সমালোচনার মুখে প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল

আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ থাকায় গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। শুক্রবার (২৮ মার্চ) তার নিয়োগ বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর (প্রশাসন) গাজী এমএইচ তামিম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর সিলভিয়ার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান ফ্যাসিবাদ বিরোধী আইনজীবীরা। অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ফেসবুক পোস্টে লেখেন, এমন একজনকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, যিনি শেখ হাসিনার আদর্শের কর্মী হিসেবে কোর্ট অঙ্গনে ভোট ডাকাতিসহ, স্বৈরাচারীর পক্ষে সকল অপকর্মে জড়িত ছিল। এমন একটি স্পর্শকাতর জায়গায় কেন এমন হচ্ছে? অ্যাডভোকেট এরশাদ হোসাইন রাশেদ ফেসবুক পোস্টে লেখেন, এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলো #বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেত্রী আফরোজ পারভীন সিলভিয়া। আওয়ামী লীগের বিচার বুঝি এভাবেই চলবে? এভাবে শতশত আইনজীবী সিলভিয়ার নিয়োগ বাতিলের দাবিতে ফেসবুক সোচ্চার হন।

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরের আজ শুক্রবার (২৮ মার্চ) তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি, প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এগুলো হল বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

স্বস্তির ঈদযাত্রা মহাখালী বাস টার্মিনালে, নেই বাড়তি চাপ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নয় দিনের সরকারি ছুটি শুরু হয়েছে শুক্রবার (২৮ মার্চ)। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এরই মধ্যে বাড়ির পথে ছুটতে শুরু করেছেন রাজধানীবাসী। তবে ঈদযাত্রার প্রথম দিনে বাড়তি চাপ নেই মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, শুক্রবার সকাল থেকে বাড়ির পথ ধরতে টার্মিনালে আসছেন যাত্রীরা। অনেকে আগে থেকে বাসের টিকিট কেটে রেখেছেন, অনেকে আবার টার্মিনালে এসে টিকিট কাটছেন। খানিকটা সময় লাইনে দাঁড়াতে হলেও টিকিট কাটতে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। নির্দিষ্ট সময়েই ছেড়ে যাচ্ছে বাস। এই টার্মিনাল থেকে সাধারণত ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সিলেট, সুনামগঞ্জ রুটের বাস ছেড়ে যায়। ঢাকা-ময়মনসিংহ রুটে নতুন করে যাত্রীসেবা শুরু করেছে ইউনাইটেড ট্রান্সপোর্ট। অতীতে যেখানে এনা ট্রান্সপোর্টের কাউন্টার ছিল। সেই কক্ষেই কাউন্টার করেছে নতুন এই পরিবহনটি। এনা পরিবহনের মতোই তাৎক্ষণিক টিকিট কেটে বাস ভর্তি হওয়ার পর টার্মিনাল ছেড়ে যাচ্ছে ইউনাইটেড ট্রান্সপোর্টের বাস। এই পরিবহনের বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না। চট্টগ্রামে শিপিং কোম্পানিতে চাকরি করা তানভীর আহমেদ পরিবারের সঙ্গে ঈদ করতে নেত্রকোনা যাচ্ছেন। তিনি বলেন, ‘গতকাল চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছি। আজ ঢাকা থেকে বাড়ি যাচ্ছি। তবে টিকিট পেতে তেমন কষ্ট হয়নি। পাঁচ মিনিট লাইনে দাঁড়িয়েই টিকিট পেয়েছি। ভাড়াও বেশি নেয়নি।’ একই কথা বলেন আর্বিস বিভা নামে এক এনিমেটর। মিরপুরের এই বাসিন্দা বলেন, ‘দুই-চার মিনিট লাইনে দাঁড়িয়েই টিকিট পেয়েছি। কোনো ঝামেলা পোহাতে হয়নি। আশা করি, ভোগান্তি ছাড়াই এবার বাড়ি ফিরতে পারবো।’ তবে ইউনাইটেড ট্রান্সপোর্টের এসি বাসের স্বল্পতা থাকায় এসিতে ভ্রমণিচ্ছুদের ভোগান্তিতে পড়তে হয়েছে। গৌতম নামে বেসরকারি চাকরিজীবী বলেন, ‘এসি বাসের টিকিট পেতে প্রায় আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে পরিবারের কাছে যাওয়ার জন্য এই ভোগান্তি কিছুই না।’ ইউনাইটেড ট্রান্সপোর্টের ফোরম্যান ইসমাইল হোসেন বলেন, ‘শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত আমাদের ৩৭টি বাস টার্মিনাল ছেড়ে গেছে। বাস ফুল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছে। রাস্তায় যানজট থাকলেও এখনো আমরা স্বস্তিতেই যাত্রীসেবা দিয়ে যাচ্ছি। তবে আমাদের এসি বাস মাত্র ১২টি। যে কারণে এসির যাত্রীদের একটু ভোগান্তি পোহাতে হচ্ছে।’ কিশোরগঞ্জ রুটের বাস অনন্যা ক্লাসিকের কাউন্টার মাস্টার আমান বলেন, ‘সকাল থেকে ৩৫-৩৬টি বাস ছেড়ে গেছে। কিছু বাস খালিও গেছে। আজ যাত্রী মোটামুটি। তেমন চাপ নেই। কিন্তু কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না।’ সিলেট রুটের এনা পরিবহনের বুকিং মাস্টার অর্জুন বলেন, ‘আমাদের বাস এখন কম। আমরা আমাদের নির্দিষ্ট শিডিউল অনুযায়ী বাস ছাড়ছি। শিডিউলের বাইরে বাস না থাকায় অনেক যাত্রী টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন।’ এদিকে টাঙ্গাইলগামী বিনিময়, সৌখিনসহ বেশ কয়েকটি বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। প্রতিটি টিকিটে প্রায় ১০০ টাকা কর বাড়তি ভাড়া আদায় করতে দেখা যায়। পরে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআরটিএর পক্ষ থেকে বিনিময় পরিবহনের একটি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়। অন্যদিকে বিআরটিএর পাশাপাশি র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওই টার্মিনালে দায়িত্ব পালন করতে দেখা যায়।

