবাংশু হোর এবং বাংলাদেশের নবধারার মূকাভিনয়ের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক মূকাভিনেতা রিজোয়ান রাজনকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতাউত্তর চট্টগ্রামের প্রথম মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন । বিশ্ব মূকাভিনয় দিবসের এই অনুষ্ঠানটি মার্সেল মার্সোর প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয়, যিনি আধুনিক মূকাভিনয় শিল্পের পুরোধা। মার্সেল মার্সো ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে জন্ম নেন এবং ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর তাঁর প্রয়াণের পর থেকে এই দিনটি বিশ্বব্যাপী মূকাভিনয় দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। আলোচনায় মূকাভিনয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা দেশের মূকাভিনয় চর্চার উন্নয়ন ও প্রসারে নানা কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। অনুষ্ঠানে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সদস্যভুক্ত দল মিরর মাইম থিয়েটার, দ্য মামার্স, শাওন মাইম একাডেমি ও মাইম ট্রুপ মূকাভিনয় পরিবেশন করে।

১৪ বছর পর মুখোমুখি হচ্ছেন শাহরুখ ও প্রিয়াঙ্কা

এক সময় বলিউডে প্রেমের গুঞ্জন ছিল মেগাস্টার শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার। সে সম্পর্কের গুঞ্জন শুধু ব্যক্তিজীবনে নয় ক্যারিয়ারেও নেতিবাচক প্রভাব ফেলে প্রিয়াঙ্কার। এরপরই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান অভিনেত্রী। কঠোর পরিশ্রমে হলিউডে অভিনয়ের পাশাপাশি সংগীত জীবনেও সফল হন প্রিয়াঙ্কা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জীবনে আসে আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী নিক জোনাস। ধুমধাম করে বিয়ের পর্ব সারেন।বর্তমানে মালতি নামে এক কন্যা সন্তান রয়েছে নিক ও প্রিয়াঙ্কার সংসারে। ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে একই সঙ্গে সফল এ অভিনেত্রী অতীতে এক সাক্ষাৎকারে জানান, শোবিজ অঙ্গনে কঠিন রাজনীতির শিকার তিনি। যে কারণে বলিউড ছাড়তে বাধ্য হন।নিজের কাজ ও দক্ষতা দিয়ে হলিউডের মাটি শক্ত করার পর আবারও বলিউডে ডাক পান এ বিশ্ব সুন্দরী। এখন বলিউডের সিনেমাতেও অভিনয় করছেন নিয়মিত। তবে জীবনের এ চড়াই উতরাইয়ের সময় এক বারও শাহরুখের মুখ দেখেননি প্রিয়াঙ্কা।২০১১ সালে ‘ডন টু’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর শাহরুখ ও প্রিয়াঙ্কাকে কখনও মুখোমুখি হতে দেখা যায়নি। তবে এবার আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে পর্দার এ আলোচিত জুটির।শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানটি। আর এ অনুষ্ঠানেই দীর্ঘ ১৪ বছর পর মুখোমুখি হতে চলেছেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। তাই মুখোমুখি সাক্ষাতের পর ক্যামেরায় এ জুটির রিয়েকশন দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।এবারের আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ, প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, এবং সঞ্জয় দত্তের মতো জনপ্রিয় তারকাদের।মঞ্চে পারফর্ম করার রয়েছে দিশা পাটানি, বরুণ ধাওয়ান, তৃপ্তি দিমরি, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুরের মতো সেলিব্রেটিদেরও। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। ঈদের আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এ মেগাস্টার।

