মনোহরদীতে স্কুলছাত্রীকে কু’পিয়ে হত্যা


October 2/download (17).jpeg

মনোহরদীতে আনিকা (১৫) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হয়েছেন আনিকার খালা পাপিয়া আক্তার (৪৫)।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে পৌর শহরের সরকারি কলেজসংলগ্ন আব্দুস সাত্তার মাস্টারের বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আনিকা বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। আহত পাপিয়া মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে পাপিয়া আক্তার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন। এসময় প্রতিবেশীরা বাসায় ঢুকে তার ভাগ্নী আনিকার মরদেহ দেখতে পান। পরে পাপিয়াকে গুরুতর আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তারা আরও জানান, আনিকার মা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করে। তাই খালা পাপিয়ার বাসায় থেকে আনিকা পড়াশোনা করত। কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তরুণীর গলা কাটা হয়েছে। তাছাড়া শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল হোসেন বলেন, ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। তার খালাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×