কোস্টগার্ডের অভিযানে ৪শ কেজি ইলিশসহ ৩৬ জেলে আটক


October 2/IMG-20241101-WA0032.jpg

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৭০ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৪০০ কেজি ইলিশ মাছ ও ২ টি ট্রলার সহ ৩৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

Your Image

৩১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত থেকে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেড়ির চর, মোক্তারিয়া, নিঝুম দ্বীপ ও আশেপাশের এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে গত ১৩ অক্টোবর হতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন হাতিয়ার সদস্যরা নোয়াখালী জেলার হাতিয়া থানার মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেরির চর, মুক্তারিয়া, নিঝুম দ্বীপ সহ আশেপাশের এলাকায় অভিযান চালায়।

অভিযানে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ অমান্য করে মৎস্য আহরণ করায় ২ টি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার, ৭০ লক্ষ মিটার ব্যবহার নিষিদ্ধ সুতার জ্বাল, ৪০০ কেজি ইলিশ মাছসহ ৩৬ জন জেলেকে আটক করে।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা সাব্বির রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত জাল হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মাহমুদুল হাসান এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও আটককৃত জেলেদের মুচলেকা গ্রহণ করে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×