জীবননগর পৌরসভারর সাবেক মেয়র গ্রেপ্তার


News Defalt/arrest-20241122152753.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Your Image

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় সাবেক পৌর মেয়রকে আজ আদালতে সোপর্দ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গত ১৮ অক্টোবর জীবননগর পৌরসভার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে তুলে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে ১২২ নেতা-কর্মীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক এমপি টগরের নির্দেশনায় সশস্ত্র দলবল আতঙ্ক ও বিশৃঙ্খলা করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। এ সময় আনোয়ার হোসেন প্রতিবাদ করতে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং তার সঙ্গে থাকা তুষার নামের এক ব্যক্তিকে মারধর করা হয়। তিনি তুষারকে বাঁচাতে গেলে আনোয়ারের ব্যাগে থাকা ৭ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একইসঙ্গে আনোয়ারের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেন এমপির লোকজন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×