কুষ্টিয়ায় নগদ টাকা ও ইয়াবাসহ আটক ৩
- কুষ্টিয়া প্রতিনিধি
- প্রকাশঃ ১১:১৮ পিএম, ০২ নভেম্বর ২০২৪
কুষ্টিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনশ’ পিস ইয়াবা, একশত ত্রিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একচল্লিশটি মোবাইল, নগদ এক লাখ ছাব্বিশ হাজার দুইশ’ বিশ টাকাসহ তিন জনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১ নভেম্বর) কুষ্টিয়া পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। কুষ্টিয়ার হরিশংকরপুর এলাকার জহির এর বাড়ী এবং কুমারখালী উপজেলার চরবালিয়া এলাকার রনি মিয়া এবং জাহাঙ্গীর এর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদর থানা এবং কুমারখালী থানায় উদ্ধারকৃত মালামালসহ হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।