ছাগলে খেয়েছে কলাগাছ, শ্বশুরের হাতে জামাই খুন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:৫৭ পিএম, ০৭ জুন ২০২৪
পাবনা: পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে চাচা শ্বশুরের হাতে খুন হয়েছেন হাবিব সরদার (৩০) নামে এক যুবক। বৃহস্পতিবার (৬ জুন) চর তারাপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিব সরদার (৩০) একই গ্রামের মকশেদ সরদারের ছেলে। তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদার তার চাচা শ্বশুর।
পুলিশ জানায়, সম্প্রতি হাবিবের শাশুড়ির ছাগল সিরাজের কলাগাছ খেয়ে ফেলে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় হাবিবের স্ত্রীকে তার চাচা সিরাজ আঘাত করলে হাবিব প্রতিবাদ করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সিরাজ। গুরুতর অবস্থায় স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।