সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ককটেল হামলা, সন্ত্রাসীদের ৭ মোটরসাইকেল পুড়িয়ে দিল জনতা
- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১১:২৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ককটেল হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে ৩ জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নাচোল রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
জানা গেছে, নাচোল রেল স্টেশন এলাকার রজব-সিফাত ও জসিমের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে দুইদিন ধরে একপক্ষ আরেকপক্ষের লোকজনকে মারধর করে। এর জেরে রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি এলাকার ২০-২৫ জনের একদল সন্ত্রাসী নাচোল রেলস্টেশন এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরে করে। এ সময় অন্তত ৩ জন আহত হয়। পরে স্থানীয় জনতা মাইকে ঘোষণা দিয়ে জমায়েত হয়ে দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দেয় এবং ৭টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ককটেল হামলার ঘটনা ঘটেছে এবং এঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।