স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

স্কটল্যান্ড থেকে তুহিন মাহামুদ : সৌদিআরবের সাথে মিল রেখে ইউরোপ,আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। একমাস সিয়াম সাধনার পর আজ ৩০ মার্চ রবিবার ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে উদযাপন হলো মুসলিম উম্মাহ'র অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল- ফিতর।সকাল ৭:১৫টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে পাঁচটি জামাত হয় অনুষ্ঠিত হয় এডিনবার্গের ব্লাক হল মসজিদে। এছাড়া সেন্ট্রাল মসজিদ,সিটি সেন্টার মসজিদ, লেইথ মসজিদ, পোরটোবেল্লো মসজিদ,শাহজালাল মসজিদ সহ এডিনবার্গ শহরের বিভিন্ন মসজিদে একাধিক জামাতে সমবেত হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এবছর সাপ্তাহিক ছুটির দিনে ঈদ অনুষ্ঠিত হওয়ায় এবং আবহাওয়ার অনুকূল পরিবেশের কারণে স্বতঃস্ফূর্ত ভাবে এতে যোগ দেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাঙালিরাও। এ সময় তারা দেশে থাকা স্বজনদের স্মরণ করেন। বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের আমেজ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে একে ওপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। দেশে রেখে আসা স্বজনদের স্মরণে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এবছর ঈদ আনন্দের মাত্রা যেন আবহমানকাল বাঙ্গালির চিত্রই যেন ফুটে উঠেছে মসজিদ প্রাঙ্গনে।

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির স্বাধীনতা দিবসের সমাবেশ ও ইফতার মাহফিল

নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি ইউএসএ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারাসহ দলমত নির্বিশেষে সব স্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, ভিএনএস হেলথের পরিচালক সালেহ আহমেদ, কমিনিউটি লিডার রাব্বি সৈয়দ, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার ও আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা ওসমান গনি, কমিনিউটি লিডার মিসবাহ আহমেদ, সেন্টার ফর এনআরবির শেকিল চৌধুরী, সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, যুগ্ম সদস্য সচিব আশ্রাব আলী খান লিটন। ইফতার-মাহফিলে দোয়া পরিচালনা করেন জামিল আনসারী। অনুষ্ঠানে আতাউর রহমান সেলিম বলেছে, ‘আসুন একে অন্যকে ভালোবাসি ও পারস্পরিক সম্প্রীতির এই বন্ধনে প্রিয় মাতৃভূমির সামগ্রিক কল্যাণে কাজ করি। এটাই হোক প্রতিটি প্রবাসীর একমাত্র চাওয়া।’ অনুষ্ঠানের সমন্বয় ও ব্যবস্থাপনায় সরব ছিলেন কর্তা রিজু মোহাম্মদ, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, ডিউক খান, আকতার বাবুল, মোহাম্মদ হাসান জিলানী, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, হারুন অর রশীদ, মুনসুর আহমেদ। প্রসঙ্গত, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী অধ্যুষিত প্রতিটি স্থানে ইফতার মাহফিল আয়োজনের অংশ হিসেবে এর আগে উডহ্যাভেন বুলেভার্ডে জয়া মিলনায়তন, ব্রুকলীনে রাধুনি রেস্টুরেন্ট ও ব্রঙ্কসের একটি পার্টি হলে সম্পন্ন হয়েছে।

যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে ৫৪তম স্বাধীনতা দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ‍্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর পরিচালনায় সভার শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় বাংলাদেশ থেকে অংশ নেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি জননেতা লোকমান আহমদ। তিনি সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। সভায বক্তারা বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে শত্রু মুক্ত করতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দীর্ঘ ৯ মাসের মরণপণ রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালী জাতি পাক হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করে ছিনিয়ে এনেছিল এ দেশের স্বাধীনতা। তাই এই স্বাধীনতা কারো দয়ার দান না এবং বাঙ্গালী জাতির এই জন্মের ইতিহাস যে কেউ ইচ্ছা করলেই মুছে ফেলতে পারবে না।’ তারা আরো বলেন, ‘দুঃখজনক হলেও সত‍্য যে, যুক্তরাজ‍্য জাসদ যখন স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উদযাপন করছে, তখন আমাদের বাংলাদেশ রাজনৈতিক ভাবে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ আজ ভয়াবহ নেতৃত্ব শূণ‍্যতায় ভুগছে। এ অবস্থায় দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে বাংলাদেশের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে ঐক‍্যবদ্ধভাবে শক্তিশালী মরণপন আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে।’ ‘কোন মহল ইচ্ছা করলেই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১’-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান ইতিহাস থেকে মুচে ফেলতে পারবে না ‘ ‘বক্তারা জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনুসহ সারা দেশের জাসদের নেতৃবৃন্দের উপর থেকে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন‍্য অন্তর্বর্তি সরকারের কাছে দাবী জানান। সভায় বক্তব‍্য দেন যুক্তরাজ‍্য জাসদ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, কার্যকরী কমিটির সিনিয়র সদস‍্য, আলাউদ্দিন আহমদ মুক্তা, সিনিয়র সদস‍্য শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, প্রচার যোগাযোগ বিষয়ক সম্পাদক এমরান আহমদ, যুক্তরাজ‍্য বাসদের নেতা মোহাম্মদ শওকত, যুক্তরাজ‍্য নারীজোটের আহ্বায়ক রেহানা বেগম, যুক্তরাজ‍্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা বিলকিস মনসুর।

