খুলনায় যুবককে গুলি করে হত্যা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:১২ এম, ২৯ মে ২০২৪
.jpeg)
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
রনি রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত আব্দুর রব সরদারের ছেলে।
খুলনা সদর থানার ওসি কামাল হোসেন খান জানান, নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে রনি সরদারকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলি গলার ডান পাশে লাগলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।
ওসি বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।