চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত করে গ্রেফতার বখাটে চার যুবক


Nov 16/Arrest.jpg

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. সাহেদ (১৬) নামে কিশোরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েকজন বখাটে। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় এ ঘটনা ঘটে।

Your Image

আহত সাহেদকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সাহেদ ওই এলাকার মো. শওকত আলীর ছেলে।

এ দিকে, ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘটনার সঙ্গে জড়িত চার যুবককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে মো. শাহেদ ডুলাহাজারা বাজারে যাওয়ার পথে ইউনিয়নের রংমহল এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ৫-৬ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় বখাটে যুবকরা সাহেদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে স্থানীয় লোকজন চার বখাটে যুবককে আটক করে। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শাহেদের বড় বোন রোমানা আক্তার বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনায় চার বখাটে যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতে উপস্থাপন করা হলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×