শেখ হাসিনার চরিত্র করায় সৃষ্ট সমালোচনা নিয়ে মুখ খুললেন ফারিয়া

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামীপন্থী শোবিজ তারকারা বেশ বিপাকে পড়েছেন। অনেকেই আছেন লোক চক্ষুর আড়ালে, কেউ আবার আস্তে আস্তে কাজে ফিরতে চেষ্টা করছেন। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সেসব তথ্যও উঠে এসেছে। কিন্তু কিছু তারকা আছেন, যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শুধু শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার জন্য বিপদে পড়েছেন। বিশেষ করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পীকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তাদেরই একজন নুসরাত ফারিয়া। আসছে ঈদে তিনি ‘জ্বীন ৩’ সিনেমা নিয়ে ফিরছেন। এরইমধ্যে এই ছবির ‘কন্যা’ গানটি দিয়ে তিনি দারুণ সাড়া পেয়েছেন দর্শক থেকে শুরু করে অন্য শোবিজ তারকাদের।‘কন্যা’ গানে নুসরাত ফারিয়া । ছবি: ফেসবুক এরইমধ্যে তিনি প্রথমবারের মতো মুখ খুললেন শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে। একটি পডকাস্টে তাকে যখন প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন? ফারিয়া তার জবাব দেন ইংরেজিতে। যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই।’নুসরাত ফারিয়া। এরপর কেন তার অনুশোচনা নেই সে কথা পরিষ্কার করলেন ফারিয়া, ‘আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। স্পেশ্যাল এই সিনেমার (মুজিব: একটি জাতির রূপকার) জন্য ২০১৯ থেকে ২০২৩- ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’ তিনি যুক্ত করে বলেন, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিলো বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।’ এরপর ফারিয়া এও বলেন যে একটি দেশের সরকারি পর্যায় থেকে কোন কাজের প্রস্তাব আসলে তা নিজের অতো পছন্দ না হলেও মানা করা যায় না। ফারিয়া ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয় সেই পডকাস্টে। তিনি এ প্রসঙ্গে বলেন, আমি তখন কানাডাতে কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন।’

বীরের জন্য সবসময় পাশে থাকবেন শাকিব

দেখতে দেখতে পাঁচ বছরে পা রাখল মেগাস্টার শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর। শুক্রবার (২১ মার্চ) দিনটি উপলক্ষে ছেলেকে নিয়ে আবেগঘন এক বার্তা দেন ঢালিউড কিং। এ সময় তার ভবিষ্যতের জন্য দোয়াও করেন নায়ক। এদিন দুপুরে বীরের সঙ্গে তোলা এক পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব। শাকিব খান লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!' সেই পোস্টে শাকিব খানের অসংখ্য ভক্ত অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তার ভবিষ্যতের জন্যও মঙ্গল কামনা করেন তারা। ২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান।

নতুন পরিচয়ে আসছেন সিয়াম-হিমি

২০২৪ সালেই প্রথম বার গান গেয়ে সুপারহিট হয়েছেন ছোটপর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গে গেয়েছেন আরেক নায়ক তাহসান। এবারও সেই ধারা অব্যাহত রাখতে চলেছে দেশের অন্যতম সফল টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। আসছে ঈদে হানিফ সংকেত গানে অভিষেক করাতে চলেছেন একসঙ্গে একজোড়া নায়ক-নায়িকা। একজন বড়পর্দার সিয়াম আহমেদ, অন্যজন ছোটপর্দার হিমি। দুইজনই দারুণ জনপ্রিয় নিজ নিজ কর্ম এলাকায়। এবার পালা গানের চমক দেখানোর। নাটক বা সিনেমায় তাদের একসঙ্গে দেখা না গেলেও সম্প্রতি তারা একসঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। এ গানটির মাধ্যমে এ দুই অভিনয়শিল্পীর কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু হলো। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদি সূত্রে জানা গেছে, পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন এই দুই তারকা।  সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারদিকে লেকঘেরা একটি দৃষ্টিনন্দন স্থানে। গান গাওয়া প্রসঙ্গে সিয়াম বললেন, ‘আমি জীবনে কোনো দিন গান গাইতাম না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। তারপরও তারা দু’জন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’ জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘অভিনয়ের বাইরে প্রথমবারের মতো গান গাইলাম। কেমন গেয়েছি, তা দর্শকরাই ভালো বলতে পারবেন। বেশ স্নায়ুচাপেই ছিলাম।’ প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ আকর্ষণ ‘ইত্যাদি’ প্রচার হবে বিটিভিতে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। কেয়া কসমেটিক্সের সৌজন্যে এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

