গোয়ালন্দে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার


October 2/thumbnail_received_1063423865422796_20241021_154602286.jpg
রাজবাড়ী জেলার গোয়ালন্দে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ্য অস্ত্রসহ মো. মমিন শেখ (৪১) নামে এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দঘাট থানার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

এসময় তার কাছ থেকে একটি লোহা ও কাঠের তৈরি এয়ারগান, একটি লোহার তৈরি দেশীয় একনলা পাইপ গান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মো. মমিন শেখ গোয়ালন্দ থানার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মো. কিয়ামুদ্দিন শেখের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
 
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×