ওয়াশিংটন বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিএনপির আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ভার্জিনিয়ায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর খান। ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন। অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন বলেন, ‘৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে স্বাধীন হয়েছে আমাদের দেশ। আর এই স্বাধীনতার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।’ তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে জাতি যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল সে সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? তখন আমাদের নেতা বীর সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’ ফরিদা ইয়াসমিন বলেন, ‘স্বাধীনতার পর দেশে বারবার যখন গণতন্ত্র হুমকির মুখের পড়েছে তখনই আপোসহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের পক্ষে আপোসহীনভাবে কাজ করে গেছেন। এজন্য তাকে কারাগারে পতিত হতে হয়েছে। কারাগারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও দলকে সুসংগঠিত করে রেখেছেন। তার নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ।’ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সহসভাপতি শাহাদাত এইচ সোহরাওয়ার্দী, সহসভাপতি কাজী এম রহমান, মজনু মিয়া, জাহিদ খান, গাজী কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, মোখলেসুর রহমান, খালেদ তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, সাঈদ হায়দার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, জাহাঙ্গীর খান, জহিরুল ইসলাম, আবুল হাসেম আজাদ, দপ্তর সম্পাদক-আরিফ উল ইসলাম, প্রচার সম্পাদক-রেজওয়ান আনসারী পল্লব, কোষাধ্যক্ষ নূর হোসেন বাহাদুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মহসিন মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর নির্ঝর রহমান নিক্সন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ তরিকুর রহমান জনি, মহিলা বিষয়ক সম্পাদক মাসুমা আক্তার মেরি, কমিটির সদস্য- শফিক কামাল রাসেল, তৌফিকুল ইসলাম, নুরুন্নাহ খাতুন, ফারহানা মাইনুদ্দিন, হেলেনা আক্তার, গোলাম ফারুকী কিরণ, নাফিস খান, সৈয়দ হাবিব আহসান, আসিফ রেজা, সাঈদ খান, মোহাম্মদ শফিক মোল্লা, সাঈদ লিটু, আনসার আহমেদ, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, লাল মাহমুদ, এমডি মুনিরুল ইসলাম, রেজাউল করিম, আলী হায়দার, বাকির আহমেদ।

সমৃদ্ধশালী বাংলাদেশের চিত্র তুলে ধরে ইয়াঙ্গুনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন বলেছেন, ‘বাংলাদেশের ঘুরে দাড়ানোর সক্ষমতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্য অদূর ভবিষ্যতে এদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করবে।’ তিনি বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ দূতাবাস ইয়াঙ্গুনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। দ্বিতীয় অংশে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়, যেখানে মিয়ানমার সরকারের ইউনিয়ন ফর গভর্নমেন্ট অফিস-২, অভিবাসন মন্ত্রী, উপ-পররাষ্ট্র মন্ত্রী, উপ-বাণিজ্য মন্ত্রী, ইয়াঙ্গুন অঞ্চলের মুখ্যমন্ত্রীসহ ৫ মন্ত্রী, ইয়াঙ্গুন সিটির মেয়র অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ইয়াঙ্গুনের লট্টে হোটেলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। শতাধিক রাষ্ট্রদূত/কূটনীতিক, জাতিসংঘের সংস্থাসগুলোর প্রধানগণ, মিয়ানমার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ ও দূতাবাসের সদস্যসহ তিন শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদ, মুক্তিযুদ্ধে সম্ভ্রমহারানো নারী ও ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ১৯৭১-২০২৪ পর্যন্ত বিভিন্ন সংকটে বাংলাদেশ যে সহনশীলতার পরিচয় দিয়েছে, তা তুলে ধরেন। এছাড়াও, মনোয়ার হোসেন অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেন, যা বাংলাদেশকে শীঘ্রই একটি সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে। রাষ্ট্রদূত সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রদূতের বক্তব্যের পর, দূতাবাস কর্তৃক নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যেখানে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন দিক এবং গত দুই বছরে দূতাবাসের কার্যক্রম তুলে ধরা হয়। পরে, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রযুক্তিগত অগ্রগতি উপস্থাপন করা হয়, যা অতিথিদের ব্যাপক প্রশংসা অর্জন করে। সৃজনশীল মঞ্চসজ্জা ও নান্দনিক পরিবেশ অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে।

