সাদুল্লাপুরে শত্রুতায় পুড়ল ৬ বিঘা জমির ধান
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:২৭ পিএম, ০১ নভেম্বর ২০২৪
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুর্ব শত্রুতার জেরে ৬ বিঘা জমির আমন ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ সুকমল চৌধুরী ও তার অনুসারীরা বিষাক্ত কিটনাশক প্রয়োগ করে এই ধানক্ষেত নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মখছুদার রহমান।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর মৌজায় দেখা গেছে- ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার দৃশ্য। সেখানে চরম হতাশায় ভুগছেন ভুক্তভোগী মখছুদার রহমানসহ তার ওয়ারিশরা। এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
এজাহার থেকে জানা যায়, কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ছোলাইমান সরকারের ছেলে মখছুদার রহমান ও তার অন্যান্য ওয়ারিশরা পৈতৃক ৬ বিঘা জমিতে চলতি রোপা আমন ধান আবাদ করেন। এরই মধ্যে পুরান লক্ষীপুর গ্রামের নির্মল কুমার চৌধুরীর ছেলে সুকমল চৌধুরী ও তার অন্যান্য লোকজন পূর্ব শত্রুতার জেরে ২৯ অক্টোবর কোনো এক সময়ে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে ৬ বিঘা জমির আধাপাকা ধান পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় দুই লাখ টাকা মূল্যের ফসল ক্ষতি হয়। এ ঘটনায় ৩১ অক্টোবর মখছুদার রহমানের ভাই মুছা মিয়া ও ভাতিজা মেহেদী হাসান ওই জমিতে যায়। তখন সুকমল গংরা তাদের ওপর হামলা করে পিটিয়ে রক্তাক্ত করে। সেইসঙ্গে হাসান ইনাম ফাইম নামের এক যুবকেও শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর মৌজায় দেখা গেছে- ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার দৃশ্য। সেখানে চরম হতাশায় ভুগছেন ভুক্তভোগী মখছুদার রহমানসহ তার ওয়ারিশরা। এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
এজাহার থেকে জানা যায়, কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ছোলাইমান সরকারের ছেলে মখছুদার রহমান ও তার অন্যান্য ওয়ারিশরা পৈতৃক ৬ বিঘা জমিতে চলতি রোপা আমন ধান আবাদ করেন। এরই মধ্যে পুরান লক্ষীপুর গ্রামের নির্মল কুমার চৌধুরীর ছেলে সুকমল চৌধুরী ও তার অন্যান্য লোকজন পূর্ব শত্রুতার জেরে ২৯ অক্টোবর কোনো এক সময়ে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে ৬ বিঘা জমির আধাপাকা ধান পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় দুই লাখ টাকা মূল্যের ফসল ক্ষতি হয়। এ ঘটনায় ৩১ অক্টোবর মখছুদার রহমানের ভাই মুছা মিয়া ও ভাতিজা মেহেদী হাসান ওই জমিতে যায়। তখন সুকমল গংরা তাদের ওপর হামলা করে পিটিয়ে রক্তাক্ত করে। সেইসঙ্গে হাসান ইনাম ফাইম নামের এক যুবকেও শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মখছুদার রহমান বলেন, ইতোপূর্বে বিবাদীদের বিরুদ্ধে ২১০/১৪ নম্বর মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তারা আমাদের পৈতৃক জমি জোরপূর্বক দখল চেষ্টার একপর্যায়ে সম্প্রতি ৬ বিঘা জমির আমন ধান নষ্ট করে দিয়েছে। এ নিয়ে থানায় এজাহার দেওয়া হয়েছে। সুকমলদের বিরুদ্ধে আইনগত বিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত সুকমল চৌধুরীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। ওই রোপা আমন ক্ষেত পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন বলেন, ওইস্থানে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয়ে পক্ষের অভিযোগ পেয়েছি। তা দতন্তাধীন রয়েছে।