৬ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর


TRT 03-10-2024/Screenshot_2024-10-10_090202_20241010_090658409.webp

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের সীমান্তবর্তী ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর ছয় দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাহাট স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ থেকে ১৪ অক্টোবর মোট ছয় দিনের ছুটি ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। এ সময় আমদানি-রফতানিসহ সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে আমদানি-রফতানি শুরু হবে।

স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, সোনাহাট স্থলবন্দর টানা ছয় দিন বন্ধ থাকবে। এ সময় পণ্য খালাসসহ সব ধরনের কাজ বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে বন্দরে কাজ চালু হবে।

বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ রহুল আমীন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট ছয় দিন সোনাহাট স্থল বন্দরে ছুটি থাকছে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×