ঠাকুরগাঁওয়ে যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা


October 2/jubodal_20240810_083126812.jpg

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’ 

বিষয়টি রাত সাড়ে ১০টার দিকে নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা বিএনপির দফতর সম্পাদক মানুনুর রশিদ বলেন, যেহেতু জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে গেছে। সেহেতু কমিটি বিলুপ্ত করা সাধারণ একটি প্রক্রিয়া। বিশেষ করে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। আশা করি খুব শীঘ্রই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×