খাগড়াছড়িতে ব্যানার-ফেস্টুন সরালো বিএনপি


News Defalt/khagrachari-20241122105250.jpg

খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন স্থাপনায় লাগানো বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে।

Your Image

বৃহস্পতিবার (২১ নভেম্বর) শহর ঘুরে দেখা যায় কোথাও কোনো ব্যানার-ফেস্টুন নেই।

খাগড়াছড়ি শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, দেশের পট পরিবর্তনের পর শহরের বিভিন্ন স্থানে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায়। বিশেষ করে ১৮ নভেম্বর যুবদলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে শহরের শাপলা চত্বরের আশপাশের সড়ক বিভাজনে নেতাকর্মীদের শুভেচ্ছা ফেস্টুন লাগানো হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে এসব ফেস্টুন আর নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার  বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে। শুধু জেলা শহরেই নয় খাগড়াছড়ি জেলার সব স্থান থেকেই নেতাকর্মীদের সব প্রচার-প্রচারণা সরিয়ে ফেলা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন লাগালে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই নেতা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×