মিয়ানমারে বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদ রয়েছেন: রাষ্ট্রদূত

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে এক পো‌স্টে এ তথ্য জা‌নান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন। রাষ্ট্রদূত বলেন, ‘মিয়ানমারে অবস্থানরত সব বাংলাদেশি নাগ‌রিক নিরাপদ রয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর সা‌ড়ে ১২টায় এক‌টি শ‌ক্তিশালী ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৭ মাত্রার ভূ‌মিকম্প উত্তর মিয়ানমা‌র অংশে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। থাইল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে ইউএসজিএস জানিয়েছে।

লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত: পতাকা উত্তোলন ও আলোচনা সভা

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনের বার্কিং অ্যান্ড ডাগেনহাম কাউন্সিলের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে বার্কিং টাউন স্কয়ারের টাউন হলের সামনে কাউন্সিলের মেয়র মঈন কাদেরীর নেতৃত্বে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন মঈন কাদেরী, কাউন্সিলর ডমিনিক টুমি ও রাজিনা রহমান। এরপরবাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে টাউন হলের সামনে উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা। বিদেশের মাটিতে জাতীয় পতাকার এমন সম্মানজনক উত্তোলন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং বিদেশিদের মাঝেও বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করে। এরপর টাউন হলে মঈন কাদেরীর সভাপতিত্বে ও কাউন্সিলর মুহিব চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাউন্সিলর অজান্তা দেব রায়, ফারুক চৌধুরী, সদরুজ্জামান খান, গিয়াস উদ্দিন মিয়া, সৈয়দ ফিরোজ গনি , ইডনা ফারগস, ডেপুটি লিডার সায়মা আশরাফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি এমএ রব মিন্টু। সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো আপসের বিষয় নয়, এটি রক্তের বিনিময়ে অর্জিত গৌরবময় ইতিহাস। নতুন প্রজন্মকে অবশ্যই দেশের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতার মূল্য বুঝতে পারে এবং দেশকে ভালোবাসতে শিখে।’ বিদেশি অতিথিরাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং এ জাতির সংগ্রাম ও অর্জনের প্রতি শ্রদ্ধা জানান।

যুক্তরাষ্ট্রে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন-যুক্তরাষ্ট্রের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রহমান মজুমদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. সাদিক। মোনাজাতে স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ দোয়া করা হয়। বিগত হাসিনার শাসনকালে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা জন্য বিশেষ দোয়া করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুস সবুর, গিয়াস উদ্দিন, শাহ আলম, মোশারফ হোসেন সবুজ, মাকসুদুল হক চৌধুরী, শামীম দেওয়ান, মোতাহার হোসেন, ওমর ফারুক, তারেক চৌধুরী দিপু, ফারুক হোসেন মজুমদার, এটিএম হেলালউর রহমান, হাবিবুর রহমান হাবিব, মৃধা মোহাম্মদ জসিম উদ্দিন, নুরে আলম, জুনায়েদ আল জাফরি, মাযহারুল ইসলাম মিরন, মো. মাসুদ হোসেন, রাশেদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, মনির হোসেন, সোহেল আহমেদ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা নাছিম আহমেদের শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়।

নিউইয়র্কে জনসেবায় সম্মাননা পেলেন ফারমিস আখতার

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের (বিএসিসি) আয়োজনে ১০তম ইন্টারফেইথ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে নিউইয়র্কের ব্রঙ্কসের খলিল হালাল চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হায়। অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নজরুল হক এবং এ ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়র অফিসের প্রতিনিধি আলেনা ডস এবং ব্রঙ্কস বোরো প্রেসিডেন্ট অফিসের প্রতিনিধি ডেভিড আহমেদ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। এছাড়া, সিটি কাউন্সিল মেম্বার রাফায়েল সালামাঙ্কা ও আমান্দা ফারিয়া বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে স্টেট সিনেটর নাটালিয়া ফার্নাদেসের পক্ষ থেকে জনসেবার জন্য নারী সংগঠক ফারমিস আখতারকে সম্মাননা স্মারক দেওয়া করা।

মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

স্পেনের মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বায়তুল মুকাররম জামে মসজিদে প্রায় ছয় শতাধিক মুসল্লি এ ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. এমদাদ হাওলাদার ও কাদের ঢালী, মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার। সংগঠনের সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি মো. জসিম বেপারী, মো. রফিক হাওলাদার ও মো. ইকবাল হোসেন, মো. দুলাল ডালি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম খান, সহ সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তোতা কাজী, আ. আউয়াল খান করিম খান, দুলাল খান, বিদুৎ কাজী, আজম খান, হান্নান সরদার, পলাশ, লিটন, হাসান, আরিফ, মাইম প্রমুখ। মাহফিলে দোয়া পরিচালনা করেন শেখ আলী।

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক বুধবার (২৬ মার্চ) যথাযথ মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস উদযাপন করেছে। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ৭১’-এর শহিদ, শহিদ বীর মুক্তিযোদ্ধা, শহিদ বুদ্ধিজীবী ও ২০২৪ জুলাই-আগস্টের শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার বাণী পড়া হয়। অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. নাজমুল হুদা মুক্তিযুদ্ধের শহিদদের রূহের মাগফেরাত কামনা করেন এবং বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সব স্তরের নেতা-কর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে।’ নাজমুল হুদা বলেন, ‘২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে এবং বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা মেরামত তথা সংস্কারের এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে।’ কনসাল জেনারেল স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য তথা একটি গণতান্ত্রিক ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, ন্যয্যতাভিত্তিক, মানবিক ও আধুনিক দেশ গড়ার জন্য সকলকে সচেষ্ট থাকার অনুরোধ জানান। বাংলাদেশের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি গতিশীল, আত্মপ্রত্যয়ী ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে আমাদের নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবীতে অবস্থানকারী আমাদের বিপুল সংখ্যক প্রবাসী ভাই-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে তিনি তাদের এ সমর্থন এবং সহযোগিতা আরো শক্তিশালী করার অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বক্তব্যের প্রতিধ্বনি করে বাংলাদেশ একটি শক্তিশালী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে উঠবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ৭১-এর সব শহিদ, শহিদ বুদ্ধিজীবী, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও ২৪’-এর জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে গণহ্ত্যা দিবস পালন

ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও ভাব গম্ভীর পরিবেশে মঙ্গলবার (২৫ মার্চ) গণহত্যা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে নিহত শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন, মোমবাতি প্রজ্বলন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পবে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার পর্বে মূল বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২৫ মার্চ কালরাতের নৃশংস হত্যাকান্ডসহ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম গণহত্যার শিকার সকল শহীদ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ দেশের জনগনকে, যাঁদের অসামান্য অবদান আর আত্নত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজ পতাকা। ২৫ মার্চ গণহত্যায় হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে রাষ্ট্রদূত রহমান বলেন, ‘পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলাদেশে সংঘটিত গণহত্যা বিশ্বের নৃশংস ও নারকীয় গণহত্যাগুলোর অন্যতম।’ তিনি ভবিষ্যতে শান্তির বাংলাদেশ বিনির্মাণে ও বিশ্বে মানবাধিকার সমুন্নত রাখতে এই গণহত্যাকে দেশে-বিদেশে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন।

কাতারে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

কাতারে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় কাতারের রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। পরে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রথম সচিব ও দূতালয় প্রধান নাছির উদ্দীনের পরিচালনা একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বানী পাঠ করে শুনান যথাক্রমে, কাতার বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ মিশন মো. ওয়ালিউর রহমান, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মো. মাহাদি হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী।

