লাঠিটিলা সীমান্তে ৮ বাংলাদেশি গ্রেপ্তার


News Defalt/bgb gp.jpg

ভারত থেকে অবৈধ পন্থায় ফিরে আসার সময় ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে দেশের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছিলেন।

Your Image

আটকরা বর্তমানে হাজতে রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন জুড়ী থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ওসি জহিরুল হক  বলেন, অবৈধভাবে দেশের অভ্যন্তরে ঢোকা ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়।

তিনি বলেন, গ্রেপ্তাররা সবাই এক বছর আগে বিভিন্ন পথে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারত গিয়েছিলেন। এক বছর পর তারা সীমান্ত সংলগ্ন কাটা তারের বেড়া পার হয়ে অবৈধভাবে দেশের সীমানায় প্রবেশ করে। এরপরই বিজিবি সদস্যরা তাদের আটক করে জুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গ্রেপ্তাররা দেশের বিভিন্ন জেলার নাগরিক। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও পরবর্তীতে বাংলাদেশে পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র জানায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এক আভিযানিক দল টহল দেওয়ার সময় সীমান্ত পিলার ১৮০৫/এম’র কাছে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটজনকে আটক করে। তাদের মধ্যে ছয়জন এক বছর আগে দালালের মাধ্যমে ভারতে অবৈধভাবে পাড়ি জমান। বাকি দুজন চলতি মাসেই অবৈধভাবে ভারতে যান।

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাটের শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মাদ হাওলাদারের ছেলে মোহাব্বত আলী হাওলাদার ও মোহাব্বত আলী হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে সেলিম মিয়া, একই থানার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু নাঈম, বরগুনার আমতলী থানার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকনের ছেলে মহিম, বগুড়ার সরিয়াকান্দি থানার আমতলী গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে রাশেদ ইসলাম, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার দিঘর কল্লা গ্রামের নুর উদ্দিনের ছেলে মামুন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হরিনগর তাঁতিপাড়া গ্রামের ফুটু ঘোষের ছেলে আশরাফুল ইসলাম।
 
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×