চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
- কুষ্টিয়া প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকা থেকে মিরপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধা করে।
নিহত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বাড়ির মালিক আমিরুল ইসলাম জানান, রাত ২টার দিকে তারা ঘুমাচ্ছিলেন। এসময় তিন-চারজন চুরি করার জন্য তাদের বাড়িতে ঢোকেন। বাড়ির লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করেন।
এসময় তাদের সঙ্গে প্রতিবেশীরাও যোগ দেন। জনতার ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে গেলেও জাহাঙ্গীর নামে এক চোর স্থানীয় জনগণের হাতে ধরা পড়েন। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, চুরির অভিযোগে স্থানীয় জনগণ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।