রংপুরে যুবলীগ নেতা গ্রেফতার


TRT 03-10-2024/download (36).jpeg
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলায় কাউনিয়ায় সারাই ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম সোহেল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার হারাগাছ পৌর এলাকার হকবাজারে হারাগাছ স্কুলের সামন থেকে তাকে আটক করে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার যুবলীগ নেতা এরশাদ আলম সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলামের ছোট ভাই ও উদয়নারায়ন গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম সোহেল বলেন, জুলাই-আগস্টে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় সদর থানায় একাধিক মামলা হয়েছে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×