পেটে কুপিয়ে ছাত্রলীগ নেতাকে হত্যা


menu/rajbari-chatrleeg-netake-kupiye-htza-1731433518.webp
রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তানভীর রাজবাড়ীর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি শহরের বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরকে পেটে কুপিয়ে মারাত্নক আহত করা হয়। এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে আসে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×