বান্দরবানে চালু হল ট্যুরিস্ট বাস


Nov 16/Tourist Bandorbon.jpg

বান্দরবান-চিম্বুক-নীলগিরি এবং বান্দরবান মেঘলা-নীলাচলে প্রথম বারের মত ট্যুরিস্ট বাস চালু হয়েছে। এ বাসে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা ও প্রকৃতির অপার সৌন্দর্য্য ।

Your Image

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় এ ঘোষণা দেন বান্দরবান পূরবী বাস মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ।

তিনি বলেন, ‘পর্যটকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ট্যুরিস্ট বাসের প্রয়োজনীয়তা আছে। বান্দরবান জেলার প্রশাসকের অনুমতিতে আমরা ট্যুরিস্ট বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে, রোববার (১৭ নভেম্বর) এ বাস নীলগিড়িতে পরীক্ষামূলকভাবে চালানো হয়।’

কাজল কান্তি দাশ আরো বলেন, ‘বান্দরবান জেলার হিলভিউ আবাসিক হোটেলের সামনে থেকে প্রতিদিন সকাল সাতটা থেকে ছাদখোলা বাস ছেড়ে যাবে এবং দুপুরে জেলা শহরে ফিরবে। পরে ফের দুপুর তিনটায় বান্দরবানের মেঘলা ও নীলাচল পর্যটনকেন্দ্রে রওনা হবে এবং সন্ধ্যায় পর্যটকদের নিয়ে ফের শহরে ফিরবে। এক্ষেত্রে, ৩১ সিটের এ বাসে পাঁচ বছরের উপরে বয়সীদের জন্য জনপ্রতি বান্দরবান-নীলগিড়ি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা এবং মেঘলা-নীলাচলে বাস ভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে বাসের সংখ্যা বাড়তে পারে।’

এ দিকে, বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন  শীল্পের প্রসারে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণে উন্নতমানের ছাদখোলা পর্যটকবাহী বাস চালু করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য পূরবী বাস মালিক সমিতি, মাইক্রো-কার ওজীফ মালিক সমিতি এবং আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির কাছে নির্দেশনা দিয়ে চিঠি দেন জেলার প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×