জৌলুস ফিরল সদরঘাটে, ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

ঈদুল ফিতরের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ঢল। সড়কপথে ভীড় থাকলেও অনেকটা নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। শেকড়ের টানে সড়কের মতো নদীপথেও যাত্রা করছেন ঘরমুখো মানুষ। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড়। ঈদযাত্রার শুরুর দিনগুলোতে জৌলুসহীন সদরঘাটের চিত্র দৃশ্যমান হলেও পঞ্চম দিনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে পুরোনো সেই জৌলুস ফিরিয়ে এনেছে।যাত্রীরা বলছেন, ‘এই লঞ্চ শুধু স্বাচ্ছন্দ্যের বাহন হিসেবে নয় ঐতিহ্যের বাহক হিসেবেও তাদের প্রথম পছন্দ।’ ঈদযাত্রা নিয়ে সতর্ক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা, অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেয়া হবে লঞ্চের লাইসেন্স।এদিকে, রেলপথেও যাত্রীর চাপ রয়েছে। তবে সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ছিল না কোন সিডিউল বিপর্যয়। সঙ্গে রয়েছে ঢোকার পথে চেকিংয়ের ব্যবস্থা। ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী ওঠা রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অনেকে ছাদে ওঠার চেষ্টা করলেও তাদের নামিয়ে দেয়া হচ্ছে।