রোটারী ক্লাব অব পাইওনিয়ারস নিউইয়র্কের খাদ্য সামগ্রী বিতরণ

মাহে রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব পাইওনিয়ারস ও রোটারি ক্লাব অব সানসাইন। এ উপলক্ষে রোববার (২৪ মার্চ) ওজনপার্কে রোটারি ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারি ক্লাব অব পাইওনিয়ারসের চার্টার প্রেসিডেন্ট আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি রহিম হাওলাদার, ব্রুকলেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মিগুয়েল ফিলাসিনো, ক্লাবের প্রেসিডেন্ট শাহনাজ রহিম, রোটারিয়ান রইছ রহমান, কমিউনিটি একটিভিস্ট এটিএম তালহা, সহায়তা প্রদানকারী ছাত্র আকতারুজ্জামান নূর, মুহতাদি ইয়ামিন। অনুষ্ঠান পরিচালনা করেন রোটারিয়ান নাহিদুর রহমান নাহিদ। অনুষ্ঠানে শাহনাজ রহিম বলেন, ‘মানবতার সেবায় রোটারি ক্লাব অব পাইওনিয়ারস নিউইয়র্ক যাত্রা শুরু করেছে। সবার সহযোগিতায় এ যাত্রা আজীবন অব্যাহত থাকবে। রোটারী ক্লাব আর্তমানবতার সেবায় বিশ্বব্যাপী সুনামের সাথে অবদান রাখছে।’ তিনি সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে গত ১৬ মার্চ সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে ছোট্টমণিদের পবিত্র কোরআন তেলাওয়াত সবার দৃষ্টি কেড়েছে। অনুষ্ঠানে প্রবাসের ঢাকাবাসী ছাড়াও ছিলেন বিশিষ্টজনেরা।অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপনের সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিক গিয়াস আহমেদ। তিনি এমন একটি আয়োজনের গুরুত্ব অপরিসীম ছিল বলে মন্তব্য করেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিনিটি লিডার মাসুদুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মো. রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, প্রধান পৃষ্ঠপোষক শাহীনুর রহমান বিপ্লব, পৃষ্ঠপোষক মো. ফরিদ খান, প্রধান সমন্বয়কারী আকতার সিদ্দীকী শামিম, সমন্বয়কারী তানভীর আহমেদ, উপদেষ্টা ফারুক হোসেন, মো আমান উল্লাহ আমান, মো হাবিব জোয়ার্দার, শেখ সালাউদ্দিন আহমেদ, ব্যবসায়ী নূরুল আজিম ও সোয়েব হোসেন খান। মাহফিলের জন্যে গঠিত কমিটির আহ্বায়ক আজাদ রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আলী সবুজ, আলাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আজাদ হোসেন, তানবীর এ মিলন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ফজলুল হক, মো. আবদুস সামাদ, মিশুক সেলিম, মোহাম্মাদ আরিফ সিদ্দিকী, মো. কাউসার আলমগীর, সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ, সহকারী সাধারণ সম্পাদক দেওয়ান কাউসার, দফতর সম্পাদক মো. ফরিদ খান, মহিলা সম্পাদিকা শারমিনা লিপি, কার্যকরি সদস্য মোস্তফা কামাল মুকুল, মো. আউলাদ হোসেন অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়নের দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ’।

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নানা শ্রেণী-পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আয়োজনে যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসীদের ক্ষমতায়ন ও জাতি গঠন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ মার্চ) বিকালে পূর্ব লন্ডনের বেথনালগ্রীন রোডের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৃটেনের বাংলাদেশের হাই কমিশনারের পক্ষে হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মীর নূরানী রূপমা। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের পরিচালনায় ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন - একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় কি নোট স্পিকার ছিলেন বিলেতের ইমিগ্র্যাশন জাজ সলিসিটর বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব কেএম আবু তাহের চৌধুরী, নিউহ্যাম কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর রহিমা রহমান, সংগঠনের কো-কনভেনর মসুদ আহমদ, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, ব‍্যবসায়ী সিরাজ হক, সাবেক সিভিক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, কাউন্সিলর রিতা ইসলাম, কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী, সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, সিনিয়র জয়েন্ট কনভেনর মো. তাজুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইছির মাহমুদ, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরসের সভাপতি আব্দুল গাফফার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, ওয়ার্ক পারমিট ক্লাউডের স্বত্বাধিকারী লুৎফুর রহমান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক সংগঠক আব্দুল মুকিত, পাইলট সাব্বির করিম, বর্ণবাদ বিরোধী আন্দোলনের কর্মী আব্দুল মুকিত ও আব্দুস সাত্তার, মিসবাহুজ্জামান সোহেল, সালেহ গজনবী, দেওয়ান নজরুল ইসলাম, সাংবাদিক তবারক হোসেন ও সাকির হোসেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সেন্ট্রাল কমিটির সদস্য ও সাউথ ইস্ট রিজিয়নের জয়েন্ট কনভেনর শিপার রেজাউল করিম, নুরুল ইসলাম, বেলাল হোসেন, হেলেন ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, সাদিক আহমদ। সেমিনারে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিজিক্সে অধ্যয়নরত সাইমুর মুজিব রহমান, ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্টে অধ্যয়নরত মুক্তাদির আহমদ, ম্যাথসে অধ্যয়নরত তাহসিন এবং হিস্ট্রি এন্ড ফিলোসপিতে অধ্যয়নরত আমিরুল ইসলাম প্রবাসীদের ক্ষমতায়ন ও অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গঠনে কি নোটের উপর তাদের মতামত তুলে ধরেন। প্রবাসী কমিউনিটি ও মেইনস্ট্রিম রাজনীতির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলন মেলায় রূপ নেয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মো. জিলু খাঁন। সভায় বক্তারা প্রবাসীদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নের প্রথম ধাপ সূচিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। সেমিনারে মূল প্রবন্ধে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন এবং বাংলাদেশের রাষ্ট্র সংস্কার তথা জাতি গঠনে কমিউনিটির বিভিন্ন সেক্টরের প্রতিনিধির সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে। প্রয়োজনে এই গ্ৰুপে বিভিন্ন সময়ে যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ গ্রহণের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধানের কার্যকর পন্থা বের করা সম্ভব হবে।

