মাদারীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান


TRT 03-10-2024/Screenshot_2024-10-10_092910_20241010_092838992.webp

মাদারীপুরের শিবচর পৌর এলাকার কাঁচাবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (৯ অক্টোবর) বিকেলে এ অভিযান চালানো হয়।

এ সময় বিক্রয় ভাউচার ও মূল্যতালিকা না থাকা এবং খাবারে ক্ষতিকর রং থাকায় চার দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত দামে ডিম বিক্রি এবং বিক্রয় ভাউচার দেখাতে না পারায় মেসার্স দুলাল মন্ডল ট্রেডার্সকে তিন হাজার টাকা, দু’টি মুরগির দোকানকে পাঁচ হাজার টাকা এবং আকবর ট্রেডার্স নামের একটি মুদি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অনিয়ম পাওয়ায় শিবচর বাজারের চারটি দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×