প্রতিপক্ষের হামলায় আহত সেই ছাত্রলীগ নেতা মারা গেছেন


News Defalt/ereder66954f3784e35.webp

মানিকগঞ্জের শিবালয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাকিব মোল্লা ওরফে ডিএল রাকিব (২৫) মারা গেছেন। ঘটনার আট দিন পর সোমবার (১৫ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Your Image

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ডিএল রাকিব উপজেলার দশচিড়া গ্রামের লাবলু মোল্লার ছেলে।

তিনি উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই পক্ষের চরম দ্বন্দ্ব চলছিল। তার জের ধরে গত ৭ জুলাই সন্ধ্যায় দশচিড়া খেলার মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিবালয় থানার ওসি বলেন, ‘গত এপ্রিল মাসে স্থানীয় আলমগীর হোসেন ও রাকিবের সঙ্গে দ্বন্দ্বের জেরে থানায় পাল্টাপাল্টি মামলা হয়। মাসখানেক আগে রাকিব আলমগীর পক্ষের লোকজনকে মারধর করে। এর জের ধরেই রাকিবের ওপর হামলা হয়।

তিনি আরো জানান, ছাত্রলীগ নেতা মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×