বাংলাদেশে অপরাধ বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভা

বাংলাদেশের বর্তমান অপরাধ প্রবণতা বৃদ্ধি ও জনমনে আতংকের প্রতিবাদে সভা করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। গত শনিবার (১৫ মার্চ) শনিবার বিকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় বক্তব্য দেন উপদেষ্টা জসীম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি শফিকুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, কোষাধক্য জিএম.ইলিয়াস। সভায় বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে পিটিয়ে হত্যা, খুন, অপরাধ, নারী- শিশু নির্যাতন, ধর্ষন, শ্লীলতাহানী, চুরি, ডাকাতি, ছিনতাই, চাদাবাজি, হামলা, দখল, চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক ঘটনা বেড়েছে। এতে দেশব্যাপী সাধারণ মানুষ আতংকিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়ীত্বে ঘাটতির বিষয়টিও দৃশ্যমান। দায়িত্বশীলদের সঠিক জবাবদিহির আওতায় আনা, আইন না মেনে চলার চর্চা এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকা- এসব ঘটনার পেছনে অনেকাংশে দায়ী বলে মনে করেন অপরাধ বিশ্লেশকরা।’ জাতীয় পার্টির প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদ নারী ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। সেই সময় অপরাধ কমে গিয়েছিলো। তাই, বাংলার জনগন আজো এরশাদের কথা স্মরণ করেন। সবশেষে দেশের উন্নতি প্রত্যাশায় দোয়া ও ইফতারির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কুয়েতে ‘আঞ্জুমানে আল ইসলাহ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আঞ্জুমানে আল-ইসলাহ কুয়েত শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকাল ৪ টায় কুয়েতের ফাহাহিল জনতা রেস্টুরেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ক্বারী নুমান আহমদ সুমনের কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়েই অনুষ্ঠান শুরু হয়সংগঠনের সভাপতি ক্বারী সালেহ আহমেদের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মহিত নাজমুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু সাঈদ কুতুব উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মজিবুর রহমান সুফি, সংগঠক আব্দুল হালিম, সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখার সভাপতি নাসির উদ্দিন খোকন, ব্যবসায়ী সিরাজ মিয়া, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ। মিলাদ পরিচালনা করেন হাফেজ আব্দুল আলী। আরো উপস্থিত ছিলেন এটিএন নিউজের কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ আলাল আহমদ, হাফেজ শরীফুর রহমান কাওছার, মোহাম্মদ মোস্তফা মিয়া, শহিদুল ইসলাম। অনুষ্ঠানে কুয়েতে অবস্থানরত নানা শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ।

নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর কেনার সিদ্ধান্ত ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর

নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রস্থ ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর ইফতার ও দোয়া মাহফিল। গত শনিবার (১৫ মার্চ) জ্যকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর কেনার সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সমন্বয়ক আবুল খায়ের আখন্দের সভাপতিত্বে ও আহ্বায়ক এমএ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীরসাহেব মাওলানা শাহ্ মো. সাইফুল্লাহ সিদ্দিকী। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা অলি উল্লাহ মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক কাজী আসাদ উল্লাহ, আহ্বায়ক মো. রুবেল হোসেন, কাউসার আহমেদ ও সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওন। অনুষ্ঠানে অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি মো. ইনামুল হক এমডি, সিনিয়র সহ সভাপতি মো. ইউনুছ সরকার, সহ সভাপতি মো. জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক মো. এ ছিদ্দিক পাটোয়ারী, নির্বাহী সদস্য মিয়া মো. দুলাল, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র মিয়া মো. দাউদ, মিজানুর রহমান, তাসলিমা পাটোয়ারী, এমদাদুল হক মাস্টার, হাবিব খান চৌধুরী, শহীদ নূর, মো. আলা উদ্দিন, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন। ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী ছাড়াও বিপুল সংখ্যক কুমিল্লাবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় আগামী ৬ জুলাই ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর পিকনিক আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়। এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক এমএ কাদের ও মো. রুবেল হোসেন এবং সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওনকে দায়িত্ব দেওয়া হয়।

