খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে গরু লুট


News Defalt/kamar.jpg

ফেনী শহরতলীর পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকায় মো. ইয়াছিন সোহাগ নামে এক খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করেছে ডাকাতদল।  

Your Image

বুধবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ময়মনসিংহের গৌরিপুরেরs সাতুতী বড়বাড়ির আবদুস সামাদের ছেলে।  

তিনি গত ১৫ বছর ধরে ফেনী শহরতলীর কালিপালের ভূঞা ডেইরি ফার্মে কাজ করছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল কালিপালের ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়।  

খামারের কর্মচারী সোহাগ তাদের হাত থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে ডাকাতদলের দুই সদস্য তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খামার মালিক মামুননের দাবি, একটি ট্রাক নিয়ে অন্তত ১৫ জনের ডাকাতদল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। সোহাগকে মুখোশ পরা দুজন ডাকাত কুপিয়ে জখম করে।

এদিকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে চুরি না কী ডাকাতির মামলা হবে তা দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×