৪৯ দিনে হাফেজ, হাবিবের যে ইচ্ছাপূরণ করলেন শায়খ আহমাদুল্লাহ


2024-Novemer 18/Habib Abdulah.jpg

মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাৎ করেছেন শায়খ আহমাদুল্লাহ। এর মাধ্যমে  শায়খ আহমাদুল্লাহের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পূরণ হল হাবিবের। 

শনিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে আহমাদুল্লাহ এ তথ্য জানান।

ওই পোস্টে আহমাদুল্লাহ বলেন, ‘মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাত করার সৌভাগ্য হল আজ। মিডিয়া মারফত জানতে পারি, বিরল কৃতিত্বের অধিকারী এ মেধাবী শিশুটি আমার সাথে সাক্ষাৎ করতে চায়।

‘এ খবর দেখামাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ ও ভালবাসা অনুভব করি। সিদ্ধান্ত নিই, বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাব। দেশের বাইরে থাকায় এত দিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার উস্তাদকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি, স্বপ্নের কথা শুনেছি, শুনেছি তার সুন্দর কন্ঠের তিলাওয়াত।’

তিনি আরো বলেন, ‘কুরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এ সমুদ্রকে বক্ষে ধারণ করা কুরআনের একটি মু’জিযা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। দোয়া করি, মহান আল্লাহ হাবিবকে কুরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন। তার উস্তাদকে উত্তম বিনিময় দান করুন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×