চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত ছেলে আটক


News Defalt/1717384293.image-47281.jpg

চট্টগ্রাম: মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরের পাহাড়তলী থানাথীন ভেলোয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম রিনা আক্তার (৪৭)। স্বামী সিএনজিচালিত অটোরিকশা চালক। ছেলে ওমর আলী কলেজ শিক্ষার্থী।  

সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) নিহাত আদনান তাইয়ান বলেন, করোনার সময় থেকে মাদকাসক্ত হয়ে পড়ে ওমর আলী। প্রায়ই টাকার জন্য বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। রোববার রাতে বাসায় এসে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে বাসায় থাকা বঁটি দিয়ে মাকে কোপায়। এতে মায়ের গলা, দুই হাত ও বুকে আঘাত লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা ওমর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×