ইলিশ রক্ষা অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মৎস্য বিভাগের ৮ কর্মী আহত
- শরীয়তপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:২৮ পিএম, ৩০ অক্টোবর ২০২৪
শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মৎস্য বিভাগের ৮ কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জাজিরা উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— জাজিরা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রিয়াদ (২৮), চালক মো. সাগর (৩০), স্প্রিটবোর্ড ড্রাইভার সেকেন্দার হোসাইন (২৯), তাদের সহযোগী হাবিব (২২), জিল্লুর রহমান (৪৫), মুশফিকুর রহমান (২৭), জামিল হোসেন (২৮) ও সেকান্দার হোসেন (৩৫)।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যেন নদীতে মাছ ধরতে না নামে তার জন্য মঙ্গলবার রাতে জাজিরার সিডারচরে একটি স্পিডবোট, বাবুর চরে দুইটি স্পিডবোট ও চরাত্রায় একটি স্পিডবোটে মৎস্য বিভাগের লোকজন অভিযানে দায়িত্বরত অবস্থায় ছিলেন। হঠাৎ করে ১৮/২০টি ইঞ্জিনচালিত নৌকা ভরে লোকজন এসে বাবুর চরের দুইটি স্পিডবোটে হামলা চালায়। তখন দেশীয় অস্ত্র ও লগি-বইঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৎস্য বিভাগের ৮ কর্মীকে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে জানতে পেরে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ মৎস্য বিভাগের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, হামলার বিষয়ে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানাব। পরে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেব।
অভিযান কঠোর হচ্ছে, তাই তারা উগ্র হয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা মৎস্য বিভাগের এই কর্মকর্তা।