গ্রেফতারের ১ দিনের মাথায় জামিন পেলেন চাল ব্যবসায়ী রশিদ
- কুষ্টিয়া প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৬ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মারফত জানা গেছে কুষ্টিয়ার চাল ব্যবসায়ী রশিদকে যেসব মামলায় গ্রেফতার করা হয়েছিল, সবগুলোতেই বিজ্ঞ আদালত তাকে জামিন দিয়েছেন।
এর আগে, গতকাল শনিবার বাংলাদেশ চালকল মালিক সমিতির (বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশন) সভাপতি আবদুর রশিদকে গ্রেফতার করে পুলিশ। বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেশের শীর্ষস্থানীয় এ চাল ব্যবসায়ীর বিরুদ্ধে চেক জালিয়াতির তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গত ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন রাজশাহী অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।
দেশের বাজারে মিনিকেট চালের অন্যতম জোগানদাতা রশিদ এগ্রো ফুড প্রডাক্টস। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চালের দাম নিয়ে বিভিন্ন সময় সমালোচনা শুরু হলে তাতে আবদুর রশিদের নামও ওঠে।