গাবতলীতে বেড়েছে যাত্রীর চাপ, নির্ধারিত সময়ে টার্মিনাল ছাড়ছে বাস

সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার ভালো বাসের আগাম টিকিটে নিজ নিজ গন্তব্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তি হবে বলে মনে করছেন নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা। শুক্রবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীর কিছুটা চাপ রয়েছে। আগে থেকে টিকিট বুক করে আসা যাত্রী অনেক বেশি। তবে নন ব্রান্ডের বাসগুলোর যাত্রীরা এসেই টিকিট কেটে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। নিয়মিত যাত্রীদের জন্য নির্ধারিত বাস গুলো সঠিক সময়ে টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছেন। টার্মিনালের টিকিট বিক্রেতারা জানান, এবারের ছুটি বেশি, তাই যাত্রী ও পাওয়া যাচ্ছে ভালো। প্রতিটি গাড়ি পরিপূর্ণভাবে যাচ্ছে। ভাড়াও আগের মতোই রয়েছে। যাত্রী বেশি হওয়া গাড়িগুলো নির্দিষ্ট সময় ছেড়ে যেতে পারছে। বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি গাড়িগুলো গত ১৪ তারিখ থেকে একটি অগ্রিম টিকিট বিক্রি করেছে। অনেকে অগ্রিম টিকিট কিনেছে। অগ্রিম টিকিট বিক্রির কারণেই এখানে যাত্রী আসলেই বাস ছেড়ে দেওয়া হচ্ছে। দিনাজপুর যাবেন আমজাদ হোসেন ও পরিবার। অনলাইনে টিকিট কেটে এসেছেন তিনি। টার্মিনালের আসার দশ মিনিটের মধ্যেই বাসে উঠতে পেরে খুব আনন্দিত। তিনি জানান, প্রতিবছরই ঈদ যাত্রা অনেক ভোগান্তি পোহাতে হয়। আবার ব্যতিক্রম হচ্ছে। অনলাইনে টিকিট কাটার কারণে অতিরিক্ত ভাড়াও দিতে হচ্ছে না। নির্ধারিত সময়ে এস আর ট্রাভেলস বাস ছাড়ছেন। ঝিনাইদহ লাইন (জে লাইন) টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা জানান, আমাদের বাসগুলো রেডি আছে। যাত্রী আসলেই নির্ধারিত সময় আমরা ছেড়ে দিচ্ছি। এখন আর যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে হয় না, আমরা যাত্রীর জন্য অপেক্ষা করছি। সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা রাব্বি বলেন, ‘আমরা নির্ধারিত সময় বাস ছাড়ার চেষ্টা করছি।সড়কে যানজট থাকলে ২০ মিনিট থেকে ৩০ মিনিট দেরি হচ্ছে। তবে টার্মিনালে আসলেই বাস ছাড়া হচ্ছে। ঈদকে কেন্দ্র করে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনালের জন্য ৪০ আসন বিশিষ্ট বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সেখানে দেখা যায়, গাবতলী থেকে বরিশাল ৭১২ টাকা, গাবতলী থেকে পটুয়াখালী ৮১৯ টাকা, গাবতলী থেকে যশোর ৬৭৯ টাকা, গাবতলী থেকে বাগেরহাট ৮৯৩ টাকা, গাবতলী থেকে কালীগঞ্জ ৯৯৩ টাকা, গাবতলী থেকে সাতক্ষীরা ৯২০টাকা, গাবতলী থেকে বেনাপোল ৭৩০ টাকা, গাবতলী থেকে কুষ্টিয়া ৬৭৬ টাকা ও গাবতলী থেকে মেহেরপুর ৭২৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে ১২টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।’ এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ‘ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।’ এর আগে গত ৫ মার্চ ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় প্রবল ভূমিকম্প হয়। এর প্রভাব অনুভূত হয়েছে ঢাকা, সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাবে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

জাতিসংঘ শূন্য বর্জ্য দিবসে ড. ইউনূসকে অভিনন্দন জানালেন তুরস্কের ফার্স্ট লেডি

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য অবদান এবং শূন্য অপচয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী সমর্থনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। খবর বাসসের। শুক্রবার (২৮ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গতকাল বৃস্পতিবার (২৭ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবসের’ উচ্চ পর্যায়ের স্মরণসভায় তার মূল বক্তব্যে তুরস্কের ফার্স্ট লেডি এই প্রশংসা করেছেন। ফ্যাশন ও টেক্সটাইল বর্জ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এমিন এরদোয়ান বর্তমান রৈখিক উৎপাদন মডেলের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বিশ্বব্যাপী ভোগের ধরণে জরুরি পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। গ্রহের ভবিষ্যত রক্ষার জন্য বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার ও পুনর্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের মহাসচিব, ইউএনইপি এবং ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালকরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। টেক্সটাইল বর্জ্যের কারণে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাপী বিশেষজ্ঞ, সুশীল সমাজের নেতা ও কর্মীদের একটি গতিশীল প্যানেল তাদের চিন্তাভাবনা ভাগ করে নিয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী টেকসই টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেন।