অনন্ত জলিলের দাবি মিথ্যা, বললেন প্রেস সচিব

পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৯ মার্চ) রাতে প্রেস সচিব তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে পোস্ট দিয়ে এ কথা বলেন। শফিকুল আলম বলেন, `অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানার ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, সেটিও ভুল তথ্য।' প্রেস সচিব বলেন, ‘প্রকৃত তথ্য হলো, গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় ৯৯ শতাংশ কারখানা খোলা ছিল।’ সরকারের দাবি মিথ্যা হলে অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানান শফিকুল আলম।এর আগে সংবাদ সম্মেলনে আলোচিত নায়ক ও গার্মেন্টস মালিক অনন্ত জলিল বলেন, ‘তৈরি পোশাক কারখানা-সংশ্লিষ্ট ২৪০টি গ্রুপ অব কোম্পানি বন্ধ করে মালিকেরা চলে গেছেন।’সাভারের হেমায়েতপুরে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই এবং এবি গ্রুপে সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ, কারখানায় ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের প্রতিবাদে বুধবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলন করেন অনন্ত জলিল।এ সময় তিনি বলেন, ‘বিজিএমইতে যদি ৯৮ শতাংশ ভালো থাকে তাহলে ২ শতাংশ লোক আছে, যারা এই শ্রমিক নেতাদের সাথে মিশে লিড দেয়ার চেষ্টা করে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না। এটা ইন্ডাস্ট্রি, এইটা কোনো রাজনীতির খেলার মাঠ না।’ গার্মেন্টস মালিক অনন্ত জলিল অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশটাকে অচল করার জন্য যারা এর নেতৃত্ব দিচ্ছেন, তারা নিজেরাও জানেন না তারা কত বড় ক্ষতি করছেন তাদের নিজেদের, দেশের এবং মানুষের। আর এই শ্রমিক ভাইয়েরা তাদের (যারা ক্ষতি করছে) কথায় আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে। কয়দিন পর তারা কী খাবে তারা নিজেরাও জানে না।’ অনন্ত জলিল দাবি করে বলেন, ‘২৪০টি গ্রুপ অব কোম্পানি বন্ধ করে চলে গেছেন (মালিকেরা)। লাখ লাখ লোক বেকার হয়ে গেছে। এই লাখ লাখ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। আমার ইন্ডাস্ট্রি যদি এইখানে বন্ধ হয়ে যায়, এই ১২ হাজার লোকের যে কত লোক এইখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না।’

৩২’-এর ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে ন্যান্সি বললেন, ‘নতুন বাংলাদেশের সূচনা’

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি অনেকটা সময় অবহেলিত ছিলেন নিজের জগতে। কনসার্ট কিংবা সামনের সারিতে গান গাইতে দেখা যায়নি তাকে। হাসিনা সরকার পতনের পর ফের সরব হয়েছেন সুরেলা কণ্ঠের জাদুকর। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয় গত ফেব্রুয়ারিতে। প্রায় ১ মাস পর সেখানে গিয়ে একটি ছবি তুলেছেন সংগীতশিল্পী ন্যান্সি। বুধবার (১৯ মার্চ) রাতে সেই ছবি ফেসবুক পেইজে প্রকাশ করেছেন তিনি। ছবিটি প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সঙ্গীতশিল্পী।ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’ এরপরেই অপর একটি পোস্টে এই শিল্পী লেখেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’ এর আগে ঈদের আনন্দ নিয়ে তিনি বলেন, ‘আমার জন্য এবারের ঈদ অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।’