পত্নীতলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


Nov 16/InShot_20241118_174118528.jpg

নওগাঁর পত্নীতলায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় সুমন(৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বিলছাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত সুমন হোসেন উপজেলা ওই গ্রামের ময়েন উদ্দিন এর ছেলে।পত্নীতলার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েতুল রহমান জানান সোমবার (১৮ নভেম্বর) সকালে স্হানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় সুমনের মরদেহ দেখতে পান।পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, সুমন ডিজিটাল মার্কেটে কিছু ব্যবসার সাথে জড়িত ছিলেন। গত প্রায় ১৫-১৬ ঘন্টা আগে সুমন নামে একটি ফেসবুক আইডি করা লাইভে কিছু কথা বলতে শোনা যায়।৫ মিনিট ৪ সেকেন্ডের অডিওতে অভিযোগ করা হয়, বুলবুল নামে এক ব্যক্তির কাজ থেকে সুদের বিনিময়ে ৭০ হাজার টাকা করেন সুমন।
সঙ্গে ফাঁকা ব্যাংকের চেক ও স্টাম্পে সাক্ষর নেওয়া হয়। কিন্তু পরে বুলবুল তার কাছ থেকে ১০ লাখ ৪৫ হাজার টাকা পান বলে দাবি করেন। এক পর্যায়ে গত রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তাকে ধাওয়া করা হয়।ওই রেকর্ডে দাবি করা হয় তার মৃত্যুর জন্য বুলবুল নামের ওই ব্যক্তি দায়ী।

ওসি বলেন, ওই ফেসবুক আইডিটি আসলেই সুমনের কিনা কিংবা লাইফে অডিও ওই ব্যক্তিটি কে তা খতিয়ে দেখা হচ্ছে। বুলবুল নামের কোন ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন ছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ । এসবের সত্যতা বের হলে আসল রহস্য জানা যাবে।

ইতিমধ্যে সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×