ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে দোয়া মাহফিল
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানা ৩৭ নং ওয়ার্ড নবাববাড়ি ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)'র উদ্যাগে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব, ৩৭ নং বিএনপির সাবেক কাউন্সিলর এম, এ,সামাদ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি খাজা আয়া জুর রহমান আয়াজের স্মরণে শুক্রবার বাদ এশা নবাববাড়ি জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এবিএম পারভেজ রেজা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবাববাড়ি জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম (দা:বা)। নবাববাড়ি ইউনিট বিএনপি'র সভাপতি খাজা শাহাবুদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাজী মোঃ শাহ আলম, সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আক্তার হোসেন,পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সহ- সভাপতি মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক, ব্যারিস্টার সাইফুর রহমান, মরহুম এম,এ সামাদের ছেলে মাসুদ রানা , বি,এন,পি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব ও বিএনপির দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
জেসিআই ঢাকা ফাউন্ডারসের নতুন বোর্ড ঘোষণা
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ফাউন্ডারস ২০২৫ সালের জন্য তাদের নতুন বোর্ড ঘোষণা করেছে। গত ২ ডিসেম্বর ঢাকার গুলশান ১ এলাকায় একটি হোটেলে অনুষ্ঠিত সাধারণ সভায় (জিএ) এই বোর্ড গঠিত হয়। ২০২৫ সালের জন্য এস এম মেহেদী হাসান নতুন লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নতুন বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট নাহিদ হাসান এবং লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশিকুল ইসলাম তমাল। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপারসন আমজাদ শুভ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং কমিশনার সুলতানা রাজিয়া, লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সেল সাইদুর মামুন খান, লোকাল ভাইস প্রেসিডেন্ট নাহরায় জান্নাত, রিফাতুল হক এবং আফশানা রহমান দিয়া। লোকাল সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল রহমান। এছাড়াও, নতুন বোর্ডে আরও ১১ জন সক্রিয় সদস্য রয়েছেন, যারা চ্যাপ্টারটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। লোকাল প্রেসিডেন্ট এস এম মেহেদী হাসান অনুষ্ঠানে জেসিআই ঢাকা ফাউন্ডারসের আইপিএলপি এম আসিফ রহমান, জেসিআই বাংলাদেশের জাতীয় প্রেসিডেন্ট ইমরান কাদির এবং অন্যান্য জাতীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেসিআই একটি আন্তর্জাতিক, অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে। জেসিআই ঢাকা ফাউন্ডারস, দেশের অন্যতম উদ্যমী ও সফল চ্যাপ্টার হিসেবে, এ পর্যন্ত অসংখ্য উল্লেখযোগ্য প্রকল্প ও কার্যক্রম সম্পন্ন করেছে। নতুন বোর্ড তাদের দায়িত্ব পালনে এবং নেতৃত্বের নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
মায়ের একটি ফোনকলে বেঁচে গেলেন ছেলে!
১০০ ফুট গভীর খাদে পড়ে কাতরাচ্ছিলেন ছেলে। ওই মুহূর্তে মায়ের একটি ফোনকলে বেঁচে যান ছেলে। এমন ঘটনা ঘটেছে ভারতের নাগপুরে। জানা যায়, এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিংহগড়ের ফোর্টের ‘উইন্ড পয়েন্ট’ থেকে পড়ে গিয়েছিলেন ১০০ ফুট গভীর খাদে। পুনের বাইরে প্রবীন ঠাকুর নামে ওই ইঞ্জিনিয়ার ছেলে একাই গিয়েছিলেন ফোর্টে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মা তাকে ফোন করেন। এসময় কোনও মতে ফোন ধরে ছেলে মা-কে দুর্ঘটনার কথা জানায়। খাদে পড়ে রয়েছে শুনে মা আতঙ্কিত হয়ে পড়েন। এর পরই বন্ধু ও আত্মীয়দের ঘটনার কথা জানান ওই মা। প্রবীনের বোন ও দুই বন্ধু বিমানে চড়ে সেই এলাকায় যান শুক্রবার সকালে। সেখানে পৌঁছে ফোর্টের নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবীণকে খুঁজে বের করেন তারা। প্রবীণ ভোসরির একটি নাম করা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন। সাহায্যের হাত বাড়িয়েছিলেন মাউন্টেনিয়র ক্লাবের সদস্যরাও। প্রবীণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: এই সময় ঢাকাওয়াচ/স
বাঘের মতো দেখতে অথচ বাঘ নয়, অদ্ভুত এই প্রাণীকে ঘিরে চাঞ্চল্য
বাঘের মত দেখতে অথচ মোটেও বাঘ নয়। বাঘের ছানাও নয়। এমনই এক প্রাণীকে ঘিরে ভারতের নদিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের বাপুজি স্কুল সংলগ্ন এলাকায় রবিবার সকাল থেকে এমনই এক প্রাণীকে নিয়ো সোরগোল বেঁধে যায়। আর তারই মধ্যে গা ঢাকা দেয় সেই অবাক দেখতে সেই প্রাণীটি। খবর দ্য ওয়াল এর। এদিন সকাল সাতটা নাগাদ পথচলতি মানুষ জঙ্গলের ভিতর থেকে গর্জন শুনতে পেয়ে তাকাতেই চোখে পড়ে বাঘের মতো প্রাণীটি। মুহূর্তের মধ্যে কথা জানাজানি হতেই প্রচুর ভিড় জমে যায় প্রাণীটিকে দেখতে। কারও মতে চিতাবাঘ, কেউ বা বলছেন বাঘের বাচ্চা। খবর দেওয়া হয় বন দফতরকে। তবে সে সবের মধ্যেই প্রাণ ভয়ে অন্যত্র গা ঢাকা দেয় প্রাণীটি। স্থানীয় বাসিন্দা রাজা মৈত্র জানান, আজ সকাল সাতটা নাগাদ কানে খবরটি আসা মাত্রই ঘটনাস্থলে আসি। জনগণ যাতে তাকে অত্যাচার না করতে পারে সেদিকে নজর রাখি। ঘণ্টা খানেক থাকার পরে লোকালয়ের মধ্যেই গা ঢাকা দেয় প্রাণীটি। জনবহুল এলাকায় এই ধরনের প্রাণীটি আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। অনেকের অনুমান, এলাকায় আরও বেশ কয়েকটি এই রকম প্রাণী আছে। ঢাকাওয়াচ/স
একটি টুনা মাছের দাম ১৫ কোটি টাকা!
