ছাত্রলীগের কর্মী পরীক্ষা দিতে এসে গণধোলাই খেয়ে কারাগারে
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৪৯ পিএম, ১২ নভেম্বর ২০২৪
রাজশাহীতে পরীক্ষা দিতে এসে গণধোলাই খেয়ে কারাগারে গেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে নগরীর বন্ধগেট এলাকায় তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আরএমপির রাজপাড়া থানার ওসি (তদন্ত) মো. বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ছাত্রলীগ কর্মীর নাম শিহাব আল রশিদ ওরফে গালিব। তিনি পাবনা সদরের চাকপাইলানপুর এলাকার হারুন-অর-রশিদের ছেলে ও রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। পূর্বে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী। ওই সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন শিহাব। ২০১৭ সালে শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট হতে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।
পুলিশ জানায়, রংপুর মেডিকেল কলেজ থেকে বৃত্তিমুলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব ওরফে গালিব। পরীক্ষা শেষ করে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে চিনতে পারেন। মোটরসাইকেলে করে তাকে নগরীর বন্ধগেট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাড়ে ১০টায় তাকে মারধর করে রাজপাড়া থানায় সোপর্দ করেন শিক্ষার্থীরা।
আরএমপির রাজপাড়া থানার ওসি (তদন্ত) মো. বদিউজ্জামান বলেন, তাকে হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে তার বিরুদ্ধে মামরা রুজু করে তোলা হয় আদালতে। সব পরিস্তিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।