ঢাকার আট থানার নারী যাত্রীদের জন্য ‘হেল্প অ্যাপ’ চালু

গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে চালু হয়েছে হ্যারেসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) অ্যাপ। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ রুটের আটটি থানা এলাকার নারী যাত্রীদের জন্য চালু হয়েছে এ সেবা। অ্যাপে অভিযোগ জানানোর সঙ্গ সঙ্গে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে উদ্ধারকারী দল। নারীদের হেনস্তা-হয়রানি যেন নিত্যদিনের ঘটনা। যৌন নিপীড়ন ও উত্ত্যক্তের পাশাপাশি গণপরিবহনে ঘটছে ধর্ষণের ঘটনাও। ব্র্যাকের গবেষণা বলছে, ‘গণপরিবহনে চলাচলরত ৯৪ শতাংশ নারী যৌন নিপীড়নের শিকার।’নারী যাত্রীরা বলছেন, ‘সড়কে যাতায়াতে সবাই নিরাপদ না। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বাসে চড়ায় অস্বস্তিবোধ হচ্ছে। এমন পরিস্থিতিতে যাতায়াতে ভয় পাচ্ছেন অনেক নারী।’নারী হয়রানির বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯’-এর সহায়তায় হেল্প নামের নতুন অ্যাপটি চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ। প্লে-স্টোর থেকে সলুসনশপিন লিখলে হেল্প অ্যাপ আসবে। সেটি নামিয়ে শুধু মোবাইল নম্বর দিয়েই অ্যাপে প্রবেশ করে সেবা নিতে পারছেন নারীরা।অ্যাপে রাখা হয়েছ ইমারজেন্সি বাটন। লিখিতভাবেও অভিযোগ দেয়ার অপশন রয়েছে। নাম পরিচয় গোপন রেখে নিজের এমনকি অন্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও তুলে ধরা যাবে এই অ্যাপে।অ্যাপের মিডিয়া ক্যাম্পেইনার এএসএম মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ পর্যন্ত রুটের আটটি থানা এলাকায় চালু হয়েছে এই সেবা। ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে থানার নম্বর যুক্ত থাকবে এতে। অ্যাপে যুক্ত আছে ট্রিপল নাইনও। পাশপাশি এসব এলাকার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠন করা হবে কুইক রেসপন্স টিম।ধীরে ধীরে সব থানার নারী যাত্রীদের জন্য অ্যাপটি চালু করা হবে বলে জানিয়েছেন হাসান।ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মাঠ পর্যায়ে অ্যাপে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।’মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, ‘নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষের কর্তৃত্ববাদী আচরণ ও ঘটনার বিচার না হওয়ায় গণপরিবহনে নারী নিপীড়ন বেড়েই চলেছে। এই ধরনের পরিস্থিতে এমন অ্যাপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছি।’অ্যাপে আসা অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপও কামনা করেন তিনি।

বনানীতে বাস উল্টে আহত ৪২ শ্রমিক

রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করা পরিস্থান পরিবহনের একটি বাস উল্টে ৪২ জন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।’ ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কোনাপাড়া ও আমিনবাজারে বন্ধ করা হল ১২ সীসা ব্যাটারি কারখানা

বায়ুদূষণ করার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া ও সাভারের আমিনবাজার এলাকায় ১২ টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ও যাত্রাবাড়ি থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ৬ টি কারখানা বন্ধ করা হয়েছে। এসব কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন। অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সীসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে। অভিযানে অভিযোগকারী পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরকে জানানোর জন্য অনুরোধ করা হয়। বায়ুদূষণকারী সব প্রকার কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চীনের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেস সচিব

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে প্রেস সচিব লিখেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। বৈঠকে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি লেখেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সি চিন পিং। সি বলেছেন, চীন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে। এ ছাড়া চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবেন তিনি। বৈঠকে বাংলাদেশ যেসব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছে চীন সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা ও চীনা ঋণের সুদের হার হ্রাসের বিষয় রয়েছে।অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি চীনের শুক্রবার সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে বৈঠকে বসেন তারা। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে শুক্রবার দুপুর পৌনে ১২টায় প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন। এর আগে, বুধবার (২৬ মার্চ) দুপুরে চার দিনের সফরে চীনে যান ড. ইউনূস। প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চীনের হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। উল্লেখ্য, সফর শেষে আগামী শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

কত মাসের জন্য মেয়র হচ্ছেন ইশরাক?

