ঘুমন্ত স্ত্রী-ছেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ


News Defalt/gopaljpg-44-1717675857.webp
গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুমন্ত স্ত্রী ও ছেলের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ওসমান শেখ (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। দগ্ধ হেলেনা আক্তার (৩৬) ও ছেলে অন্তরকে (১১) বুধবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাদের গায়ে আগুন দেওয়া হয় বলে হেলেনার ভাই ইমরান হোসেন জানিয়েছেন।

জানা গেছে, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর উপজেলার রাজৈর হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠান। 

অভিযুক্ত ওসমান শেখ মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মিজান শেখেরে ছেলে। 

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমান শেখের দেওয়া আগুনে দগ্ধ হেলেনা ও তার ছেলেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হেলেনার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়েছে। ছেলের হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। দুজনই শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হেলেনার ভাই ইমরান বলেন, ‘ওসমান শেখের সঙ্গে ১৪ বছর আগে হেলেনার বিয়ে হয়। বিয়ের পর থেকে ওসমান আমার বোনকে বিভিন্ন সময় মারধর করে আসছিলেন। স্বামী নেশাগ্রস্ত হওয়ায় হেলেনা আমাদের বাড়িতে থাকত। মঙ্গলবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল হেলেনা। রাত ১টার দিকে হেলেনার স্বামী প্রথমে জানালা দিয়ে তাদের ওপর পেট্রোল ছুড়ে মারেন এবং পরে আগুন দিয়ে পালিয়ে যান।’
 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×