দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত


October 2/RMCH-768x432.jpg

রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মীম নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ওই যুবলীগ কর্মীকে জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যান অজ্ঞাত ব্যক্তিরা।

পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় মীমকে রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের সামনে রেখে যায় অজ্ঞাতরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত মিম নগরীর রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো গ্রেফতারকৃত যুবলীগ নেতা রুবেলের সহযোগী ছিলেন তিনি।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×