মেয়াদ পার করে যখন নতুন নির্বাচনের সময় হয়ে এল, তখন এল বিএনপির নেতা ইশরাক হোসেনের মামলা জেতার খবর। ২০২০ সালে নির্বাচনে হেরে ধানের শীষের প্রার্থী ইশরাক যে মামলা করেছিলেন, পাঁচ বছর পর বৃহস্পতিবার (২৭ মার্চ) তার রায় দিয়েছে নির্বাচনি ট্রাইব্যুনাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সেই নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেট বাতিল করা হয়েছে রায়ে। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন এবার ডিএনসিসি মেয়র হচ্ছেন। কিন্তু কত দিনের জন্য? আওয়ামী লীগের সরকারপতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার গত আগস্টেই দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করেছে। মেয়রের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। তা যদি নাও হত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ থাকত আর মাস তিনেক। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। দেশে করোনা মহামারী শুরুর পর ১৬ মে দায়িত্ব নেন তাপস। আর জুনের প্রথম সপ্তাহে প্রথম সভা হয়। সেই হিসেবে এ সিটি করপোরেশনের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। কিন্তু স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের তিন মাসে (এপ্রিল-জুন) নতুন নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যেই এল নির্বাচনি ট্রাইব্যুনালের রায়। ফলে সব প্রক্রিয়া শেষ করে শপথ গ্রহণের পর ইশরাক হোসেন কত দিনের জন্য মেয়রের আসনে বসার সুযোগ পান, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। ইশরাকের আগে আরো একজন আদালতের রায়ে মেয়র হওয়ার সুযোগ পেয়েছেন। ভোটের সাড়ে তিন বছর পর ২০২৪ সালে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা জিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হয়েছেন বিএনপির শাহাদাত হোসেন। নির্বাচনি ট্রাইব্যুনাল ১ অক্টোবর শাহাদাতকে মেয়র ঘোষণা করে রায় দেওয়ার পর নির্বাচন কমিশন কপি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়। আইনি জটিলতা না থাকায় এক সপ্তাহের মাথায় গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। গত বছর ৩ নভেম্বর চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ দেন শাহাদাত হোসেন। বৃহস্পতিবার ডিএনসিসির মেয়র হিসেবে নিজের পক্ষে রায় পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আমি মেয়র হত পারব বা মেয়র হিসেবে শপথ নেব কি না সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।’ নির্বাচনি ট্রাইব্যুনালে ইশরাককে মেয়র ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আদালতের আদেশ আমাদের মানতে হবে। এ সংক্রান্ত কপি কমিশনে এলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ আদালতের রায়ের কপি পাওয়ার পর গেজেট প্রকাশের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এ নিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) এএইচএম কামরুজ্জামান বলেন, ‘মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কপি এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ ইশরাক মেয়র হিসেবে দায়িত্ব নিলে কত মাস দায়িত্ব পালনের সুযোগ পাবেন- সেই প্রশ্নে স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা বলেছেন, ‘বাকি মেয়াদের জন্য (তিন মাস) নাকি নতুন যোগ দেওয়ার পর থেকে মেয়াদ শুরু হবে- তা এখনই বলা যাচ্ছে না। ইসির গেজেট প্রকাশ, আইন মন্ত্রণালয়ের মতামত ও স্থানীয় সরকার বিভাগের পদক্ষেপের ওপর তা নির্ভর করবে।’ রায়ের কপি যখন পাওয়া যাবে, তখন পরবর্তী কাযক্রম নেওয়া হবে জানিয়ে ইসির সচিব বলেন, ‘আদালতের রায় পাওয়ার পর আমরা গেজেট প্রকাশ করার যে সিদ্ধান্ত, সেটা বাস্তবায়ন করব। কপি পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা।’ এ সংক্রান্ত কপি পাওয়ার পর কমিশনে নথি উপস্থাপন করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সে অনুযায়ী আইন বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রায়ের কপি পাওয়ার পরে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’ রায়ের কপি পাওয়ার পর ‘দেরি করার কোনো অবকাশ নেই’ বলে মন্তব্য করেন আখতার আহমেদ। তিনি বলেন, ‘সিদ্ধান্ত যেটাই হোক না কেন, আমরা দ্রুত গতিতে করি। যত দ্রুত সিদ্ধান্তগুলো দিতে পারব, ফাইলগুলো ক্লিয়ার করতে পারব আমাদেরও কাজের চাপ কমে, আমরা স্বস্তি পাই। রায়ের কপি পাওয়ার পরে আমরা প্রয়োজনের ব্যবস্থা নেব।’ গেজেট প্রকাশের পর শপথ আয়োজনের বিষয়ে ব্যবস্থা নেয় স্থানীয় সরকার বিভাগ।