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির ‘ইফতার মাহফিল’

রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে’ এই ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়। মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন ইসলামিক সেন্টারের হাফেজ রুহুল আমিন খান ও ইমাম শেখ তৌফিক আজিজ। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম‍্যান জর্জ এনিমেল ক্রোচসহ আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যেমন মূলধারার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্হিত ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে বিপুল সংখ‍্যক মহিলার অংশগ্রহণ ছিল লক্ষ‍্যণীয়। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে’ প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের মিলন মেলা বসেছিল। ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’র সভাপতি ইকবাল হোসেন ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের (বাকার) বার্ষিক ইফতার, দোয়া মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা গত ৮ মার্চ নিউইয়র্কে ব্রঙ্কসের পিএস ১০৬’-এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও সহ সাধারণ সম্পাদক এমডি আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ক্বেরাত প্রতিযোগিতায় বি গ্রুপ থেকে প্রথম স্থান অধিকারী আব্দুর রহমান সালেহ। প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এই আয়োজনে অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের মুসলিম সিনিয়র এডভাইজার মোহাম্মদ আমীন, চীফ অফ স্টাফ মীর বাশার, মুসলিম লিয়াজো অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যালেগ্রা সিডিপ্যাপ ও বাংলা হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আবু জাফর মাহমুদ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন। আরও বক্তব্য দেন শেখ আল মামুন, মাসুদ রহমান, মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া, জাকির চৌধুরী, সামাদ মিয়া জাকের, তরিকুল ইসলাম মিঠু, মাওলানা আজির উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সহ সভাপতি মাকসুদা আহমেদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, স্কুল ও সমাজ সেবা সম্পাদক সালমা সুমি। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন লুকু ও ফয়সল আহমেদ, সহ সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, প্রচার ও গণ সংযোগ সম্পাদক লিয়াকত আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, কার্যকরী সদস্য কবি রেহানুজ্জামান রেহান, জে মোল্লা সানী ও চৌধুরী মোমিত তানিম। কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, মাহবুবুল আলম, ফরিদা ইয়াসমিন, রিয়াজ কামরান, মখন মিয়া, সেবুল খান মাহবুব, জামিল আনসারী, হাসান আলী, কাজী হাসান, শাহ সেলিম, কবি মাসুম আহমেদ, আনোয়ার জাহিদ, সুলতান মাহমুদ, বাকী খন্দোকার, মকন মিয়া, মুতাসিম বিল্লাল তুষার, মিজানুর রহমান, জোহায়েব চৌধুরী, আজম চৌধুরী, আনোয়ার জাহিদ, রোকন আহমেদ, রাশেদুল হক। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী সহ অংশগ্রহণকারী সবার মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেয়া হয়। ইফতারের পূর্বে বায়তুল আমান মসজিদের পেশ ইমাম মাওলানা আজির উদ্দিন বিশেষ দোয়া পরিচালনা করেন।

বাংলাদেশিদের সম্মানে প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের ইফতার মাহফিল

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সম্মানে প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ মার্চ) প্যারিসের মেট্টো হোসের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় ইফতার পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় অতিথি ছিলেন অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, সলিডারিটিতে আজি ফ্রন্সের প্রেসিডেন্ট নয়ন এনকে, আইছা প্রো প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েস, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি এম মান্নান আজাদ, লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া, এসএ গ্রুপের চেয়ারম্যান সাব্বির আলম, ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি এমএ রহিম, সিনিয়র সাংবাদিক লুৎফুর রহমান বাবু, ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি তাইজুল ফয়েজ, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সহ সভাপতি আব্দুল কুদ্দুস,ফ্রান্স বাংলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হাসান শাহ।প্রেস ক্লাবের সহ সভাপতি শিব্বির আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, ফ্রান্স বিএনপির যুব বিষয়ক সম্পাদক এমএ মালেক, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি তাজউদ্দীন, বিএনপির নেতা জাহিদুল ইসলাম শিপার ও জাকারিয়া আহমদ।শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহসভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু।ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ব্যাপক ভূমিকা রয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে, তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে; যা দেশ-জাতির উন্নয়নের পাশাপাশি একটি কল্যাণমুখী রাষ্ট্রের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এ জন্য সাংবাদিকতায় নৈতিকতা ও মান বজায় রেখে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ।

