বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা


News Defalt/Screenshot_2.jpg
পিরাজপুরের মঠবাড়িয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় বখাটেদের হামলায় ফারুক ভূইয়া (৬০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।
 
আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুককে পিটিয়ে আহত করার ঘটনায় গত ৪ জুন মঙ্গলবার তার স্ত্রী রিজিয়া বেগম মঠবাড়িয়া থানায় ৩ যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- মঠবাড়িয়া উপজেলার চরকগাছিয়া গ্রামের মো. ইমদাদুল হাওলাদার এর ছেলে শাওন হাওলাদার (২৫), মোহাম্মদ বাদলের ছেলে মোহাম্মদ শাহিন (১৯) এবং মো. জাফর মোল্লা এর ছেলে মোহাম্মদ সুমন (২০)।

নিহত ফারুকের স্ত্রী রিজিয়া জানায়, অভিযুক্তদের কাছে তার স্বামীর ১ হাজার ৪০০ টাকা বাকি পাওনা ছিল। এরপর তারা আবারও ৩১ মে রাতে বাকিতে সিগারেট নিতে চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওইদিন রাত ১১টার দিকে অভিযুক্তরা লাঠি-সোটা নিয়ে তার স্বামীকে নির্মমভাবে মারধর করে। এ সময় স্থায়ীরা তার চিৎকারে ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে ফারুককে পিটিয়ে আহত করা হয়েছে। তার স্ত্রী রিজিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলাও দায়ের করেছেন। ওই মামলাই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

তিনি আরও জানান, কিছুলোক এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। ফারুক হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা নেই। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×