চীনকে আরও বৃহত্তর ভূমিকায় চান প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই আন্দোলন ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে।’ চীনের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘গ্রামীণ ব্যাংক ও সেখানে সামাজিক ব্যবসায় চালু করার ক্ষেত্রে চীনের সাথে তার সম্পৃক্ততা ছিল।’ বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন। মুহাম্মদ ইউনূস ও শি জিনপিং নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা শুক্রবার প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে ‘বিনিয়োগ সংলাপে’ অংশগ্রহণ করছেন।

শবে কদরে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রজনী। পবিত্র রমজান মাসের এই রাতে সমগ্র মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়। মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। ‘মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রজনীকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রজনীতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি; অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত ও মাগফেরাত।’ ‘মহান আল্লাহ যেন সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আমাদের আত্মনিয়োগ করার তৌফিক দান করেন— মহিমান্বিত এই রজনীতে এ প্রার্থনা করি।’ পবিত্র এই রজনীতে মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি এবং মুসলিম উম্মাহর মাগফেরাত, উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রধান উপদেষ্টা।

আইজিপি বাহারুল আলমকে তারেক রহমানের ঈদের শুভেচ্ছা

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন সাবেক ডিআইজি ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির সদস্যসচিব খান সাঈদ হাসান।

প্রধান উপদেষ্টাকে ঈদ শুভেচ্ছা জানালেন তারেক রহমান

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টায় শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না।

সন্‌জীদা খাতুনের মরদেহ দান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনের মরদেহ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে দান করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সন‌্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ। তিনি বলেন, বেলা ১১টার দিকে মরদেহ হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়। চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নিজের শরীর দানের সিদ্ধান্তটি সন্‌জীদা খাতুন ১৯৯৮ সালে নিয়েছিলেন। মরদেহ দানের সময় সন‌্জীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ, ছোট মেয়ে রুচিরা তাবাসসুম নভেদ, বড় মেয়ের স্বামী সাংবাদিক নিয়াজ মোরশেদ কাদেরী এবং ছোট মেয়ের দেবর অধ্যাপক মানজারে শামীম উপস্থিত ছিলেন। পার্থ তানভীর নভেদ জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের পক্ষ থেকে সন্‌জীদা খাতুনের মরদেহ গ্রহণ করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নিজের শরীর দানের সিদ্ধান্তটি তার মা ১৯৯৮ সালে নিয়েছিলেন। এ বিষয়ে তখন একটি চুক্তিও করেছিলেন সন্‌জীদা খাতুন। মঙ্গলবার মারা যান সন্‌জীদা খাতুন। সে দিন রাতে সন‌্জীদা খাতুনের মরদেহ হিমঘরে রাখা হয়। বুধবার দুপুরে তার কফিন নেওয়া হয় ছায়ানট ভবনে। সেখানে শেষবিদায় জানান ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর বেলা আড়াইটার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শেষবিদায় জানান শিল্পী, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ। সবার শ্রদ্ধা নিবেদনের পর সন্‌জীদা খাতুনের মরদেহ আবারও হিমঘরে রাখা হয়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রবাসে থাকা পরিবারের সদস্যরা আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সন্‌জীদা খাতুনের নিজের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার তার পরিবার মরদেহ চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে দান করে।

খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়

দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে কার্যালয় খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নেয় তারা। প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।এতে বলা হয়, ‘ভোরের কাগজ’ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণবহির্ভূত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১২ ধারা মোতাবেক চলতি বছরের জানুয়ারির ২০ তারিখ হতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করে। উদ্ভূত পরিস্থিতি নিরসন হওয়ায় আজ ২৭ মার্চ আবারও ভোরের কাগজের প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের জন্য বলা হলো।নোটিশে আরও বলা হয়, প্রধান কার্যালয় বন্ধ থাকলেও ভোরের কাগজের প্রকাশনা অব্যাহত ছিল। আমরা আশা করছি, আগামী দিনে নতুন আঙ্গিকে আরও সমৃদ্ধ হয়ে পাঠকের কাছে ভোরের কাগজ পৌঁছে দিতে সক্ষম হবো।

পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে পাঁচটি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ৩০ এপ্রিল পর্যন্ত কাজ করার সময় পাবে এসব সংস্কার কমিশন। কমিশনগুলো হলো- স্বাস্থ্য, শ্রম, নারী, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশন। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সময় বাড়ানোর কথা জানানো হয়। এর মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের সারসংক্ষেপ জমা দেওয়া হয়েছে। বাকি তিনটি সংস্কার কমিশন এখনো প্রতিবেদন জমা দেয়নি। মার্চ মাস পর্যন্ত এসব কমিশনের সময় রয়েছে। এখন তা আরও বাড়ল। এর আগে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। প্রথম ধাপে গত বছরের অক্টোবরে জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন ও বিচার সংস্কার কমিশন গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে এসব কমিশনকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এর আগে ৩ জানুয়ারি অন্তর্বর্তী সরকার গঠিত ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এর মধ্যে পাঁচটি কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয় নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল ৩ অক্টোবর। এই পাঁচ কমিশনকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেওয়ার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। গত ৪ নভেম্বর প্রথম ধাপের ছয় কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানানো হয়। ছয়টি কমিশন ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে। সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির কাজ চলছে। অন্যদিকে গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই কমিশনগুলোকে প্রতিবেদন দিতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এছাড়া ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো দ্রুত কার্যকর করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বেইজিং পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে হাইনান থেকে ফ্লাইট বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং। উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান। সফরের দ্বিতীয় দিন আজ (২৭ মার্চ) তিনি বোআও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ভাষণ দেন এবং অন্তত আটটি অনুষ্ঠানে অংশ নেন, যার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন

শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

`জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকেও আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান ঢাকা পোস্টকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখিত তথ্যের বরাতে এ কর্মকর্তা জানান, সিআইডি গোয়েন্দা তথ্য থেকে জানতে পারে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে “জয় বাংলা ব্রিগেড” গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করে। ড. রাব্বি আলমের (যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি) সঞ্চালনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোস্ট, কো-হোস্ট ও অংশগ্রহণকারী নেতা-কর্মীদের কথোপকথনে ভয়েস রেকর্ড পর্যালোচনায় “জয় বাংলা ব্রিগেড” নামে প্ল্যাটফর্মে দেশ/বিদেশ থেকে অংশগ্রহণকারীগণ বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না মর্মে আলোচনা হয়। সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে: চীনের উপ-প্রধানমন্ত্রী

