বোদায় ‘জিনের বাদশা’ চক্রের সদস্য গ্রেপ্তার


News Defalt/vlcsnap-2024-06-05-19h56m07s859.png
পঞ্চগড়ের বোদা উপজেলায় মিলন ইসলাম (২৬) নামে জিনের বাদশা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ।
 
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মিলন ইসলাম ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মিলন ইসলাম জিনের বাদশা সেজে মানুষের সঙ্গে হনুমানি পয়সা, স্বর্ণের পুতুল (নকল), কষ্টি পাথরের মূর্তি (নকল), তক্ষকসহ বিদেশী ডলার দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। এছাড়া চক্রটি জিনের ক্ষমতার মাধ্যমে চলতি বিভিন্ন পর্যায়ের উপজেলা নির্বাচনে প্রার্থীদের বিজয়ী করতে পারবেন বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পুলিশ গ্রেপ্তার মিলনকে আজ বুধবার বিকেলে আদালতে তোলার পরে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
 
 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×