চট্টগ্রামে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে পুলিশে দিল শিক্ষার্থীরা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১১ পিএম, ২১ নভেম্বর ২০২৪
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দুইজন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে এলে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে সিটির চকবাজার থানায় নিয়ে যায় পুলিশ।
ছাত্রলীগের দুই নেতাকর্মী হলেন মহসিন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিল হাসান ও একই বর্ষের ইসরাত জাহান তিন্নী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহসিন কলেজ শাখার সমন্বয়ক এজিএম বাপ্পি বলেন, ‘তানজিল হাসান ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম সম্পাদক ও ইসরাত জাহান ছাত্রলীগের নেত্রী ছিলেন। তারা দুইজনই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। ওই দুইজন কলেজে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কাউকে মারধর করা হয়নি।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘শিক্ষার্থীরা দুই নেতাকর্মীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এ দিকে গেল বুধবার (২০ নভেম্বর) রাত তিনটার দিকে সিটির চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকা থেকে ছাত্রলীগের আরেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নেতা হলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. ইছমাইল হোসেন বাতেন (৩১)। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।