বিএনপি নেতাকে প্রকাশ্যে কোপালেন যুবলীগ কর্মী
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- প্রকাশঃ ০১:১৭ পিএম, ০৩ নভেম্বর ২০২৪
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রকাশ্যে পৌর বিএনপির এক নেতাকে কুপিয়ে আহত করেছেন পৌর যুবলীগ কর্মী। পরে এলাকাবাসীরা তাকে পুলিশে দিয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১টায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানালেন, শনিবার দুপুর ১টার দিকে দর্শনা পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. ফরমান আলি বাজারের ব্যাংকের সামনে বসে চা পান করছিল।
এ সময় একই গ্রামের মো. সানিরুল ইসলামের ছেলে পৌর যুবলীগ কর্মী রাশেদ আহম্মেদ প্রকাশ্যে দিনে দুপুরে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়।
পরে যুবলীগ কর্মী রাশেদ আহমেদ বিএনপি নেতা ফরমান আলীর ইটভাটায় গিয়ে ভাটা ম্যানেজার আহসান আলিকে মারপিট করে ও অফিসের চেয়ার, অফিস ভাঙচুর করে চলে যায়। পরে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে স্থানীয় শোলমারি মাঠ থেকে যুবলীগ কর্মী রাশেদ আহম্মেদকে ধরে মারপিট করে দর্শনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, বিকেল ৩টার দিকে আটক আসামি রাশেদ আহমেদকে চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানো হয়েছে। গত দুসপ্তাহ আগে একই ব্যক্তি একই গ্রামের সাবেক কাউন্সিলর মো. আশু মিয়াকে কুপিয়ে তার একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই ঘটনায় দর্শনা থানায় মামলা হয়েছিল।
পরে যুবলীগ কর্মী রাশেদ আহমেদ বিএনপি নেতা ফরমান আলীর ইটভাটায় গিয়ে ভাটা ম্যানেজার আহসান আলিকে মারপিট করে ও অফিসের চেয়ার, অফিস ভাঙচুর করে চলে যায়। পরে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে স্থানীয় শোলমারি মাঠ থেকে যুবলীগ কর্মী রাশেদ আহম্মেদকে ধরে মারপিট করে দর্শনা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, বিকেল ৩টার দিকে আটক আসামি রাশেদ আহমেদকে চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানো হয়েছে। গত দুসপ্তাহ আগে একই ব্যক্তি একই গ্রামের সাবেক কাউন্সিলর মো. আশু মিয়াকে কুপিয়ে তার একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই ঘটনায় দর্শনা থানায় মামলা হয়েছিল।