নাটোরে আ. লীগ নেতাকে মারধর
- নাটোর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৪ পিএম, ২১ নভেম্বর ২০২৪
নাটোরের সিংড়ায় শামীম হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ১০ লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন ওই নেতা।
শামীম হোসেন কলম ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিনগর গ্রামের মৃত ফয়েজ সরদারের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিংড়ার একটি ব্যাংক থেকে প্রকল্পের টাকা তুলে ইউনিয়ন পরিষদে যান শামীম হোসেন। পরিষদে পৌঁছালে কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা ইব্রাহিম খলিল ফটিকের সমর্থক মাহাবুব, সোহেলসহ কয়েকজন তাকে ধরে মারপিট করেন। এ সময় তার কাছ থেকে টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শামীম হোসেন বলেন, ব্যাংক থেকে টাকা তুলে পরিষদের সচিবকে নামিয়ে দিতে ইউনিয়ন পরিষদে যাই। সেখানে পৌঁছাতেই আগে থেকে ওত পেতে থাকা ফটিকের লোক মাহবুব সোহেলসহ বেশ কয়েকজন আমাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে আমার কাছ থাকে টাকার ব্যাগ ছিনিয়ে নেন তারা।
এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা ইব্রাহিম খলিল ফটিকের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
কলম ইউনিয়ন পরিষদের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ঠিকাদার শামীম হোসেনকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে, এটা সত্য কথা। তবে তখন তার কাছে টাকা-পয়সা ছিল না। তবে যারা তাকে মারধর করেছে তাদের উদ্দেশ্য হয়তো ছিল তার কাছে টাকা পয়সা থাকলে সেগুলো ছিনিয়ে নেবে।
এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।