আটলান্টিক সিটিতে জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির ইফতার মাহফিল

সম্প্রীতির বন্ধনে ‘জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নিউ জার্সির আটলান্টিক সিটির মসজিদ আল হেরায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন । ইফতারের পূর্বে প্রবাস প্রজন্মের আম্মার চৌধুরী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। মাহফিল শুরুর আগে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম টফি ও সাধারণ সম্পাদক সৈয়দ শহীদ, কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমেদ। সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে যোগ দেন। অংশ নেন বিপুল সংখ্যক মহিলাও।

বীর মুক্তিযুদ্ধা আব্দুর রবের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক

মৌলভীবাজার জেলার রাজনগরের কৃতি সন্তান, চার নম্বর সেক্টর ‘ক’-এর সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রবের (পিএসসি) মৃত্যুতে শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। সংগঠনের কেন্দ্রীয় কনভেনর সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার, মসুদ আহমদ, সদস্য সচিব মুজিবুর রহমান ও অর্থ সচিব এম আসরাফ মিয়াসহ সংগঠনের ১২ টি রিজিওনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ যুক্ত শোকবার্তায় মোহাম্মদ আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ, শোকাবহ পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন । শোকবার্তায় মোহাম্মদ মকিস মনসুর বলেন, ‘আমাদের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুশুরিয়া গ্রামের বাসিন্দা জেনারেল রবের মৃত্যুতে দেশ ও জাতি একজন কৃতি সন্তানকে হারিয়েছে। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়, তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন।’ উল্লেখ্য, মোহাম্মদ আব্দুর রব গত ২ মার্চ দীর্ঘ দিন অসুস্থ থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গত ৫ মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বনানী কবরস্থানে উনাকে দাফন করা হয়। দাফনের আগে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান গার্ড কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদাসহ সব প্রক্রিয়া শেষ করে মোনাজাতের পর নিকট আত্বীয়র কাছে পতাকা হস্তান্তর করার পর দাফন কাজ সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষে সেনাবাহিনীর শোক জ্ঞাপনকারী অফিসার নাসির আফজাল মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। মোহাম্মদ আব্দুর রব মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়ন মশরিয়া গ্রামে এক সম্ভ্রান্তশালী মুসলিম পরিবারের মরহুম হাজী কোরবান আলী ও মাতা মরহুমা আয়শা বেগমের ঘর আলোকিত করে ১৯৪৩ সালৈর ২২ মার্চ জন্মগ্রহন করেন। রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা থেকে তাঁর কর্মময় জীবন শুরু হয়। পরবর্তী তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৬ সালে ৫ জুন তিনি আর্মি সার্ভিস করে ২৯ সাপ্লাই ট্রান্সফোর্ট ব্যাটলিয়ানে যোগ দেন। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে তিনি কমিশন প্রাপ্ত হন। ইউনিট প্রশিক্ষণের দায়িত্ব প্রাপ্ত অফিসার হিসেবে গৌরবান্বিত হন। ১৯৭১ সালের মার্চে সেনাবাহীনিতে তিনি ক্যাপ্টেন থাকা অবস্থায় ছুটিতে বাংলাদেশে আসার পর মুক্তিযুদ্ধ ঘোষণা হলে পাকিস্তানে তাঁর কর্মস্থলে না গিয়ে ভারতে চলে যান এবং ৪ নম্বর সেক্টর ‘ক’-এর সাব কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাপটেন মোহাম্মদ আব্দুর রব। ১৯৯৬ সালে মেজর জেনারেল হিসাবে চাকরি থেকে অবসর নেন তিনি। বর্ণাঢ্য কর্মজীবনে জাহানাবাদ ক্যন্টনমেনট, খুলনার কমানডেনট, ডাইরেক্টর অব ডিজিএফআই, সুপ্রিম কমান্ড হেড কোয়ার্টারস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, বাংলাদেশ হকি ফেডারেশনের চেয়ারম্যান, জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান, ডাইরেক্টর অব বাংলাদেশ ওরডিনেন্স হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর নিয়ে তার মাতার নামে “আয়েশা মেেমারিয়াল হসপিটাল “মহাখালী ঢাকা নির্মাণ করেন। এছাড়াও টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অফ বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ অফ বাংলাদেশ প্রতিষ্ঠা করেন ।