রংপুর বিভাগকে অচল করে দেয়ার হুঁশিয়ারি দিল ছাত্র-জনতা
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
রংপুরে তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরবঙ্গ ব্লকেডের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। এ সময় উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করে দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর সিটির সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘গেল তিন দিন থেকে যে আন্দোলন করে আসছি, তার এখন পর্যন্ত কোন সুফল পাইনি। তাই, আগামী তিন দিনের মধ্যে যদি রংপুর অঞ্চল থেকে উপদেষ্টার নাম ঘোষণা করা না হয়, তাহলে রংপুর বিভাগকে ব্লকেডের মাধ্যমে অচল করে দেয়া হবে।’
এ সময় রংপুরে সমাজকল্যাণ উপদেষ্টার সফরকালে তার বক্তব্যকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
সংবাদ সম্মেলন আয়োজকরা বলেন, ‘মুক্তিযুদ্ধের পর থেকেই উত্তরবঙ্গ বৈষম্যের শিকার। নতুন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা উঠলেও সেটি হারিয়ে যেতে বসেছে। যদি তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগে আলোচনার মাধ্যমে অন্তবর্তী সরকার কোন সমাধান দিতে না পারে, তাহলে পুরোপুরি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হল।’
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।