মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে নিকটাত্মীয় গ্রেপ্তার


News Defalt/images (1).jpeg

চট্টগ্রাম : চট্টগ্রামে মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগে তাদের এক নিকটাত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে খুলশী থানার ঝাউতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. করিমের (৪২) বাড়ি কুমিল্লায়। পেশায় বিদ্যুৎ মিস্ত্রি করিম নগরের খুলশী জালালাবাদ এলাকায় থাকে। 

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ৩৭ বছর বয়সী গৃহবধূর বাসা খুলশী থানার ঝাউতলা বাজার কলোনিতে। সেই বাসায় তিনি ও তাঁর ১১ বছর বয়সী মেয়ে ধর্ষণের শিকার হন। করিম ওই গৃহবধূর স্বামীর ভগ্নিপতি। আত্মীয়তার সুবাদে করিমের ওই বাসায় যাতায়াত ছিল। বুধবার সন্ধ্যার দিকে স্বামী ও মেয়ের অনুপস্থিতিতে গৃহবধূকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে করিম। ঘটনার পরই স্বামী বাসায় উপস্থিত হলে করিম দ্রুত পালিয়ে যায়। এ সময় গৃহবধূ তাঁকে ঘটনা খুলে বলেন।


খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘এ ঘটনা নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। তখন মেয়ে ঘটনা জেনে যায়। পরদিন বৃহস্পতিবার দুপুরে মেয়ে স্কুল থেকে ফেরার পর মাকে জানায়, তার ফুপা করিম তাকেও একমাস আগে ধর্ষণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে করিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গৃহবধূর স্বামী মামলা করেছেন। শুক্রবার করিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×