আবু সাঈদের দুই ভাই বসুন্ধরা গ্রুপের চাকরি ফিরিয়ে দিলেন


menu/5465454-1731519557.webp

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের দুই ভাই বসুন্ধরা গ্রুপের চাকরি ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

তিনি বলেন, আমরা দুই ভাই চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি না করে শুধু বেতন নেয়াটা ঠিক হবে না বলে এই সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরো বলেন, ‘আমাদের কী চাকরি দেয়া হয়েছে তা জানি না এবং কী কাজ সেটাও জানি না। বসে বসে বেতন নেয়াটা ঠিক হবে না বলে এ সিদ্ধান্ত নিয়েছি। ‘

এর আগে, গত ৯ অক্টোবর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল আবু সাঈদের দুই ভাই আবু হোসেন ও রমজান আলিকে নিয়োগপত্র দিয়েছিলেন। সে সময় রমজান আলিকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদ দেয়া হয়েছিল।
 
উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×