মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি


News Defalt/1720510742.akshs.jpg

মেহেরপুর: মেহেরপুরে বাড়ি থেকে বই কেনার জন্য বের হয়ে আর ফেরেনি এইচএসসি পরীক্ষার্থী আকাইদ ইসলাম আকাশ (১৮)।

মঙ্গলবার (৯ জুলাই) তার আইসিটি পরীক্ষা ছিল। আকাশ গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের পীরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।  

আকাশের বাবা আমিনুল ইসলাম জানান, সোমবার (৮ জুলাই) বিকেলে বই কেনার উদ্দেশে তার ছেলে বাড়ি থেকে বের হন। এরপর আকাশ আর বাড়ি ফিরে আসেনি। বতর্মানে তিনি নিখোঁজ। আত্মীয় স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। বিষয়টির খোঁজ নেওয়ার জন্য গাংনী থানা পুলিশের একটি টিম নিখোঁজ আকাশের গ্রামের বাড়িতে যান।  

তিনি বলেন, আজকে তার আইসিটি পরীক্ষা। আমার ধারণা, ছেলে আর ভালো অবস্থায় নেই। তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, খবরটি শোনার পর ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজ আকাশের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×