নিলামে চড়া দাম হেঁকে টুনা মাছ কেনা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন জাপানের চেন রেঁস্তোরা ব্যবসায়ীরা। ঠিক তেমনি নতুন বছরের শুরুতেই জাপানের টোকিওর তোয়ুসু মাছের বাজারে একটি দৈত্যাকার টুনা মাছ রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। টোকিওতে দৈত্যাকার টুনা মাছ নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ১২ লাখ টাকায়। জাপানি মুদ্রায় মাছটির দাম ছিল ১৯৩.২ মিলিয়ন ইয়েন। যা মার্কিন ডলারে দাঁড়ায় ১.৮ মিলিয়ন। আর বাংলাদেশি টাকায় মাছটির দাম হয় ১৫ কোটি ১২ লাখ। অর্থাৎ প্রতি কেজি টুনা বিক্রি করা হয়েছে ৭ লাখ ইয়েনে। টুনা মাছটির ওজন ছিল ২৭৬ কেজি। এই মাছটি জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের ওমা বন্দর থেকে ধরা হয়েছে। টোকিওভিত্তিক সুশি রেস্টুরেন্ট চেইন সুশিজানমাইয়ের প্রধান কিয়োশি কিমুরা মাছটি কিনেছেন। এর আগে, ২০১৩ সালে এমনই একটি দৈত্যাকার টুনা বিক্রি হয়েছিল ২২ কোটি টাকায়। দামের দিক থেকে তা এখনও পর্যন্ত রেকর্ড। সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছাল ২৭৬ কেজির এই টুনার দাম। জাপানে টুনা মাছের চাহিদা তুঙ্গে। তবে, এমন ঘটনায় আশঙ্কার কারণও লুকিয়ে রয়েছে। মানুষের ক্রমাগত ধরপাকড়ে ‘বিপন্ন’ পর্যায়ভুক্ত হয়ে উঠেছে এই দৈত্যাকার ব্লুফিন টুনা মাছ। আর তাতে আশঙ্কাই দেখছেন পরিবেশবিদরা। ঢাকাওয়াচ/স
বিমানের ইঞ্জিনে লাকি কয়েন ফেলায় ১৭ হাজার ডলার জরিমানা
বিমানের ইঞ্জিনে ‘লাকি’ কয়েন ফেলেছিলেন এক চীনা নাগরিক। কিন্তু সেই লাকি কয়েন ২৮ বছর বয়সী সেই ব্যক্তির জন্য সৌভাগ্য বয়ে আনেনি। এমন কর্মকাণ্ডের জন্য লু চাও নামের সেই ব্যক্তিকে ১৭ হাজার ২০০ ডলার জরিমানা করা হয়েছে। ইঞ্জিনে কয়েন পাওয়ার পর বিমানটি অবতরণ করা হয় এবং ফ্লাইটটি বাতিল করে অন্য ফ্লাইটে যাত্রীদের নেয়া হয়। গত বছরের ফেব্রুয়ারি মাসে ওই ঘটনা ঘটে। ওই ঘটনার পর লু চাওকে ১০ দিন আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। গত বছরের জুলাইয়ে আদালতে তোলা হয় লু চাওকে। তিনি তার অপরাধ স্বীকার করেছেন। সম্প্রতি ওই ঘটনা জনসম্মুখে এসেছে। সূত্র: বিবিসি ঢাকাওয়াচ/স
এক সাপের দাম ৬০ লাখ!
রেড স্যান্ড বোয়া নামের সাপের বেচাকেনা নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক চোরাবাজারে বহুমূল্যে বিক্রি হয়। এর এক একটি সাপের দাম ৫০ লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৬০ লাখ টাকা। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের নবী মুম্বাই থেকে এই প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। নবী মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, যাদব নামের এক ব্যক্তির কাছে থেকে সম্প্রতি এমন একটি সাপ পাওয়া গেছে। একটি বন্যপ্রাণী মার্কেটে সে এই দুষ্প্রাপ্য সাপটি বিক্রি করার চেষ্টা করছিল। প্রসঙ্গত, রেড স্যান্ডবোয়া সাপের কোনো বিষ থাকে না। এগুলো দেখতেও আর পাঁচটা সাপের থেকে বেশ আলাদা হয়। এর মাথা ও লেজ দুটিই গোল। এরা নিজের গর্তে না থেকে ইঁদুরের গর্তে ঢুকে থাকে। ছোট ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে এরা। এই স্ত্রী সাপ একবারে ছয় বা তার অতিরিক্ত ছানার জন্ম দেয়। সূত্র : নিউজ এইটটিন বাংলা। ঢাকাওয়াচ/স