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে বলে মন্তব্য করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং। চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) হাইনানের উপকূলীয় শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং পরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে উভয় দেশ বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও একমত হয়েছে। উপ-প্রধানমন্ত্রী ডিং বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন। চীন আশা করে, প্রফেসর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ওয়ান-চায়না নীতি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়া প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে ঢাকা গর্ব অনুভব করে। বৈঠকে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে এবং চীনা ঋণের সুদের হার ৩ শতাংশ থেকে ১-২ শতাংশে নামিয়ে আনার অনুরোধ করে। এছাড়া, বাংলাদেশ চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট ফি মওকুফের আহ্বান জানিয়েছে। প্রধান উপদেষ্টা চীনের তৈরি পোশাক কারখানা, বৈদ্যুতিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিকস, চিপ উৎপাদন এবং সৌর প্যানেল শিল্প বাংলাদেশে স্থানান্তর সহজ করতে বেইজিংয়ের সহায়তা চান। ডিং জুয়েশিয়াং জানান, ২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের দুই বছর পর পর্যন্ত বহাল থাকবে। তিনি আরও জানান, চীন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে আগ্রহী। উপপ্রধানমন্ত্রী বলেন, তার দেশ মোংলা বন্দরের আধুনিকায়ন এবং দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন প্রকল্পের উন্নয়নেও অর্থায়ন করবে। তিনি উল্লেখ করেন, গত বছর চীন বাংলাদেশ থেকে আম রপ্তানির জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে। এ বছরের গ্রীষ্মকাল থেকেই বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হবে। বেইজিং কাঁঠাল, পেয়ারা এবং অন্যান্য জলজ পণ্য আমদানি করতেও আগ্রহী, যাতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যের বিশাল ব্যবধান কমানো যায়। চীনা সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি স্কলারশিপ প্রদান করবে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যেই হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। উপ-প্রধানমন্ত্রী ঢাকার রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ ক্রয়ের ক্ষেত্রে চীনের অর্থায়নের আশ্বাস দেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের প্রচেষ্টায় চীন বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে সংলাপ করবে। প্রফেসর ইউনূস চীনের নেতৃত্বের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বৃহস্পতিবারের এই বৈঠক ‘ক্রমবর্ধমান বাংলাদেশ-চীন অংশীদারিত্বের আরেকটি মাইলফলক চিহ্নিত করল। তিনি বলেন, আসুন, আমরা একসঙ্গে কাজ করার সংকল্প গ্রহণ করি যাতে আমাদের দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা হয়। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল করা হয়েছে। এপ্রকল্পের ৭ম পর্যায়ের ন্যায় ৮ম পর্যায়ের অনুমোদিত জনবল নিয়োগে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। শুধু পাঁচ ক্যাটাগরিতে ২৩টি সেবা আউটসোর্সিংয়ে মাধ্যমে ক্রয়ের জন্য বলা হয়েছে। গত ২৫ মার্চ অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর ২৩ অধিশাখা হতে এসংক্রান্ত পত্র জারী করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক এ প্রকল্পের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, পিএ, ফিল্ড সুপারভাইজার, ক্যাশিয়ার কাম হিসাব সহকারী, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও ডাটা এন্ট্রি অপারেটর মোট ১০ ক্যাটাগরিতে ১২৪টি পদ প্রেষণে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পে সাকুল্য বেতনে সরাসরি নিয়োগের জন্য ১০টি ক্যাটাগরিতে ৬৪০ জনবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পদগুলো হলো সহকারী পরিচালক হিসাবরক্ষণ কর্মকর্তা, ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার, ফিল্ড সুপারভাইজার, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, স্টোর কিপার ও আরঅ্যান্ডডি ক্লার্ক। তবে ড্রাইভিং, অফিস কর্ম সহায়ক, ক্লিনার বা সুইপার ও সিকিউরিটি গার্ড এই ০৫ ক্যাটাগরিতে ২৩ টি পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তিন পদ্ধতিতে মোট ৭৮৭ জনবল নিয়োগ/ক্রয়ে সম্মতি পাওয়া গেছে। উল্লেখ্য, গত ২০ মার্চ তারিখের ৩৭৬ স্মারকে জারিকৃত এ প্রকল্পের পদ বা জনবল সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের কার্যবিবরণীটি বাতিল করা হয়েছে।

শুক্রবার বেতন-বোনাস পাচ্ছেন শিক্ষকরা

অবশেষে স্কুল-কলেজের শিক্ষকরা ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা পাচ্ছেন কাল শুক্রবার (২৮ মার্চ)। শিক্ষক-কর্মচারীরা দিনভর অপেক্ষার পর বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫টার দিকে ইএফটিতে বেতন দেওয়া শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়। প্রসঙ্গত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বৃহস্পতিবার। লেনদেন শেষ করে এদিনই ছুটিতে যাওয়ার কথা ছিল ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদেরও। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ফেব্রুয়ারি- মাসের বেতন, ঈদুল ফিতরের উৎসব ভাতা ইএফটিতে পরিশেধোর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ঈদুল ফিতরের আগেই তোলার জন্য চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত এবং শুক্রবার একদিন খোলা রাখা প্রয়োজন। এই চিঠির পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্রবার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী— এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অথচ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপেক্ষার পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি বেতন ও উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।